
ইংল্যান্ডে স্পেশালিষ্ট হিসাবে কাজ করার যোগ্যতা আমার আছে, চাইলে সেটেল হতে পারি মিডল ইস্টেও। তবু দেশ ছাড়তে আমার কখনো মন চায় না। বাবার কবর, মা ও মাটির টান, বাঙালি মুসলমান – আমার পিছুটান অনেক।
তবে, কষ্টের সাথে বলতে বাধ্য হচ্ছি, এদেশে ডাক্তারি করার ইচ্ছা মরে যাচ্ছে দিনদিন। এখানে যে কেউ চাইলে ভুল চিকিৎসার ধোঁয়া তুলে কলার ধরতে পারে৷
আগে শুধু লীগ ছিলো ডাক্তারের কলার ধরার মতো, এখন সবাই ধরে। ৫ই আগস্টের পর দাদাগিরির পরিমাণ বেড়ে গেছে বহুগুণ।
এ কয়টা মাসে অনেকগুলো দাদাগিরি সামলাতে হলো, জাস্ট ক্লান্ত লাগে।
উত্তেজিত মবের সামনে যুক্তির কোন মূল্য নেই, মূল্য নেই কমপ্যাশন বা ডেডিকেশনেরও।
এরা রোগী ভালো হলে ধন্যবাদ দিতে ভুলে যায়, কিন্তু কোন মারা গেলে গালি দিতে ভোলে না।
সাংবাদিকরাও ডাক্তার ও জনগণের সম্পর্ককে কখনোই স্বাভাবিক হতে দিবে না।
একটা সিম্পল ঘটনা দেখেন, বাচ্চার চোখে চুল ঢুকছে, চক্ষু বিশেষজ্ঞ চুলটা বের করে দিছে। আরেক চোখেও চুল ছিলো, পরেও সেটাও বের করে দিছে।
কিন্তু নিউজ হলো কী?
এক চোখে সমস্যা, আরেক চোখ অপারেশন করে দিছে। এসব নিউজ তো ভাইরাল হতে সময় লাগে না।
কিন্তু, আশ্চর্যের বিষয়, ঘটনা তলিয়ে না দেখে সেই ডাক্তারকে গ্রেফতার করা হলো। রোগী সুস্থ, কিন্তু ডাক্তার কারাগারে।
আজব। অদ্ভুত উঠের পিঠে চলেছে স্বদেশ।
- দৈনিক সাবাস বাংলাদেশ এর সর্বশেষ নিউজ পড়তে ক্লিক করুন: সর্বশেষ
- দৈনিক সাবাস বাংলাদেশ এর ফেসবুক পেজটি ফলো করুন: dailysabasbd
Leave a Reply