বাংলাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী, অভিনেতা ও উপস্থাপক তাহসান খান সম্প্রতি অস্ট্রেলিয়ার মেলবোর্নে অনুষ্ঠিত তার শেষ কনসার্টে আবেগঘন পরিবেশে ঘোষণা দিয়েছেন, সংগীত ক্যারিয়ার ধীরে ধীরে গুটিয়ে নিচ্ছেন।
তাহসান খান তার সংগীত জীবনের ২৫ বছর পূর্তি উপলক্ষে অস্ট্রেলিয়ার পাঁচটি শহরে কনসার্ট আয়োজন করেন। সফরের অংশ হিসেবে ৬ সেপ্টেম্বর অ্যাডিলেড, ৭ সেপ্টেম্বর ব্রিসবেন, ১৩ সেপ্টেম্বর সিডনি, ২০ সেপ্টেম্বর মেলবোর্ন এবং ২৭ সেপ্টেম্বর পার্থে কনসার্ট এর সময়সূচী রয়েছে।
মেলবোর্নের কনসার্টে তাহসান বলেন, “এটাই আমার শেষ কনসার্ট। আস্তে আস্তে মিউজিক ক্যারিয়ারটাও গুটিয়ে ফেলব। মেয়ে বড় হচ্ছে, এখন কি স্টেজে দাঁড়িয়ে এমন লাফালাফি করতে ভালো লাগে?”
তিনি আরও জানান, “সব সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ডিএক্টিভেট করে দিয়েছি।” এই ঘোষণার পর ভক্তরা তার ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রবেশ করতে না পারায় উদ্বেগ প্রকাশ করেন।
তাহসান তার বক্তব্যে পারিবারিক জীবনে আরও বেশি সময় দেওয়ার তাগিদ থেকে এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান। তিনি বলেন, “জীবনের এই পর্যায়ে এসে মনে হচ্ছে সময়টা পরিবারকে দেওয়াই বেশি জরুরি।”
দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে গান, নাটক ও উপস্থাপনার মাধ্যমে মানুষের হৃদয়ে জায়গা করে নেওয়া তাহসানের এই বিদায় ঘোষণা তার ভক্তদের জন্য একটি শোকাবহ মুহূর্ত।
তাহসান খান ২০০৪ সালে সোলো অ্যালবাম ‘কিছু কথা’ দিয়ে সংগীত জগতে পা রাখেন। এর আগে ব্যান্ড ‘ব্ল্যাক’-এর হয়ে গেয়েছেন বেশ কিছু জনপ্রিয় গান। তার গাওয়া ‘চোখে চোখে কথা হতো’, ‘ভালবেসে কেউ ভুল করো না’, ‘যদি কোনোদিন’, ‘চলে যাও তবে’ ইত্যাদি গান বহু হৃদয়ে দাগ কেটেছে।
তাহসানের এই বিদায় ঘোষণায় ভক্তরা সোশ্যাল মিডিয়ায় লিখছেন, “তাহসান ভাই, আমরা এখনও প্রস্তুত ছিলাম না আপনাকে মিউজিক থেকে হারানোর জন্য!” “সেই ব্ল্যাকের যুগ থেকে শুরু করে এখনো মনে হয় আমাদের অনেকগুলো কনসার্ট বাকি ছিল!”
তাহসান নিশ্চিতভাবে ‘অবসর’ শব্দটি উচ্চারণ না করলেও তার বক্তব্য এবং আচরণ থেকে ধারণা করা যাচ্ছে, সংগীত জগতে আর তার নিয়মিত উপস্থিতি দেখা যাবে না। তিনি হয়তো বেছে বেছে কিছু কাজ করবেন, তবে আর আগের মতো নিয়মিত কনসার্ট কিংবা গান নয়।