কুড়িগ্রামের নাগেশ্বরীতে অজ্ঞাত দুর্বৃত্তদের হাতে যুবক নিহত - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
জাবিতে প্রাণ রসায়ন বিভাগের নবীন শিক্ষার্থীদের র‍্যাগিং বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের নতুন কমিটি ঘোষণা বিদেশে নতুন আগত বাংলাদেশিদের প্রতি অমানবিক আচরণ বন্ধের আহ্বান জানিয়েছেন ফজলে এলাহী সাবেক সেনাকর্মকর্তার জবানিতে পার্বত্য চট্টগ্রামে সেনাবাহিনীর প্রকৃত চিত্র কাতার–সৌদি মধ্যস্থতায় পাকিস্তানের সঙ্গে সংঘাত ‘আপাতত স্থগিত’ করল আফগানিস্তান পাকিস্তান আবারও আফগান সীমান্ত অতিক্রম করার চেষ্টা করলে আফগান বাহিনী জবাব দিতে সম্পূর্ণ প্রস্তুত বালিয়াকান্দিতে টাইফয়েড প্রতিরোধে টিকাদান কর্মসূচির উদ্বোধন ইসলামী বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সের ক্লাস করতে এসে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক কুবির তিন শিক্ষার্থী নোবিপ্রবি মডেল ইউনাইটেড নেশনস কনফারেন্সে পুরস্কার জয়ী রাজবাড়ীর কালুখালীর গুণী সংগীতশিল্পী জাহিদ হাসানের মৃত্যু

কুড়িগ্রামের নাগেশ্বরীতে অজ্ঞাত দুর্বৃত্তদের হাতে যুবক নিহত

মোঃ জাকারিয়া হোসেন, কুড়িগ্রাম প্রতিনিধি
  • আপডেট সময় সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪১ বার দেখা হয়েছে

রামখানা ইউনিয়নের দিঘিরপাড় এলাকায় বুলু মিয়ার মরদেহ উদ্ধার, একজন আটক, মামলা প্রক্রিয়াধীন

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার রামখানা ইউনিয়নের দিঘিরপাড় এলাকায় অজ্ঞাত দুর্বৃত্তরা এক ব্যক্তিকে হত্যা করে ফেলে গেছে বলে জানা গেছে। শনিবার সকালে স্থানীয়রা দিঘির পাড় থেকে বুলু মিয়া নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে। তিনি ওই এলাকার নাখারগঞ্জ গ্রামের বাসিন্দা।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ভোরে স্থানীয়রা দিঘির পাড়ে মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। এসময় কাছের পুকুর থেকে একটি সাইকেল এবং বস্তাভর্তি স্ক্র্যাপও উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, শুক্রবার রাতে অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে হত্যা করে লাশ সেখানে ফেলে রেখে যায়।

ঘটনার খবর পেয়ে এলাকাজুড়ে শোক ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

স্থানীয়রা দ্রুত এ হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও জড়িতদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। এ বিষয়ে সোমবার বিকেলে নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম রেজা মুঠোফোনে ঘটনাটির সত্যতা নিশ্চিত করে জানান, সন্দেহজনকভাবে একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT