শেরপুরের নালিতাবাড়ীতে সুদের টাকা সময়মতো পরিশোধ না করার কারণে এক ইমামের নেতৃত্বে হামলা চালিয়ে বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। মামলার ভিত্তিতে পুলিশ চারজনকে গ্রেপ্তার করেছে। শুক্রবার (১০ অক্টোবর) দুপুরে গ্রেপ্তারকৃতদের শেরপুর আদালতে পাঠানো হয়। তবে ঘটনার মূল হোতা মসজিদের খতিব আমানউল্লাহ মুন্সি এখনও পলাতক।
ঘটনা ঘটে গত বুধবার উপজেলার জামিরাকান্দা এলাকায়। ভুক্তভোগী রিতা বেগম নালিতাবাড়ী থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে জামিরাকান্দা এলাকা থেকে চারজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তাররা হলেন— সুফিয়া বেগম (৪২), বাবুল মিয়া (২১), নয়ন মিয়া (১৯) এবং খাদিজা বেগম (২৬)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রিতা বেগম জামিরাকান্দা গ্রামের খতিব আমানউল্লাহ মুন্সির কাছ থেকে মাসিক শতকরা ১০ শতাংশ সুদে এক লাখ টাকা ঋণ নেন। নিয়মিত কিছু অংশ পরিশোধ করলেও ইমাম আরও ৮০ হাজার টাকা দাবি করেন। টাকা জোগাড়ে ব্যর্থ হয়ে রিতা ঢাকায় স্বামীর কাছে চলে যান। এরপর গত বুধবার আমানউল্লাহ ও তার সহযোগীরা রিতার বাড়িতে হামলা চালিয়ে দুই দিন ধরে ভাঙচুর ও লুটপাট চালায়। অভিযোগ অনুযায়ী, ঘরের টিন, কাঠ, খুঁটি, নলকূপ, গোসলখানা, রান্নাঘর এবং মেঝের ইট পর্যন্ত তুলে নেওয়া হয়।
ভুক্তভোগী রিতা পুলিশকে ৯৯৯-এ ফোন দিয়ে সহায়তা চেয়েছেন। নালিতাবাড়ী থানার ওসি মো. সোহেল রানা জানান, মামলার ভিত্তিতে চারজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।