আসন্ন শ্রীলঙ্কা সফরের জন্য অস্ট্রেলিয়া দলে নেই প্যাট কামিন্স ও জশ হ্যাজলউড। কামিন্স বর্তমানে পিতৃত্বকালীন ছুটিতে রয়েছেন এবং গোড়ালির চোট নিয়ে স্ক্যান করানোর কথা রয়েছে। অন্যদিকে, মাসল ইনজুরির কারণে বিশ্রামে রাখা হয়েছে হ্যাজলউডকে। তবে এই দুজনকেই ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) চ্যাম্পিয়নস ট্রফির দলে অন্তর্ভুক্ত করেছে।
পাকিস্তানে আগামী ১৯ ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া চ্যাম্পিয়নস ট্রফিতে অস্ট্রেলিয়া গ্রুপ পর্বে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তানের মুখোমুখি হবে।
১৫ সদস্যের দলে নতুন মুখ হিসেবে প্রথমবার কোনো আইসিসি টুর্নামেন্ট খেলবেন ম্যাট শর্ট ও অ্যারন হার্ডি। প্রধান নির্বাচক জর্জ বেইলি বলেছেন, “সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপ, গত বছরের সফল ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ সফর এবং পাকিস্তানের বিপক্ষে সাম্প্রতিক হোম সিরিজে অংশ নেওয়া গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের নিয়ে একটি অভিজ্ঞ ও ভারসাম্যপূর্ণ স্কোয়াড গড়া হয়েছে। পাকিস্তানের কন্ডিশন ও প্রতিপক্ষ বিবেচনায় একাদশ সাজানোর জন্য টিম ম্যানেজমেন্টের সামনে বিভিন্ন বিকল্প থাকবে।”
অস্ট্রেলিয়ার স্কোয়াড এর বোলিং আক্রমণে পেসারদের গুরুত্ব দেওয়া হয়েছে। কামিন্স, হ্যাজলউড ছাড়াও দলে রয়েছেন মিচেল স্টার্ক ও নাথান এলিস। স্পিন আক্রমণে একমাত্র স্পিনার হিসেবে আছেন অ্যাডাম জাম্পা। পাকিস্তানে ২০১৯ সালের পর থেকে হওয়া ২৩ ওয়ানডে ম্যাচে পেসারদের সফলতার কারণে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সময়ে পেসাররা ৫.৭৭ ইকোনমি রেটে ১৯৯ উইকেট নিয়েছেন, যেখানে স্পিনারদের ঝুলিতে রয়েছে ১২০ উইকেট।
বর্তমানে ছেলে ও মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ এবং ছেলেদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী অস্ট্রেলিয়া এবার ৫০ ওভারের চ্যাম্পিয়নস ট্রফি জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামবে। ২২ ফেব্রুয়ারি লাহোরে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে তারা টুর্নামেন্ট শুরু করবে।
অস্ট্রেলিয়ার স্কোয়াড:
প্যাট কামিন্স (অধিনায়ক), অ্যালেক্স ক্যারি, নাথান এলিস, অ্যারন হার্ডি, জশ হ্যাজলউড, ট্রাভিস হেড, জশ ইংলিস, মারনাস লাবুশেন, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাট শর্ট, স্টিভেন স্মিথ, মিচেল স্টার্ক, মার্কাস স্টয়নিস ও অ্যাডাম জাম্পা।
অন্যদিকে, অস্ট্রেলিয়ার সঙ্গে একই গ্রুপে থাকা আফগানিস্তানও ১৫ সদস্যের দল ঘোষণা করেছে। হাশমতউল্লাহ শহীদির নেতৃত্বাধীন এই দলে জায়গা হয়নি অফ স্পিনার মুজিব উর রেহমানের।
প্রধান নির্বাচক আহমাদ সুলিমান খিল জানিয়েছেন, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী মুজিবকে ৫০ ওভারের ক্রিকেট থেকে দূরে রেখে ২০ ওভারের ফরম্যাটে মনোযোগ দিতে বলা হয়েছে। ওয়ানডেতে ফেরার আগে তাঁর আরও সময় প্রয়োজন। এই কারণেই সম্প্রতি জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজেও মুজিবকে খেলানো হয়নি।
আফগানিস্তানের স্কোয়াড:
হাশমতউল্লাহ শহীদি (অধিনায়ক), ইব্রাহিম জাদরান, রহমানউল্লাহ গুরবাজ, সেদিকউল্লাহ আতাল, রহমত শাহ, ইকরাম আলিখিল, গুলবদিন নাইব, আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবী, রশিদ খান, আল্লাহ গজনফর, নুর আহমেদ, ফজলহক ফারুকি, ফরিদ মালিক ও নাভিদ জাদরান।
Leave a Reply