বাংলাদেশি ডাক্তারদের অবিস্মরণীয় সাফল্য : বিশেষ প্রতিবেদন-৪ - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগের ‘ঢাকা লকডাউন’ ঘোষণার প্রতিবাদে কুবিতে বিক্ষোভ মিছিল কুবির বিজয়-২৪ হলে বিতর্ক বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ৪৯তম বিসিএসে শিক্ষা ক্যাডারে প্রথম কুবির অলি উল্লাহ বাংলা সাহিত্যের অগ্রদূত মীর মশাররফ হোসেনের ১৭৮তম জন্মবার্ষিকী উদযাপিত বুটেক্স সায়েন্স ক্লাবের নেতৃত্বে তাসমিয়া-পিয়াস শাপলা চত্বর গণহত্যা মামলায় শেখ হাসিনাসহ ২১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ১২ জানুয়ারি প্রবীণ আলেম ও রাজনীতিবিদ আল্লামা মাওলানা নুরুল হুদা ফয়েজী (রহ.) ইন্তেকাল করেছেন সিচুয়ানে উদ্বোধনের কয়েক মাস পরই ধসে পড়ল হংছি ব্রিজ ২০২৬ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশ থেকে যাবে ৭৮ হাজার ৫০০ হজযাত্রী জুলাই সনদের আইনি স্বীকৃতি ছাড়া কোনো নির্বাচন নয়: জামায়াত আমির

বাংলাদেশি ডাক্তারদের অবিস্মরণীয় সাফল্য : বিশেষ প্রতিবেদন-৪

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় শুক্রবার, ২১ মার্চ, ২০২৫
  • ৮২ বার দেখা হয়েছে
বাংলাদেশি ডাক্তারদের অবিস্মরণীয় সাফল্য
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের একটি বড় অংশ জুড়ে রয়েছে ট্রমা ম্যানেজমেন্ট। গত ১২ ই মার্চ, ২০২৫ বুধবার একজন রোগী নারায়ণগঞ্জ থেকে “টেটা ইনজুরি” নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি ভায়োলেট ইউনিটে আসেন।
টেটা সাধারণত দূর থেকে অথবা পানির উপর থেকে মাছ ধরার জন্য ব্যবহৃত একটি ধারালো অস্ত্র। ২৬ বছর বয়সী পুরুষ রোগীটির ডান চোখের নিচ দিয়ে টেটাটি প্রবেশ করে মুখমণ্ডলের হাড় এবং বায়ু কুঠুরি ভেদ করে মস্তিষ্কের মাস্টারগ্লান্ড পিটুইটারির ঠিক নিচে অবস্থান করছিল। সিটি স্ক্যান পরীক্ষার মাধ্যমে মস্তিষ্কের রক্ত সঞ্চালনের প্রধান রক্তনালী ইন্টারনাল ক্যারোটিড আর্টারি থেকে কয়েক মিলিমিটার দূরে এর অবস্থান চিকিৎসকগণ সনাক্ত করেন। প্রসঙ্গত, এই রক্তনালীর ইনজুরিতে রোগীর বেঁচে থাকার সম্ভাবনা অনেকটা শূন্যের কোঠায় পৌঁছায়।
এমন জটিল একটা পরিস্থিতিতে রোগীর সার্বিক পরিস্থিতি বিবেচনায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগ, এনেসথেসিয়া বিভাগ এবং চক্ষু বিভাগ রোগীটির অপারেশনের সিদ্ধান্ত নেয়।
নিউরোসার্জারির সহযোগী অধ্যাপক ও নিউরোসার্জারি ভায়োলেট ইউনিট প্রধান ডা. কানিজ ফাতেমা ইশরাত জাহান (রিফাত)-এর নেতৃত্বে অত্যন্ত জটিল এবং বিপদজনক অপারেশন টি সম্পন্ন করা হয়। ঘন্টাখানেক ধরে চলা অপারেশন টি তে সহায়ক হিসেবে ছিলেন ডা. কাজী ইরফান সোবহান, ডা. গাজী হাবিবুল্লাহ, ডা. শুভ্র সাহা, ডা. হাসান, ডা. পুনম রায় এবং এনেসথেসিয়োলজিস্ট ডা. আল বিরুনী।
কোন রকমের মস্তিষ্কের ইনজুরি, রক্তনালীর ইনজুরি, চোখের ইনজুরি ব্যাতীত অত্যন্ত সফলতার সাথে অপারেশন টি সম্পন্ন হয়। ইমারজেন্সি অপারেশন থিয়েটারের এবং পোস্ট অপারেটিভ ওয়ার্ডের সেবিকা বৃন্দ, ওটি স্টাফদের প্রত্যক্ষ সহযোগিতা এবং আন্তরিকতায় রোগীটিকে অপারেশন পরবর্তী যথাসময়ে ওয়ার্ডে প্রেরণ করা সম্ভব হয়। কোন রকম মস্তিষ্ক এবং স্নায়ুর অক্ষমতা ব্যতীত রোগীকে হাসপাতাল থেকে ছুটি প্রদান করা হয়।
ঢাকা মেডিকেল কলেজসহ দেশের সকল সরকারী হাসপাতালে এই ধরণের অত্যন্ত জটিল অপারেশন সম্পুর্ণ বিনামূল্যে করা হয়ে থাকে।
  • দৈনিক সাবাস বাংলাদেশ এর সর্বশেষ নিউজ পড়তে ক্লিক করুন: সর্বশেষ
  • দৈনিক সাবাস বাংলাদেশ এর ফেসবুক পেজটি ফলো করুন: dailysabasbd

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT