ডেমোক্র্যাট-নিয়ন্ত্রিত শহরগুলোতে বহিষ্কার অভিযান বাড়ানোর নির্দেশ ট্রাম্পের - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
বুটেক্স স্পিনার্স ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত হল ‘স্পিনার্স ফিয়েস্তা ৩.০’ বছরজুড়ে ডেঙ্গুর হুমকি: টিকা আবিষ্কার হলেও কেন এখনো বাংলাদেশে ব্যবহার হচ্ছে না? ১৩ নভেম্বর ঘিরে নিরাপত্তা জোরদার, সারাদেশে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী শৃঙ্খলা ভঙ্গের দায়ে রাবি জিয়া পরিষদের সভাপতির পদ হারালেন অধ্যাপক এনামুল  দেশেই হবে বিশ্বমানের বন্ধ্যত্ব চিকিৎসা, তুরস্কের বিনিয়োগে নতুন হাসপাতাল টিএফডির শিরোপা জয়, তবু বুটেক্সে অশান্তি; খেলাকেন্দ্রিক সংঘাতে তদন্ত শুরু ট্রাম্পের হুমকিতে মামদানির জবাব: উন্নয়ন তহবিল বন্ধ হলে আদালতে যাব শেকৃবিতে কর্মকর্তা–কর্মচারীকে মারধরের ঘটনায় বহিষ্কৃত ও ড্রপআউট ছাত্রদলের বিরুদ্ধে অভিযোগ ইবিতে সাংবাদিক মারধরের ঘটনায় ৩ শিক্ষার্থী বহিষ্কার বাঁচতে চায় ব্লাড ক্যান্সারে আক্রান্ত কুবি শিক্ষার্থী প্রভা

ডেমোক্র্যাট-নিয়ন্ত্রিত শহরগুলোতে বহিষ্কার অভিযান বাড়ানোর নির্দেশ ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
  • ৭৫ বার দেখা হয়েছে
ice_agent

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিবাসন ও শুল্ক প্রয়োগকারী সংস্থা আইসিকে (ICE) যুক্তরাষ্ট্রের কয়েকটি প্রধান শহরে বহিষ্কারের অভিযান জোরদার করতে নির্দেশ দিয়েছেন। রোববার রাতে Truth Social-এ দেওয়া এক পোস্টে তিনি জানান, এই অভিযান মূলত ডেমোক্র্যাট-শাসিত শহরগুলোকে লক্ষ্য করে চালানো হবে, যার মধ্যে লস অ্যাঞ্জেলেস, নিউইয়র্ক সিটি এবং শিকাগোর নাম স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে।

 

ট্রাম্প লিখেছেন, “এই বার্তার মাধ্যমে আইসির সব কর্মকর্তাকে জানানো হচ্ছে, তারা যেন সব শক্তি নিয়োগ করে যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচেয়ে বড় গণবহিষ্কার কর্মসূচি বাস্তবায়ন করে।” তার ভাষায়, এসব বড় শহরে ‘লক্ষ লক্ষ অবৈধ অভিবাসী’ বসবাস করছে, যাদের আটকের জন্য প্রচেষ্টা বাড়াতে হবে।

 

এই ঘোষণার আগে থেকেই ICE-এর উপর একটি কোটা চাপিয়ে দেওয়া হয়েছে—প্রতিদিন কমপক্ষে ৩,০০০ জনকে গ্রেফতার করতে হবে। মানবাধিকার কর্মীরা বলছেন, এই কোটা পূরণের চাপে অনেক সময় গৃহহীন মানুষ, এমনকি মার্কিন নাগরিকদেরও ভুলভাবে আটক করা হচ্ছে।

 

বিশেষজ্ঞরা মনে করছেন, এই ধরনের নির্দেশ শুধু অভিবাসীদের নয়, সমাজের প্রান্তিক ও দুর্বল জনগোষ্ঠীর জন্যও হুমকিস্বরূপ হতে পারে।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT