বক্সিং ডে টেস্টে মেলবোর্নের মাঠে নেমেই ইতিহাস গড়েছেন অস্ট্রেলিয়ার ওপেনার স্যাম কনস্টাস। মাত্র ১৯ বছর বয়সে তিনি অজিদের ইতিহাসে সবচেয়ে কনিষ্ঠ টেস্ট ওপেনার হিসেবে নাম লিখিয়েছেন। অভিষেক ম্যাচেই ফিফটি করে আউট হওয়া এই তরুণ ক্রিকেটারের আরেকটি বিশেষ দিক হলো, তার ব্যক্তিগত কোচ একজন বাংলাদেশি।
কনস্টাস, যিনি সর্বশেষ যুব বিশ্বকাপে শিরোপা জয়ী দলের একজন ওপেনার ছিলেন, মেলবোর্নে নিজের প্রথম টেস্টে ব্যাট হাতে দারুণ ঝলক দেখিয়েছেন। রবীন্দ্র জাদেজার বলে আউট হওয়ার আগে তিনি ৬৫ বলে ৬০ রানের এক ঝোড়ো ইনিংস খেলেন। প্রায় ৭৭ হাজার দর্শকের সামনে ১৯ বছর ৮৫ দিন বয়সী কনস্টাস প্রথমবারের মতো টেস্টে নামেন। ভারতের অভিজ্ঞ পেসার বুমরাহকে সামলাতে পারবেন কি না, তা নিয়ে অনেক আলোচনা হলেও কনস্টাস ব্যাট হাতে দেখিয়েছেন আত্মবিশ্বাস। ম্যাচের সময় মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে তার পারফরম্যান্স দর্শকদের মাঝে আনন্দ ছড়িয়ে দেয়। আউট হওয়ার পর গ্যালারির পাশে অটোগ্রাফ দেওয়া ও সেলফি তোলার মুহূর্ত তার উপভোগ করার দৃষ্টান্ত।
তবে এর চেয়েও আকর্ষণীয় বিষয় হলো, কনস্টাসের ব্যক্তিগত কোচ একজন বাংলাদেশি—তার নাম তাহমিদ ইসলাম। অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম ‘দ্য এজ’ জানিয়েছে, নাথান ম্যাকসুইনির পরিবর্তে ডাক পাওয়া কনস্টাসকে দলে অন্তর্ভুক্ত করার পর, তার বয়স বিবেচনা করে তাহমিদ ইসলামকে তার সঙ্গে কাজ করার অনুমতি দেওয়া হয়েছে। মূল দলের প্রধান কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড এবং সহকারী কোচ মাইকেল ডি ভেনুতো এর আগে কনস্টাসের সঙ্গে কাজ করেননি।
তাহমিদ ইসলামের পরিচয়ও কম নয়। তিনি বাংলাদেশের সাবেক প্রথম শ্রেণির ক্রিকেটার এবং বর্তমানে সিডনিতে থাকেন। সেখানকার ক্র্যানব্রুক স্কুলে কনস্টাসের সঙ্গে কাজ শুরু করেন তিনি। অস্ট্রেলিয়ান কিংবদন্তি শেন ওয়াটসনও কনস্টাসের মেন্টর হিসেবে আছেন।
২০১৭ সালে প্রাইম ব্যাংক ক্রিকেট দলে থাকলেও তাহমিদের মাঠে নামা হয়নি। সে সময় একটি ভিডিওতে তাকে অস্ট্রেলিয়ায় জন্ম নেওয়া বাংলাদেশি হিসেবে পরিচিত করানো হয়েছিল। এখন তিনি তরুণ এই অজি ওপেনারের সাফল্যের অংশ হয়ে উঠেছেন।
Leave a Reply