প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস স্বচ্ছতা বজায় রেখে ক্যালেন্ডারভিত্তিক নির্দিষ্ট সময়ে প্রতি বছর বিসিএস পরীক্ষা ও নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন। রোববার বিকেলে রাষ্ট্রীয় অতিথিশালা যমুনায় সরকারি কর্ম কমিশনের (পিএসসি) কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে তিনি এ নির্দেশ দেন।
তিনি বলেন, বিসিএস পরীক্ষা সরকারি প্রশাসনে প্রবেশের মূল ধাপ। এ পর্যায়ে অনিয়ম হলে তা পুরো ব্যবস্থার ওপর দীর্ঘমেয়াদি প্রভাব ফেলবে। তাই সব সমস্যা ও সংকট দূর করে প্রয়োজনীয় সংস্কার নিশ্চিত করতে হবে।
বৈঠকে পিএসসি চেয়ারম্যান অধ্যাপক ড. মোবাশ্বের মোনেম জানান, ইতোমধ্যেই পাঁচ বছরের রোডম্যাপ তৈরি হয়েছে। নভেম্বর থেকে পরের বছরের অক্টোবরের মধ্যে বিসিএস পরীক্ষা ও নিয়োগ সম্পন্ন করা হবে। তিনি ও অন্যান্য সদস্যরা জানান, গত ১৫ বছরের রাজনৈতিক হস্তক্ষেপের কারণে নানা অনিয়ম হয়েছিল, তবে এখন সংস্কারকাজ সম্পন্ন হয়েছে যাতে ভবিষ্যতে আর কোনো অনিয়ম না ঘটে। পাশাপাশি প্রশ্নপত্রের মান উন্নত করা হচ্ছে, যাতে পরীক্ষার্থীরা বৈশ্বিক পর্যায়েও প্রতিযোগিতায় সক্ষম হন।
বৈঠকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এবং পিএসসির সদস্য ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।