আগামীকাল বুধবার ৪০ বছরে পা রাখতে যাচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো। জন্মদিনের আগে শেষ ম্যাচ খেলতে নেমে নিজেকেই যেন উপহার দিলেন এই পর্তুগিজ তারকা।
সোমবার (৪ ফেব্রুয়ারি) রাতে এএফসি চ্যাম্পিয়নস লিগের ম্যাচে আল নাসরের হয়ে আল ওয়াসলের বিপক্ষে দুটি গোল করেন রোনালদো।
তার দুর্দান্ত পারফরম্যান্সে আল নাসর ৪-০ গোলের বড় জয় তুলে নেয়।
ম্যাচের ৪৪তম মিনিটে পেনাল্টি থেকে প্রথম গোল করেন রোনালদো।
এরপর ৭৮তম মিনিটে সাদিও মানের ক্রস থেকে দুর্দান্ত এক হেডে দ্বিতীয় গোলটি করেন তিনি।
চলতি মৌসুমে এটি রোনালদোর ২৫ ম্যাচে ২৩তম গোল এবং এএফসি চ্যাম্পিয়নস লিগে ৫ ম্যাচে ষষ্ঠ গোল।
এই জোড়া গোলে তার ক্যারিয়ারের মোট গোলসংখ্যা বেড়ে হয়েছে ৯২৩।
হাজার গোলের ঐতিহাসিক মাইলফলক ছুঁতে আর মাত্র ৭৭ গোল দরকার তার।
বর্তমান ফিটনেস ও ফর্ম ধরে রাখতে পারলে এই লক্ষ্যে পৌঁছানো রোনালদোর জন্য কঠিন হবে না।
তবে এক সাক্ষাৎকারে ১০০০ গোল নিয়ে বেশি চিন্তা করছেন না বলে জানিয়েছেন রোনালদো।
তিনি বলেছেন, ‘যদি আমি এই মাইলফলকে পৌঁছাতে পারি, তবে দুর্দান্ত হবে।
কিন্তু এটা নিয়ে আমি আচ্ছন্ন নই। বিষয়টি নিয়ে অতিরিক্ত আলোচনা এখন বিরক্তিকর হয়ে উঠেছে।’
এদিকে জন্মদিনের আগে গোল করে নতুন উদযাপন উপহার দিয়েছেন রোনালদো।
এই উদযাপনে তিনি প্রথমে হাত তুলে বিমান ওড়ার ভঙ্গি করেন, এরপর ধীরে ধীরে হাত নিচে নামিয়ে আনেন, যা ভক্তদের মধ্যে নতুন উত্তেজনা তৈরি করেছে।
Leave a Reply