নষ্ট মোবাইল দান কর্মসূচিতে বেকার যুবকদের দক্ষতা উন্নয়নে আস-সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগ - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
নষ্ট মোবাইল দান কর্মসূচিতে বেকার যুবকদের দক্ষতা উন্নয়নে আস-সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগ সৌদি আরব বলেছে, “স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র” ছাড়া ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক হবে না জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়কে স্বাগত জানিয়ে ছাত্রশিবিরের মিছিল হাসিনার মৃত্যুদণ্ডের রায়ে প্রতিক্রিয়া: ন্যায়বিচার নিশ্চিত হয়েছে দাবি হেফাজতে ইসলামের কুবিতে আইইএলটিএস প্রস্তুতি বিষয়ক ওয়ার্কশপ অনুষ্ঠিত কুবিতে প্রোগ্রামিং ও সমস্যা সমাধান কর্মশালা অনুষ্ঠিত বুটেক্স হলগুলোতে মশার ভয়াবহ উপদ্রব, ডেঙ্গুতে বহু শিক্ষার্থী আক্রান্ত ইসলামী বিশ্ববিদ্যালয়ে ‘Allama Iqbal’s Theory of Khudi’ শীর্ষক আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত জুলাই অভ্যুত্থান মামলা : পলাতক আসামিরা আপিল করতে পারবেন না জুলাই গণঅভ্যুত্থয়ে মানবতাবিরোধী অপরাধ: শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড, কামালকে একই রায়; মামুনের পাঁচ বছরের কারাদণ্ড

নষ্ট মোবাইল দান কর্মসূচিতে বেকার যুবকদের দক্ষতা উন্নয়নে আস-সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫
  • ৫ বার দেখা হয়েছে

ঘরে দীর্ঘদিন অকার্যকর অবস্থায় পড়ে থাকা নষ্ট মোবাইল ফোন এখন শিক্ষামূলক ট্রেনিং সাপোর্ট ম্যাটেরিয়াল হিসেবে ব্যবহৃত হবে। কারিগরি দক্ষতা উন্নয়নে নষ্ট মোবাইল সংগ্রহে বিশেষ আহ্বান জানিয়েছে আস-সুন্নাহ ফাউন্ডেশন।

নষ্ট হয়ে পড়ে থাকা মোবাইল ফোনকে কর্মসংস্থানের সুযোগ তৈরির উপযোগী সম্পদে পরিণত করার উদ্যোগ নিয়েছে আস-সুন্নাহ ফাউন্ডেশন। বেকার যুবকদের হাতে-কলমে মোবাইল রিপেয়ার ট্রেনিং প্রোগ্রাম পরিচালনা করতে সংগঠনটি দেশব্যাপী সাধারণ জনগণের কাছ থেকে নষ্ট মোবাইল সংগ্রহের আহ্বান জানিয়েছে। তাদের দাবি, এই ডিভাইসগুলোই প্রশিক্ষণার্থীদের জন্য বাস্তবিক অনুশীলন সরঞ্জাম হিসেবে ব্যবহৃত হবে, যা একজন বেকার যুবকের ভবিষ্যতের কর্মজীবন গঠনে কার্যকর ভূমিকা রাখবে।

ফাউন্ডেশন সূত্র জানায়, দেশে অসংখ্য পরিবারে নষ্ট ও অকেজো মোবাইল ফোন ফেলে রাখা হয়, যেগুলো আর ব্যবহারযোগ্য না হওয়ায় সেগুলো সাধারণত আবর্জনায় পরিণত হয়। অথচ নষ্ট মোবাইল ফোনই ব্যবহারিক শিক্ষা, ডিভাইস ডিসঅ্যাসেম্বলিং, কম্পোনেন্ট রিপ্লেসমেন্ট, সার্কিট সমস্যার শনাক্তকরণসহ সম্পূর্ণ রিপেয়ার টেকনিক শিখতে গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ উপকরণ।

সংগঠনের সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করেন, সময়োপযোগী টেকনিক্যাল স্কিল অর্জনের মাধ্যমে যুবসমাজকে স্বনির্ভর করে তোলাই এই প্রকল্পের মূল লক্ষ্য। তারা জানান, মোবাইল রিপেয়ারিং সেক্টর বর্তমানে শহর ও গ্রাম উভয় পর্যায়েই সুপ্রতিষ্ঠিত আয়ের মাধ্যম, যা নতুন উদ্যোক্তা ও সার্ভিস টেকনিশিয়ান তৈরিতে বড় ভূমিকা রাখতে পারে।

জনগণের উদ্দেশ্যে ফাউন্ডেশনের বার্তা:

“আপনার দান করা একটি নষ্ট মোবাইলই হয়তো একজন তরুণের নতুন জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে।”

দাতারা চাইলে প্রতিষ্ঠানের অফিসে সরাসরি নষ্ট মোবাইল জমা দিতে পারবেন অথবা পছন্দমতো কুরিয়ার সার্ভিস ব্যবহার করেও পাঠাতে পারবেন বলে জানানো হয়েছে।

ঠিকানা

আস-সুন্নাহ ফাউন্ডেশন
প্লট ৬২–৬৪, রোড–৩, ব্লক–এ, আফতাবনগর, ঢাকা।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT