যুক্তরাষ্ট্র ইসরায়েলের কাছে ২০ হাজারের বেশি অ্যাসল্ট রাইফেল বিক্রির প্রক্রিয়া এগিয়ে নিয়েছে। গত মাসে এই অস্ত্র বিক্রির অনুমোদন দেওয়া হয়। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, মার্কিন পররাষ্ট্র দপ্তর গত ৬ মার্চ কংগ্রেসে একটি নোটিফিকেশন পাঠায়, যেখানে ২৪ মিলিয়ন ডলারে ৫.৫৬ মিলিমিটার ক্যালিবারের সম্পূর্ণ স্বয়ংক্রিয় কোল্ট কারবাইন রাইফেল বিক্রির কথা উল্লেখ করা হয়। এই অস্ত্র ইসরায়েলি ন্যাশনাল পুলিশ ব্যবহার করবে।
এর আগে সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এই বিক্রির প্রক্রিয়া স্থগিত রেখেছিলেন। কারণ তিনি আশঙ্কা করেছিলেন, এসব অস্ত্র ইসরায়েলি উগ্রপন্থিরা দখলকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বিরুদ্ধে ব্যবহার করতে পারে। এ কারণে বাইডেন প্রশাসন ওই অঞ্চলে সহিংসতায় জড়িত ব্যক্তিদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল।
আরও পড়ুনঃ
মার্কিন পণ্যের ওপর পাল্টা শুল্ক আরোপের ঘোষণা চীনের
যুদ্ধক্ষেত্রে আহতদের উদ্ধার ও অস্ত্র সরবরাহে চালকবিহীন রোবট
ট্রাম্পের শুল্ক নীতির চাপে মার্কিন জনগণ: যুক্তরাষ্ট্রে পোশাকের দাম দ্বিগুণ হওয়ার আশঙ্কা
তবে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসেই নীতিগত পরিবর্তন এনেছেন। দায়িত্ব নেওয়ার প্রথম দিন, ২০ জানুয়ারি, তিনি নির্বাহী আদেশের মাধ্যমে পশ্চিম তীরের বসতি স্থাপনকারীদের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করেন। এরপর থেকে তার প্রশাসন ইসরায়েলের কাছে বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন দিয়ে যাচ্ছে।
যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে অস্ত্র ব্যবহারে কোনো নিশ্চয়তা নেওয়া হয়েছে কি না, সে বিষয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তর রয়টার্সকে কোনো মন্তব্য দেয়নি।
আমাদের পথ চলায় সঙ্গী হন আপনিও: