ভূরুঙ্গামারীতে গাছে গাছে সৌরভ ছড়াচ্ছে আমের মুকুল - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
তারেক রহমান: জুলাই গণ অভ্যুত্থানের শহীদ-আহতদের জন্য নতুন বিভাগ হবে ২০২৬ হজের জন্য হজযাত্রীদের টিকাদান কার্যক্রম শুরু আলিফ হত্যা মামলা- চিন্ময় কৃষ্ণ দাসসহ ৩৯ জনের বিরুদ্ধে চার্জ গঠন, বিচার শুরু বাংলাদেশ-চীন মৈত্রী হাসপাতাল: উচ্চপর্যায় বৈঠকে অগ্রগতি ও দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদার ২১ জানুয়ারির মধ্যে সিদ্ধান্ত চাইছে আইসিসি, ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ভাগ্য অনিশ্চিত মাগুরার চিত্রা নদী থেকে উদ্ধার মুঘল আমলের তরবারি, প্রত্নতত্ত্ব অধিদপ্তরে হস্তান্তরের সিদ্ধান্ত দক্ষিণ স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা: লাইনচ্যুতি ও সংঘর্ষে নিহত ২১, আহত শতাধিক দীর্ঘ ২৬ বছর পর কুড়িগ্রাম সরকারি কলেজ রিপোর্টার্স ক্লাবের আহ্বায়ক কমিটি ঘোষণা জম্মু-কাশ্মীরে বন্দুকযুদ্ধে সাত ভারতীয় সেনা আহত নির্বাহী ম্যাজিস্ট্রেটকে বৃদ্ধাঙ্গুলি: ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের প্রার্থী রুমিন ফারহানাকে তলব

ভূরুঙ্গামারীতে গাছে গাছে সৌরভ ছড়াচ্ছে আমের মুকুল

মো: জাকারিয়া হোসেন, কুড়িগ্রাম থেকে
  • আপডেট সময় মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৫৬ বার দেখা হয়েছে
কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে আম বাগানে গাছে গাছে আমের মুকুল (ছবি: জাকারিয়া হোসেন)
কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে আম বাগানে গাছে গাছে আমের মুকুল (ছবি: জাকারিয়া হোসেন)

রবি ঠাকুরের অমর পঙক্তি, “ওমা ফাগুনে তোর আমের বনে ঘ্রাণে পাগল করে…।” আম বাগানে ভ্রমণ বিলাস করতে গেলেই মনে পড়ে কবিগুরুর এই চরণ। নীল আকাশের নীচে, বসন্তের আবাহনে প্রকৃতি যেন রঙের উৎসবে মেতে উঠেছে। ফাগুনের বাতাসে উষ্ণতার পরশ লেগে রয়েছে, আর শীতের জড়তা ঝেড়ে ফেলে নবজীবনে সেজেছে গাছপালা।

এমনই এক সময় কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় ধরা দিয়েছে এক মোহময় দৃশ্য—সবুজ পাতার আড়ালে উঁকি দিচ্ছে আমের মুকুল। মৃদু দোলা খাওয়া মুকুলের গন্ধে যেন মুগ্ধতার আবেশ ছড়িয়ে পড়েছে চারদিকে। এ গন্ধ মিশে আছে গ্রামের বাতাসে, সকাল-বিকেলের স্নিগ্ধতায়।

বাড়ির উঠোন হোক কিংবা আমের বাগান এর শ্যামল প্রান্তর, সর্বত্রই ছড়িয়ে পড়েছে আমের মুকুলের মাদকতা। শুধু সৌন্দর্য নয়, এটি এক সম্ভাবনার প্রতীকও বটে। অনেকে নিজেদের আঙিনায় লাগিয়েছেন আমগাছ, আবার কেউ বাণিজ্যিকভাবে গড়ে তুলেছেন আমের বাগান। অফিস প্রাঙ্গণ, শিক্ষা প্রতিষ্ঠান কিংবা রাস্তার ধারে—যেখানেই চোখ যায়, সেখানে মুকুলের সোনালি ছোঁয়া।

প্রকৃতির আশীর্বাদে এবার আশানুরূপ আমের মুকুল দেখা যাচ্ছে আমগাছে। কৃষকের চোখে ফুটে উঠেছে স্বপ্ন, আশা জাগছে এক সমৃদ্ধ মৌসুমের। গাছের পরিচর্যায় ব্যস্ত হয়ে পড়েছেন তারা—ওষুধ প্রয়োগ, যত্ন-আত্তির কোনো কমতি রাখছেন না, যাতে আমের ফলন হয় আশানুরূপ।

কৃষক আনোয়ার হোসেনের কণ্ঠে ঝরে পড়ে উচ্ছ্বাস, “এবারের বসন্ত যেন মুকুলের উৎসব নিয়ে এসেছে। বাগানজুড়ে ছড়িয়ে পড়েছে আমের মুকুল, আর তার সুবাসে মোহিত হচ্ছে সবাই।”

আরেক কৃষক আজিজার রহমান বললেন, “এ উপজেলায় এমন কোনো বাড়ি নেই, যেখানে আমগাছ নেই। প্রতিটি বাড়ির উঠোনে, আমের বাগান, রাস্তার ধারে—সব জায়গায় ছড়িয়ে পড়েছে মুকুলের মিষ্টি ঘ্রাণ। মনে হয় যেন প্রকৃতিই আমাদের আমন্ত্রণ জানাচ্ছে বসন্তের মহোৎসবে।”

ভূরুঙ্গামারী উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আব্দুল জব্বার জানালেন, “এ অঞ্চলের মাটি আমগাছের জন্য বিশেষভাবে উপযোগী। এখানকার বেশ কয়েকজন কৃষক বাণিজ্যিকভাবে আম চাষ করছেন, এবং তাদের আমের বাগান-এ ব্যাপক মুকুল দেখা যাচ্ছে। কৃষকদের সহযোগিতার মাধ্যমে আমরা তাদের লাভবান করতে কাজ করছি।”

মুকুলের স্নিগ্ধ সুবাসের মাঝে বসন্তের প্রাণময়তা যেন আরও জাগ্রত হয়। প্রকৃতির এই অনন্য আয়োজনের সাক্ষী হয়ে ভূরুঙ্গামারীর প্রতিটি মানুষ স্বপ্ন দেখছে এক স্বর্ণালী ফলনের, যেখানে প্রতিটি মুকুল একদিন হয়ে উঠবে এক একটি রসালো আম।

আরো পড়ুনঃ

শেয়ার করুন

3 responses to “ভূরুঙ্গামারীতে গাছে গাছে সৌরভ ছড়াচ্ছে আমের মুকুল”

  1. Kingjililogin made it super easy to create an account and jump into the action. No messing around. The site is fast, and it runs smoothly on my phone. Thumbs up! Head over to kingjililogin.

  2. kingjili says:

    Okay, Kingjili’s legit. Been playing there for a minute now. They have a good selection, payouts are prompt, and the customer support actually answered my questions. Check them out at kingjili.

  3. Dailyjililoginregister streamlines the whole process, which I appreciate. Registration was quick and painless, and logging in everyday is a breeze. If you’re tired of complicated sign-ups, give it a shot: dailyjililoginregister.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT