নোটিশ:
শিরোনামঃ
সরাসরি ট্রেন চালুর দাবিতে সড়ক অবরোধ: লালমনিরহাটে আন্দোলন তীব্র উপদেষ্টাদের এপিএস-পিও’র দুর্নীতির খোঁজে মাঠে নেমেছে দুদক ইরানে ভয়াবহ বিস্ফোরণ: নিহত ৪০, আহত ১২০০, নেপথ্যে ইসরায়েল জাবিতে হামলার ঘটনায় ২৫৯ ছাত্রলীগ কর্মী বহিষ্কার, ৯ শিক্ষক বরখাস্ত আন্ডারওয়ার্ল্ডের নতুন কৌশল: ‘মব’ সৃষ্টি করে শীর্ষ সন্ত্রাসীদের আধিপত্য আল-জাজিরাকে ড. মুহাম্মদ ইউনূস জানালেন, বাংলাদেশে ‘দ্বিতীয় ’স্বাধীনতার পর দেশ গঠনের দায়িত্বে আছেন আল-জাজিরায় ড. ইউনূস: শেখ হাসিনাকে থামাতে পারবেন না মোদি মহেশপুর সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি যুবক নিহত ফ্রান্সে মসজিদে হামলা, নামাজরত মুসল্লিকে ছুরিকাঘাতে হত্যা ঢাবি শিক্ষার্থীর লুঙ্গি-গেঞ্জি পরে ক্লাসে যাওয়ার দাবিতে প্রতীকী অনশন

টিপু সুলতান: ট্রেনে ট্রেনে ইংরেজি বই ফেরি করা সংগ্রামী এক প্রবীণ

তাসরুজ্জামান বাবু
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫
  • ১৮৪ বার দেখা হয়েছে
টিপু সুলতান: ট্রেনে ট্রেনে ইংরেজি ফেরি করা সংগ্রামী এক প্রবীণ
ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনে নিজের বইয়ের বিজ্ঞাপনরত অবস্থায় টিপু সুলতান ধরা পড়েছেন শিমুল হাসান এর ক্লিকে

টিপু সুলতান ট্রেনে ইংরেজি বই ফেরি করা সংগ্রামী একজন প্রবীণ। বাংলাদেশ রেলওয়ের নিয়মিত যাত্রী অথচ টিপু সুলতানকে চেনেন না এমন লোক পাওয়া বিরল। কেননা যাত্রাপথে যে কোনোদিন এই শুভ্রবেশী-শুভ্রকেশী প্রবীণ ভদ্রলোকের সাথে আপনার দেখা না হয়েই যায় না! বয়স হয়েছে, কিন্তু ছাপ পড়েনি চেহারায়, কর্মে ও মনে। এদেশের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী থেকে শুরু করে অনার্স-মাস্টার্স পাশ করা উচ্চশিক্ষিত যুবক, সবার যেন এক কমন সমস্যা- ইংরেজিতে দুর্বলতা! জরিপ করলে হাতে গোণা অল্প কিছু মানুষ হয়ত পাওয়া যাবে যারা ইংরেজিতে অনর্গল কথা বলতে পারে, যাদের ভোকাবুলারি সমৃদ্ধ। বিসিএস ক্যাডার হয়ে যাওয়া সরকারি কর্মকর্তা, অথচ ইংরেজিতে দুই লাইন বলতে বললে ঘেমে-নেয়ে একাকার হয়ে যান এমন মানুষও কম নেই কিন্তু!

এর মূল কারণ ইংরেজি ভীতি। বাল্যবেলা থেকেই আমাদেরকে যে গৎবাঁধা বৈয়াকরণিক পদ্ধতিতে ইংরেজি শেখানো হয় তাতে ইংরেজির প্রতি ভালোবাসার বদলে দূরত্বই বাড়ে। এই দূরত্ব কাটাতে, ইংরেজিকে মজার ছলে মানুষের কাছে উপস্থাপন করতে নিজের মতো করে গবেষণা করেন ইংরেজিপ্রিয় এই প্রবীণ ভদ্রলোক, লেখেন কয়েকটি বই। তারপর জবিকার তাড়নায় এই বয়সে নিজেই নিজের বই নিয়ে উঠে পড়েন ট্রেন থেকে ট্রেনে। দিনরাত ফেরি করেন নিজের লেখা বই, তা বিক্রির আয় দিয়েই চলে তার সংসার। অনেক যাত্রী ভালোবেসে তার বই কেনেন, অনেকে মজাও পান বইয়ের কন্টেন্টে, কেউ কেউ ফোড়ন কাটতেও ভোলেন না।

জয় বাংলা স্লোগান ও তসলিমার বই বিক্রি,বইমেলা থেকে বের করে দেওয়া হলো লেখককে

গত বইমেলায় প্রবেশপথে পাঠকদের ইংরেজিজ্ঞান যাচাই বিষয়ক কুইজ চালু করে ভাইরাল হন। অবশ্য কিছু সাংবাদিকের অযৌক্তিক প্রশ্নবাণে জর্জরিতও হন। যদিও তাতে একবিন্দু দমে যাননি আমাদের টিপু সুলতান। এদেশের সাধারণ যাত্রীদের কাছে তিনি এক জনপ্রিয় নাম, রীতিমতো এক সেলিব্রিটি। তার সাথে ছবি তুলতে পেরে অনেকে ধন্যও মনে করেন নিজেকে। কেউ কেউ তাকে ডাকে ইংলিশম্যান নামে। তার লেখা বই পড়ে সত্যিকার অর্থে ইংরেজির প্রতি আগ্রহ বেড়েছে, ইংরেজিভীতি কমেছে এমন পাঠকও নেহাৎ কম নেই।

টিপু সুলতান আমাদের শেখায় সমালোচনার মুখেও দমে না গিয়ে কীভাবে নিজ লক্ষ্যে অবিচল থেকে কাজ করে যেতে হয়। টিপু সুলতান আমাদের দেখায় জাতি হিসেবে কতটা নীচ আমরা, একজন প্রবীণ ইংরেজি-অনুরাগী নাগরিকের সাথে কী আচরণ আমরা করি।

একদিন হয়ত একবুক অভিমান নিয়ে এই পৃথিবী ছেড়ে চলে যাবেন বৃদ্ধ কিন্তু কর্মচঞ্চল এই ইংরেজি-পাগল লোকটা, যিনি নিজের শ্রমে-ঘামে জাতিকে ইংরেজি শেখাতে চেয়েছিলেন, বৃদ্ধবয়সে ঝোলাভরা স্বরচিত বই হাতে ট্রেনে ট্রেনে পাড়ি দিয়েছিলেন মাইলকে মাইল। এ জাতিকে ইংরেজি শেখানোর সাধনায় লিপ্ত বড় বড় জ্ঞানী-গুণি গবেষক-অধ্যাপকদের নামের মাঝে হয়ত পাদপ্রদীপের আড়ালেই রয়ে যাবেন চিরতরুণ এই বৃদ্ধ, কিন্তু তার  চেষ্টা নিশ্চয় নীরবে প্রভাব ফেলবে জাতির ইংরেজি শিক্ষার উদ্যোগে।

  • দৈনিক সাবাস বাংলাদেশ এর সর্বশেষ নিউজ পড়তে ক্লিক করুন: সর্বশেষ
  • দৈনিক সাবাস বাংলাদেশ এর ফেসবুক পেজটি ফলো করুন: dailysabasbd

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT