জাপান থেকে বাংলাদেশকে ১.০৬৩ বিলিয়ন ডলার সহায়তা, রেলপথ উন্নয়ন ও অর্থনৈতিক সংস্কারের চুক্তি - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
জাবি ভর্তি আবেদন শুরু ২৩ নভেম্বর, চলবে ৭ ডিসেম্বর পর্যন্ত বালিয়াকান্দিতে আই ফাউন্ডেশনের চক্ষু ক্যাম্প, শতাধিক দরিদ্র রোগী পেলেন বিনামূল্যে চিকিৎসা স্বপ্ন, সংগ্রাম আর সাফল্যের গল্প—কুবির পাঁচ কৃতি শিক্ষার্থীর বিসিএস জয়যাত্রা বিবিসিতে শেখ হাসিনা অস্বীকার করলেন গণঅভ্যুত্থান হত্যা অভিযোগ জুলাই সনদে আইনি সিল, এক ঘোষণায় রাজনৈতিক অচলাবস্থা ভাঙলেন ইউনূস কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী ৪৪তম ও ৪৯তম বিসিএসে সুপারিশপ্রাপ্ত, বিশ্ববিদ্যালয়ের গৌরব বৃদ্ধি রাজবাড়ীতে নুরাল পাগলার দরবারে হামলা–লুটপাট: আড়াই মাস পর ৯৬ জনের নামে মামলা নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগের ‘ঢাকা লকডাউন’ ঘোষণার প্রতিবাদে কুবিতে বিক্ষোভ মিছিল কুবির বিজয়-২৪ হলে বিতর্ক বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ৪৯তম বিসিএসে শিক্ষা ক্যাডারে প্রথম কুবির অলি উল্লাহ

জাপান থেকে বাংলাদেশকে ১.০৬৩ বিলিয়ন ডলার সহায়তা, রেলপথ উন্নয়ন ও অর্থনৈতিক সংস্কারের চুক্তি

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় শুক্রবার, ৩০ মে, ২০২৫
  • ১৩১ বার দেখা হয়েছে

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের চলমান জাপান সফরের অংশ হিসেবে শুক্রবার টোকিওতে জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবারের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হয়েছেন। বৈঠকে বাংলাদেশকে বাজেট সহায়তা, রেলপথ উন্নয়ন এবং অনুদান বাবদ মোট ১.০৬৩ বিলিয়ন মার্কিন ডলার সহায়তার ঘোষণা দিয়েছে জাপান।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এবং বাসসকে দেওয়া বক্তব্যে বিষয়টি নিশ্চিত করেছেন।

চুক্তির আওতায়, জাপান বাংলাদেশকে ৪১৮ মিলিয়ন ডলার ডেভেলপমেন্ট পলিসি ঋণ হিসেবে দেবে। এই অর্থ বাংলাদেশের অর্থনৈতিক সংস্কার এবং জলবায়ু সহনশীলতা বৃদ্ধির কার্যক্রমে ব্যয় করা হবে।

এ ছাড়া, জয়দেবপুর-ঈশ্বরদী রেলপথকে ডুয়েল-গেজ ডাবল লাইনে উন্নীত করার জন্য জাপান ৬৪১ মিলিয়ন ডলার ঋণ দেবে। পাশাপাশি, বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য স্কলারশিপ হিসেবে আরও ৪.২ মিলিয়ন ডলার অনুদান প্রদান করবে টোকিও।

চুক্তি বিনিময়ের আগে সকালে অধ্যাপক ইউনূস প্রধানমন্ত্রীর দপ্তরে পৌঁছালে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়।

এ দ্বিপক্ষীয় চুক্তির মাধ্যমে বাংলাদেশ ও জাপানের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশা প্রকাশ করেছেন উভয় দেশের নেতারা।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT