প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের চলমান জাপান সফরের অংশ হিসেবে শুক্রবার টোকিওতে জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবারের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হয়েছেন। বৈঠকে বাংলাদেশকে বাজেট সহায়তা, রেলপথ উন্নয়ন এবং অনুদান বাবদ মোট ১.০৬৩ বিলিয়ন মার্কিন ডলার সহায়তার ঘোষণা দিয়েছে জাপান।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এবং বাসসকে দেওয়া বক্তব্যে বিষয়টি নিশ্চিত করেছেন।
চুক্তির আওতায়, জাপান বাংলাদেশকে ৪১৮ মিলিয়ন ডলার ডেভেলপমেন্ট পলিসি ঋণ হিসেবে দেবে। এই অর্থ বাংলাদেশের অর্থনৈতিক সংস্কার এবং জলবায়ু সহনশীলতা বৃদ্ধির কার্যক্রমে ব্যয় করা হবে।
এ ছাড়া, জয়দেবপুর-ঈশ্বরদী রেলপথকে ডুয়েল-গেজ ডাবল লাইনে উন্নীত করার জন্য জাপান ৬৪১ মিলিয়ন ডলার ঋণ দেবে। পাশাপাশি, বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য স্কলারশিপ হিসেবে আরও ৪.২ মিলিয়ন ডলার অনুদান প্রদান করবে টোকিও।
চুক্তি বিনিময়ের আগে সকালে অধ্যাপক ইউনূস প্রধানমন্ত্রীর দপ্তরে পৌঁছালে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়।
এ দ্বিপক্ষীয় চুক্তির মাধ্যমে বাংলাদেশ ও জাপানের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশা প্রকাশ করেছেন উভয় দেশের নেতারা।