ঢাকায় কাঁকড়ার ব্যবসা করবেন ট্রাম্প, ভাতের হোটেল খুলবেন মাস্ক! - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
গ্লোবাল সামুদ ফ্লোটিলা গাজায় রওনা, ৫০টির বেশি জাহাজে মানবিক সহায়তা জাপানের শিনকোইয়া মসজিদে প্রতি রবিবার এশার পর সাপ্তাহিক ইসলামিক আলোচনা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলাকায় দফায় দফায় সংঘর্ষ, ১৪৪ ধারা জারি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সহিংসতা, ৫০ শিক্ষার্থী হাসপাতালে ভর্তি মনোনয়ন বিতরণের শেষদিনে রাকসু কার্যালয়ে ভাঙচুর করল রাবি ছাত্রদল পাগলা মসজিদের দানবাক্সে রেকর্ড ১২ কোটি ৯ লাখ টাকা তাসকিন–লিটনের ঝড়ে ডাচদের সহজে হারাল বাংলাদেশ, সিরিজে ১–০ নেতৃত্ব সাবেক ভিপি নুরের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ কেরালায় ক্যানারা ব্যাংকে গরুর মাংস নিষিদ্ধ, কর্মীদের ‘বিফ-ফেস্ট’ প্রতিবাদ ৪৮ ঘণ্টার আল্টিমেটাম: জাতীয় পার্টি নিষিদ্ধসহ তিন দফা দাবিতে গণঅধিকার পরিষদের হুঁশিয়ারি

ঢাকায় কাঁকড়ার ব্যবসা করবেন ট্রাম্প, ভাতের হোটেল খুলবেন মাস্ক!

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫
  • ৫৬ বার দেখা হয়েছে
ভুয়া ই-ট্রেড লাইসেন্স

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) থেকে অনলাইনে সহজেই ই-ট্রেড লাইসেন্স সংগ্রহ করা সম্ভব হচ্ছে, যার ফলে ভুয়া নাম ও ঠিকানা ব্যবহার করেও লাইসেন্স নেওয়া যাচ্ছে।

সম্প্রতি দেখা গেছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামে ভুয়া ই-ট্রেড লাইসেন্স ইস্যু করা হয়েছে, যেখানে তাঁর ছবি ব্যবহার করে প্রতিষ্ঠানটির নাম রাখা হয়েছে ‘ট্রাম্প অ্যাসোসিয়েশন’। ব্যবসার ধরন হিসেবে দেখানো হয়েছে কাঁকড়া বিক্রি, আর ঠিকানা দেওয়া হয়েছে আফতাবনগর, বাড্ডায়।

এছাড়াও, প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্কের নামে একটি লাইসেন্স ইস্যু করা হয়েছে, যেখানে ব্যবসার নাম ‘টুইটার’ এবং ব্যবসার ধরন হিসেবে উল্লেখ করা হয়েছে রেস্টুরেন্ট, হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার। প্রতিষ্ঠানটির ঠিকানা দেখানো হয়েছে যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকো, কিন্তু অঞ্চল হিসেবে দেওয়া হয়েছে ঢাকার ভাটারা।

এমনকি, মেটা’র প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গের নামেও ভুয়া ট্রেড লাইসেন্স নেওয়া হয়েছে। সেখানে ব্যবসার ধরন হিসেবে উল্লেখ করা হয়েছে কারখানা, খাদ্য উৎপাদন, হাসপাতাল ও রেস্টুরেন্ট।

এ প্রসঙ্গে ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ জানিয়েছেন, জননিরাপত্তার সঙ্গে সংশ্লিষ্ট লাইসেন্স যেমন বার, রেস্টুরেন্ট বা ফায়ার লাইসেন্স ইস্যু করা হচ্ছে না। তবে ট্রেড লাইসেন্সসহ অন্যান্য ক্ষেত্রে বেশ কিছু স্বাধীনতা দেওয়া হয়েছে।

নগর পরিকল্পনাবিদ আদিল মোহাম্মদ খান বলেন, ‘অনলাইন সেবাকে সহজ করার পক্ষে আমরা, তবে যাচাই-বাছাই ছাড়া ট্রেড লাইসেন্স দেওয়া নগর পরিকল্পনার নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।’

  • দৈনিক সাবাস বাংলাদেশ এর সর্বশেষ নিউজ পড়তে ক্লিক করুন: সর্বশেষ
  • দৈনিক সাবাস বাংলাদেশ এর ফেসবুক পেজটি ফলো করুন: dailysabasbd

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT