যাকাত ও ফিতরা এই হিসাব অনুসারে দিন - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
গাজায় ত্রাণ নেওয়ার সময় ইসরায়েলি বাহিনীর হামলায় প্রাণ গেল ৭১ জনের জাতিসংঘের মানবাধিকার কমিশন বাংলাদেশে এলজিবিটিকিউ নিয়ে কাজ করবে: মিলল গোপন প্রমাণ ইরানের সঙ্গে বাণিজ্যে ভারতের ৬ প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা লালমনিরহাট বিমানবন্দর চালুর উদ্যোগ – ভূরাজনৈতিক শঙ্কা ও অর্থনৈতিক সম্ভাবনার যুগপৎ জাগরণ রোহিঙ্গাদের ওপর আরাকান আর্মির নির্মম নির্যাতনের তথ্য, ভয়াবহ মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ শেষ হলো বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়া ‘এক্সারসাইজ টাইগার লাইটনিং-২০২৫’ পর্তুগালে ভয়াবহ দাবানল: সাতজনের মৃত্যু, বহু এলাকা পুড়েছে সাপে কেটেছিল এক সাপুড়েকে, সেই সাপই কাঁচা চিবিয়ে খেলেন আরেক সাপুড়ে পাকিস্তানের সঙ্গে তেল উন্নয়ন চুক্তির ঘোষণা প্রেসিডেন্ট ট্রাম্পের শেরপুরে মাছরাঙা টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

যাকাত ও ফিতরা এই হিসাব অনুসারে দিন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫
  • ১৩৫ বার দেখা হয়েছে
রমজান ২০২৫ এর যাকাত ও ফিতরার হিসাব, এই হিসাব অনুসারে যাকাত ও ফিতরা দিন
রমজান ২০২৫ এর যাকাত ও ফিতরার হিসাব

যাকাত ও ফিতরা ইসলামে গুরুত্বপূর্ণ দানের অংশ, যা মুসলিমদের সম্পদের পবিত্রতা নিশ্চিত করে। যাকাত ধনী মুসলমানদের জন্য বাধ্যতামূলক, যা নির্দিষ্ট পরিমাণ সম্পদ অর্জনের পর গরিবদের দিতে হয়।

ফিতরা বা সাদাকাতুল ফিতর রমজান মাসে ঈদের আগে প্রদান করা হয়, যা প্রতিটি মুসলিমের জন্য ওয়াজিব। এটি মূলত দরিদ্রদের ঈদের আনন্দে শরিক করার জন্য দেওয়া হয়।

যাকাত & ফিতরা উভয়ই সমাজে দারিদ্র্য দূর করতে এবং অর্থনৈতিক ভারসাম্য রক্ষা করতে সহায়তা করে। এ দানের মাধ্যমে মানুষ পারস্পরিক সহানুভূতি , ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয়। ইসলামের দৃষ্টিতে, এটি আত্মশুদ্ধির মাধ্যমও।

জামিয়া রাহমানিয়া আরাবিয়া, মোহাম্মদপুর মাদ্রাসার প্রধান মুফতী মনসুরুল হক স্বাক্ষরিত একটি ফতোয়ায় এই বছর রমজানের জন্য যাকাত ও ফিতরার নেসাব পরিমাণ সম্পদের হিসাব উল্লেখ করা হয়েছে। উক্ত হিসাব অনুসারে আপনি যাকাত ও ফিতরা দিতে পারবেন।

হিসাবটি নিচে উল্লেখ করা হলো:

যাকাত-ফিতরার নেসাব ও পরিমাণ

ক. যাকাতের নেসাব

বর্তমান বাজার মূল্য অনুযায়ী ৫২.৫ ভরি রূপার মূল্য হিসেবে যাকাত-ফিতরার নেসাব:

  • প্রতি ভরি রূপার মূল্য = ১,৮০০ টাকা
  • মোট হিসাব: ১,৮০০ × ৫২.৫ = ৯৫,০০০ টাকা (পঁচানব্বই হাজার টাকা)

খ. স্বর্ণালংকারের যাকাত নির্ধারণ (বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন ঘোষিত ০১-০৩-২৫ইং তারিখের মূল্য তালিকা অনুযায়ী)

স্বর্ণের ক্যারেট বাজার মূল্য (প্রতি ভরি) ১৮% বাদে যাকাতযোগ্য মূল্য (প্রতি ভরি)
২২ ক্যারেট ১,৪৮,৩৪২/= ১,২১,৩৭৫/=
২১ ক্যারেট ১,২১,৬০০/= ৯৯,৬০০/=
১৮ ক্যারেট ১,৪১,৬০০/= ৯৯,৮৯০/=
সনাতন স্বর্ণ ১,১৬,১০০/= ৮১,৯০০/=
  • উপরোক্ত যাকাতযোগ্য মূল্যের ২.৫% হারে যাকাত প্রদান করতে হবে।
  • রূপার ক্ষেত্রে স্থানীয় বাজারমূল্য ভিন্ন হতে পারে, তাই প্রত্যেককে নিজ মালিকানাধীন রূপার বর্তমান বাজারমূল্য জেনে ২.৫% হারে যাকাত দিতে হবে।

গ. সদকায়ে ফিতরার হিসাব

খাদ্যদ্রব্য পরিমাণ প্রতি কেজি দর ১ ফিতরার পরিমাণ
পনির ৩.৩ কেজি ৮২০/= ২৭০০/=
খেজুর ৩.৩ কেজি ৭০০/= ২৩০০/=
কিশমিশ ৩.৩ কেজি ৬০০/= ২০০০/=
যব ৩.৩ কেজি ১২০/= ৪০০/=
গম/আটা ১.৬৫ কেজি ৬০/= ১০০/=

প্রত্যেকে নিজ সামর্থ্য অনুযায়ী খাদ্যদ্রব্যের যেকোনো একটি দিয়ে সদকায়ে ফিতরা আদায় করতে পারবে।

যাকাত ও ফিতরার নেসাব

ছবি: যাকাত ও ফিতরার নেসাব

  • দৈনিক সাবাস বাংলাদেশ এর সর্বশেষ নিউজ পড়তে ক্লিক করুন: সর্বশেষ
  • দৈনিক সাবাস বাংলাদেশ এর ফেসবুক পেজটি ফলো করুন: dailysabasbd

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT