নোটিশ:
শিরোনামঃ

গাজার পক্ষে হলিউড তারকাদের একাট্টা প্রতিবাদ

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
  • ৭১ বার দেখা হয়েছে

মধ্যপ্রাচ্যের গাজায় চলমান ইসরাইলি হামলার বিরুদ্ধে মুখ খুলেছেন বিশ্বখ্যাত তারকারা। জনপ্রিয় টিভি সিরিজ গেম অব থ্রোন্স-এর ‘রেড উইচ’ খ্যাত অভিনেত্রী ক্যারিস ভ্যান হটেন জানিয়েছেন, এখন আর চুপ করে বসে থাকার সময় নেই। শুধু ভিডিওবার্তা নয়, আন্তর্জাতিক অপরাধ আদালতে হাজির হয়ে গাজায় নিহত ১০ হাজার শিশুর নাম একে একে পড়ে শুনিয়েছেন তিনি।

এই সিরিজের আরেক চরিত্র টাইউইন ল্যানিস্টারের অভিনেতা চার্লস ড্যান্স আদালতে হাজির হয়ে তুলে ধরেছেন ফিলিস্তিনে গত সাত দশকেরও বেশি সময় ধরে চলা নিপীড়নের ইতিহাস ও প্রমাণ। সিরিজে নৃশংস সার্সি ল্যানিস্টারের চরিত্রে অভিনয় করা লিনা হিডি ২০০৭ সাল থেকেই গাজা ইস্যুতে সরব। একাধিকবার ইসরাইলকে ‘গণহত্যাকারী’ রাষ্ট্র হিসেবে আখ্যা দিয়েছেন তিনি।

গেম অব থ্রোন্সের মানবিক সেনাপতি স্যার ডাভোস সিওয়ার্থ চরিত্রে লিয়াম কানিংহাম আবেগঘন কণ্ঠে আদালতে পড়ে শোনান এক গাজাবাসীর বোমায় স্বজন হারানোর মর্মান্তিক লেখা। লর্ড স্টার্ক চরিত্রে অভিনেতা শন বিনও সরাসরি মিছিল-মিটিংয়ে অংশ নিচ্ছেন। শিশুদের চিকিৎসা সহায়তার জন্য অর্থ সংগ্রহ করছেন পেদ্রো পাসকেল, যিনি একইসাথে মার্ভেল সিরিজে ‘মিস্টার ফ্যান্টাস্টিক’-এর ভূমিকাতেও অভিনয় করেছেন। এমা ডি’অর্চি, যিনি হাউস অব দ্য ড্রাগন-এ রেনেইরা চরিত্রে অভিনয় করেন, বলছেন—“এখন নীরবতা নয়, প্রয়োজন প্রতিবাদের।”

এ তালিকায় রয়েছেন আরও অনেকে। মার্কিন-প্যালেস্টিনীয় মডেল বেলা ও গিগি হাদিদ বহু আগে থেকেই সরব। তারা বলছেন, ‘ফিলিস্তিনকে কেউ মুছে ফেলতে পারবে না।’ গায়ক রজার ওয়াটার্স, অভিনেতা রিজ আহমেদ, ডুয়া লিপা, মার্ক রাফালো, অস্কারজয়ী অভিনেত্রী ভায়োলা ডেভিস— সকলেই সোচ্চার হয়েছেন গাজার পক্ষে।

সম্প্রতি রাফাহ শহরে দখলদার বাহিনীর হামলায় পুড়ে মারা যান অন্তত ৭৫ ফিলিস্তিনি। এরপর বলিউডেও প্রতিক্রিয়া দেখা যায়। ‘অল আইজ অন রাফাহ’ লেখা ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন কারিনা কাপুর খান, আলিয়া ভাট, প্রিয়াংকা চোপড়া, বরুণ ধাওয়ানসহ বহু তারকা। আলিয়া ভাট লিখেছেন, “সব শিশুরই নিরাপত্তা ও ভালোবাসা পাওয়ার অধিকার রয়েছে।” প্রিয়াংকা, যিনি ইউনিসেফের শুভেচ্ছাদূত, তিনিও এই ঘটনায় প্রকাশ্যে ক্ষোভ জানিয়েছেন। প্রতিবাদে সামিল হয়েছেন মাধুরী দীক্ষিত, দিয়া মির্জা ও সামান্থা রুথ প্রভুও।

গাজার পাশে দাঁড়িয়ে এই তারকারা দেখিয়ে দিয়েছেন, মানবতা ও ন্যায়বিচারের পক্ষে এক কণ্ঠে কথা বলাই এখন সময়ের দাবি।

 

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT