সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারের মালিকানা নেওয়ার পর এবার ক্রীড়াজগতে আগ্রহ প্রকাশ করেছেন ইলন মাস্ক। শোনা যাচ্ছে, ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব লিভারপুল কিনতে চান বিশ্বের অন্যতম ধনী এই ব্যক্তি।
টাইমস রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে ইলনের বাবা এরল মাস্ক জানিয়েছেন, লিভারপুল কিনতে আগ্রহী ইলন।
তবে ক্লাবটি কেনার পরিকল্পনা নিয়ে প্রশ্ন করা হলে তিনি সরাসরি উত্তর না দিয়ে বলেন, “আমি এ বিষয়ে কিছু বলতে পারি না। কথা বললে দাম বেড়ে যাবে।”
এরল মাস্ক আরও জানান, লিভারপুল শহরের সঙ্গে তাদের পারিবারিক একটি যোগসূত্র রয়েছে, যা ইলনের আগ্রহের পেছনে একটি বড় কারণ।
উল্লেখ্য, ২০১০ সালে লিভারপুল ক্লাবটি কিনে নেয় যুক্তরাষ্ট্রের ফেনওয়ে স্পোর্টস গ্রুপ।
তবে ফেনওয়ের মুখপাত্র জানিয়েছেন, ইলন মাস্কের লিভারপুল কেনার গুঞ্জনের কোনো সত্যতা নেই।
ফেনওয়ের মালিকানায় আসার পর থেকে লিভারপুলের পারফরম্যান্সে ব্যাপক উন্নতি হয়েছে।
দীর্ঘ ৩০ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে ২০১৯-২০ মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জেতে ক্লাবটি।
এর আগে, ২০১৮-১৯ মৌসুমে তারা চ্যাম্পিয়নস লিগ শিরোপাও জিতে।
চলতি মৌসুমেও লিভারপুল শীর্ষ অবস্থানে রয়েছে। ১৯ ম্যাচে ৪৬ পয়েন্ট সংগ্রহ করে প্রিমিয়ার লিগের টেবিলের শীর্ষে অবস্থান করছে অলরেডরা।
এদিকে, লিভারপুল ক্লাবের মালিকানার বিষয়ে ইলন মাস্কের আগ্রহ প্রকাশের খবর উন্মোচন হওয়ার পর থেকেই ক্রীড়ামহলে নানা আলোচনা শুরু হয়েছে।
অনেকেই ধারণা করছেন, যদি তিনি লিভারপুল কিনে নেন, তবে এর মাধ্যমে ক্লাবের আরও উন্নতি হতে পারে।
মাস্কের পূর্বে টেসলা এবং স্পেসএক্সের মতো সফল ব্যবসায়িক উদ্যোগগুলো তাকে অনেক প্রভাবশালী ও ধনী ব্যক্তি হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
Leave a Reply