পবিত্র কাবা শরিফে পরানো হলো নতুন গিলাফ - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
জাবিতে প্রাণ রসায়ন বিভাগের নবীন শিক্ষার্থীদের র‍্যাগিং বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের নতুন কমিটি ঘোষণা বিদেশে নতুন আগত বাংলাদেশিদের প্রতি অমানবিক আচরণ বন্ধের আহ্বান জানিয়েছেন ফজলে এলাহী সাবেক সেনাকর্মকর্তার জবানিতে পার্বত্য চট্টগ্রামে সেনাবাহিনীর প্রকৃত চিত্র কাতার–সৌদি মধ্যস্থতায় পাকিস্তানের সঙ্গে সংঘাত ‘আপাতত স্থগিত’ করল আফগানিস্তান পাকিস্তান আবারও আফগান সীমান্ত অতিক্রম করার চেষ্টা করলে আফগান বাহিনী জবাব দিতে সম্পূর্ণ প্রস্তুত বালিয়াকান্দিতে টাইফয়েড প্রতিরোধে টিকাদান কর্মসূচির উদ্বোধন ইসলামী বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সের ক্লাস করতে এসে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক কুবির তিন শিক্ষার্থী নোবিপ্রবি মডেল ইউনাইটেড নেশনস কনফারেন্সে পুরস্কার জয়ী রাজবাড়ীর কালুখালীর গুণী সংগীতশিল্পী জাহিদ হাসানের মৃত্যু

পবিত্র কাবা শরিফে পরানো হলো নতুন গিলাফ

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
  • ২৮৯ বার দেখা হয়েছে

২৬ জুন ২০২৫

প্রতি বছরের মতো এবারও হজের দিনে ঐতিহ্যবাহী নিয়ম অনুসারে নতুন গিলাফে আবৃত করা হয়েছে পবিত্র কাবা শরিফ। বুধবার (২৫ জুন) আসরের নামাজের পর শুরু হয়ে বৃহস্পতিবার (২৬ জুন) সকালে শেষ হয় এই পবিত্র ও গাম্ভীর্যপূর্ণ কার্যক্রম। সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এসপিএ জানিয়েছে, প্রতি বছর ৯ জিলহজ হজের দিনই কাবার গিলাফ পরিবর্তন করা হয়ে থাকে।

চলতি বছরের কিসওয়া বা গিলাফ তৈরি করেছে ‘কিং আবদুল আজিজ কমপ্লেক্স ফর দ্য কিসওয়া অব দ্য কাবা’। প্রায় ১১ মাস সময় ধরে হাতে তৈরি এই গিলাফে ব্যবহার করা হয়েছে খাঁটি রেশম ও স্বর্ণ-রুপার সূতা। গিলাফটিতে রয়েছে ৪৭টি সূক্ষ্ম রেশমি প্যানেল, যার প্রতিটিতে কোরআনের মোট ৬৮টি আয়াত সোনালি রঙে সূচিকর্ম করা হয়েছে। এতে আল্লাহর গুণবাচক নাম ‘আর-রহমান’, ‘আর-রহিম’ ও ইসলামের মূল বার্তা ‘লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রসুলুল্লাহ’ বিশেষভাবে ফুটিয়ে তোলা হয়েছে।

গিলাফের উপরের অংশে রয়েছে সোনার সুতা দিয়ে অলঙ্কৃত বিখ্যাত হিজাম বা বেল্ট। পুরো গিলাফের ওজন প্রায় ১ হাজার ৪১৫ কেজি, যার মধ্যে রয়েছে ৮২৫ কেজি কালো রেশম, ৪১০ কেজি তুলা, ১২০ কেজি সোনায় প্রলেপযুক্ত রুপার সূতা এবং ৬০ কেজি খাঁটি রুপা। গিলাফের বাইরের স্তর কালো রেশম দিয়ে তৈরি হলেও ভেতরের অংশে ব্যবহার করা হয়েছে সবুজ, লাল ও সাদা রঙের রেশম ও সুতির স্তর— যা শান্তি, ঐক্য, স্থিতি ও সম্মানের প্রতীক হিসেবে বিবেচিত।

এবারের গিলাফ তৈরিতে অংশ নিয়েছেন সৌদি আরবের ১৫০ জনেরও বেশি দক্ষ কারিগর, ক্যালিগ্রাফার, ডিজাইনার ও তাঁতি। প্রতিটি ধাপে মান নিয়ন্ত্রণ এবং পবিত্রতার সর্বোচ্চ মানদণ্ড বজায় রাখা হয়েছে।

গিলাফ পরিবর্তনের এই আধ্যাত্মিক আয়োজন শুধু একটি ধর্মীয় রীতি নয়, বরং এটি বিশ্ব মুসলিম উম্মাহর ঐক্য, পবিত্রতা এবং আল্লাহর ঘরের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসার প্রতিফলন হিসেবেই দেখা হয়।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT