উত্তরাঞ্চলে ভূমিকম্প নিয়ে নতুন করে আতঙ্ক দেখা দিয়েছে। সম্প্রতি রিখটার স্কেলে মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে রাজশাহী ও রংপুর বিভাগসহ বিভিন্ন এলাকায়। ভূমিকম্পের উৎপত্তিস্থল, গভীরতা ও মাত্রা নিয়ে বিশেষজ্ঞরা বিশ্লেষণ করছেন।
দেশের উত্তরাঞ্চলের বেশ কিছু এলাকা আবারও ভূমিকম্পে কেঁপে উঠেছে মধ্যরাতে। বৃহস্পতিবার দিবাগত রাতের পর অর্থাৎ শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাত ৩টা ৬ মিনিটে রাজশাহী, জয়পুরহাট, ঠাকুরগাঁও, পঞ্চগড়, লালমনিরহাট, রংপুরসহ বিভিন্ন অঞ্চলে এই ভূমিকম্প অনুভূত হয়।
ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট (আইএমডি) জানায়, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল চীন-নেপাল সীমান্তবর্তী কোদারী এলাকার দক্ষিণে ১৪ কিলোমিটার দূরে। এর মাত্রা রিখটার স্কেলে ৬.১। ভূমিকম্পটি কয়েক সেকেন্ড স্থায়ী হয়।
গভীর রাত হওয়ায় অনেকেই ভূমিকম্পের কম্পন টের পাননি, তবে রংপুর বিভাগের অনেক বাসিন্দা তা অনুভব করেছেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন, যা সকালের দিকে জনমনে আতঙ্ক সৃষ্টি করে।
আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ বিষয়টি নিশ্চিত করে ফেসবুকে ‘ব্রেকিং নিউজ: ভূমিকম্প ’ শিরোনামে একটি পোস্ট দেন।
টাইমস অব ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, এই ভূমিকম্পের কম্পন ভারতের বিহার ও শিলিগুড়িতেও অনুভূত হয়েছে। এটি সিলেটসহ দেশের আরও কিছু অঞ্চলের মানুষকেও আতঙ্কিত করেছে। ভূমিকম্পের কারণে কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
এর আগে, বুধবার (২৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২টা ৫৫ মিনিটে সিলেটেও ভূমিকম্প অনুভূত হয়, যার উৎপত্তিস্থল ভারতের আসাম রাজ্যের মরিগাঁও। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৩ এবং গভীরতা ছিল ১০ কিলোমিটার।
অবশেষে ‘তৌহিদী জনতা’র কাছে ক্ষমা চাইলেন উপদেষ্টা মাহফুজ
আমাদের ফেসবুকে ফলো করুন