আফগানিস্তানে আবার চালু হল 'রেডিও বেগম' - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
ত্রয়োদশ জাতীয় নির্বাচনে অংশ নিতে পারবে না আওয়ামী লীগ: প্রধান উপদেষ্টা ইউনূস হাসিনার ফাঁসির রায়ে শেকৃবিতে মিষ্টিমুখ ও আনন্দ মিছিল নষ্ট মোবাইল দান কর্মসূচিতে বেকার যুবকদের দক্ষতা উন্নয়নে আস-সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগ সৌদি আরব বলেছে, “স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র” ছাড়া ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক হবে না জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়কে স্বাগত জানিয়ে ছাত্রশিবিরের মিছিল হাসিনার মৃত্যুদণ্ডের রায়ে প্রতিক্রিয়া: ন্যায়বিচার নিশ্চিত হয়েছে দাবি হেফাজতে ইসলামের কুবিতে আইইএলটিএস প্রস্তুতি বিষয়ক ওয়ার্কশপ অনুষ্ঠিত কুবিতে প্রোগ্রামিং ও সমস্যা সমাধান কর্মশালা অনুষ্ঠিত বুটেক্স হলগুলোতে মশার ভয়াবহ উপদ্রব, ডেঙ্গুতে বহু শিক্ষার্থী আক্রান্ত ইসলামী বিশ্ববিদ্যালয়ে ‘Allama Iqbal’s Theory of Khudi’ শীর্ষক আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত

আফগানিস্তানে আবার চালু হল ‘রেডিও বেগম’

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩৪১ বার দেখা হয়েছে
রেডিও বেগম এর পুনরায় সম্প্রচার শুরু
আবার সম্প্রচারে রেডিও বেগম

আফগানিস্তানে নারীদের জন্য বিশেষায়িত রেডিও স্টেশন ‘রেডিও বেগম’ পুনরায় সম্প্রচার শুরু করতে যাচ্ছে। তালেবান সরকারের তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয় জানিয়েছে, স্টেশনটি কিছু শর্ত মেনে চলার প্রতিশ্রুতি দেওয়ার পর তাদের কার্যক্রম পুনরায় চালুর অনুমতি দেওয়া হয়েছে। গত ৫ ফেব্রুয়ারি ‘রেডিও বেগম’ এর সম্প্রচার স্থগিত করা হয়েছিল।

‘রেডিও বেগম’ এর অনলাইন লিংক: http://www.begum.fm/ 

‘রেডিও বেগম’ ২০২১ সালের আন্তর্জাতিক নারী দিবসে যাত্রা শুরু করে, যা সম্পূর্ণভাবে আফগান নারীদের দ্বারা পরিচালিত এবং নারীদের জন্য শিক্ষামূলক ও স্বাস্থ্যসেবাবিষয়ক প্রোগ্রাম প্রচার করে। তালেবান ক্ষমতা গ্রহণের পরও স্টেশনটি সম্প্রচার চালিয়ে যাচ্ছিল, তবে ‘অনুমোদনহীনভাবে বিদেশি টেলিভিশন চ্যানেলে কন্টেন্ট সরবরাহ’ এবং ‘লাইসেন্সের অপব্যবহার’ করার অভিযোগে সম্প্রতি এর কার্যক্রম স্থগিত করা হয়।

শনিবার রাতে তালেবান সরকারের তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, কর্তৃপক্ষ সম্প্রচার পুনরায় শুরু করার জন্য একাধিকবার আবেদন করেছে এবং প্রতিশ্রুতি দিয়েছে যে তাদের সম্প্রচার ‘সাংবাদিকতার নীতিমালা এবং ইসলামিক আমিরাতের বিধি অনুযায়ী’ পরিচালিত হবে এবং ভবিষ্যতে কোনো লঙ্ঘন করা হবে না। এরপরই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়।

তবে, তালেবান সরকার ঠিক কী কী নীতি ও বিধির শর্ত আরোপ করেছে, সে সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি। ‘রেডিও বেগম’-এর সহযোগী স্যাটেলাইট চ্যানেল ‘বেগম টিভি’ ফ্রান্স থেকে পরিচালিত হয় এবং আফগানিস্তানের সপ্তম থেকে দ্বাদশ শ্রেণির পাঠ্যক্রম সম্প্রচার করে। তালেবান সরকার নারীদের ষষ্ঠ শ্রেণির পর শিক্ষা গ্রহণ নিষিদ্ধ করেছে, ফলে ‘বেগম টিভি’ এমন একটি প্ল্যাটফর্ম হয়ে উঠেছে যেখানে মেয়েরা গোপনে শিক্ষা গ্রহণের সুযোগ পায়।

তালেবান শাসনামলে নারীদের শিক্ষা, কর্মসংস্থান এবং জনসমক্ষে উপস্থিতির ওপর একের পর এক বিধিনিষেধ আরোপ করা হয়েছে। অনেক নারী সাংবাদিক চাকরি হারিয়েছেন, আর যারা এখনও কাজ করছেন, তাদের ওপর কঠোর নিয়ন্ত্রণ রয়েছে। ২০২৪ সালে রিপোর্টার্স উইদাউট বর্ডার্সের প্রেস ফ্রিডম ইনডেক্সে আফগানিস্তান ১৮০টি দেশের মধ্যে ১৭৮তম অবস্থানে রয়েছে, যেখানে ২০২৩ সালে দেশটির অবস্থান ছিল ১৫২তম।

রেডিও বেগম’-এর সম্প্রচার পুনরায় শুরু হওয়া আফগান নারীদের জন্য ক্ষুদ্র হলেও গুরুত্বপূর্ণ অগ্রগতি বলে বিবেচিত হচ্ছে।

  • দৈনিক সাবাস বাংলাদেশ এর সর্বশেষ নিউজ পড়তে ক্লিক করুন: সর্বশেষ
  • দৈনিক সাবাস বাংলাদেশ এর ফেসবুক পেজটি ফলো করুন: dailysabasbd

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT