কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার রামখানা ইউনিয়নের দিঘিরপাড় এলাকায় অজ্ঞাত দুর্বৃত্তরা এক ব্যক্তিকে হত্যা করে ফেলে গেছে বলে জানা গেছে। শনিবার সকালে স্থানীয়রা দিঘির পাড় থেকে বুলু মিয়া নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে। তিনি ওই এলাকার নাখারগঞ্জ গ্রামের বাসিন্দা।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ভোরে স্থানীয়রা দিঘির পাড়ে মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। এসময় কাছের পুকুর থেকে একটি সাইকেল এবং বস্তাভর্তি স্ক্র্যাপও উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, শুক্রবার রাতে অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে হত্যা করে লাশ সেখানে ফেলে রেখে যায়।
ঘটনার খবর পেয়ে এলাকাজুড়ে শোক ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
স্থানীয়রা দ্রুত এ হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও জড়িতদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। এ বিষয়ে সোমবার বিকেলে নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম রেজা মুঠোফোনে ঘটনাটির সত্যতা নিশ্চিত করে জানান, সন্দেহজনকভাবে একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।