মহানবী (সা.)-এর প্রতি দরুদ পাঠের দশ ফজিলত - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
জাবিতে প্রাণ রসায়ন বিভাগের নবীন শিক্ষার্থীদের র‍্যাগিং বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের নতুন কমিটি ঘোষণা বিদেশে নতুন আগত বাংলাদেশিদের প্রতি অমানবিক আচরণ বন্ধের আহ্বান জানিয়েছেন ফজলে এলাহী সাবেক সেনাকর্মকর্তার জবানিতে পার্বত্য চট্টগ্রামে সেনাবাহিনীর প্রকৃত চিত্র কাতার–সৌদি মধ্যস্থতায় পাকিস্তানের সঙ্গে সংঘাত ‘আপাতত স্থগিত’ করল আফগানিস্তান পাকিস্তান আবারও আফগান সীমান্ত অতিক্রম করার চেষ্টা করলে আফগান বাহিনী জবাব দিতে সম্পূর্ণ প্রস্তুত বালিয়াকান্দিতে টাইফয়েড প্রতিরোধে টিকাদান কর্মসূচির উদ্বোধন ইসলামী বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সের ক্লাস করতে এসে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক কুবির তিন শিক্ষার্থী নোবিপ্রবি মডেল ইউনাইটেড নেশনস কনফারেন্সে পুরস্কার জয়ী রাজবাড়ীর কালুখালীর গুণী সংগীতশিল্পী জাহিদ হাসানের মৃত্যু

মহানবী (সা.)-এর প্রতি দরুদ পাঠের দশ ফজিলত

রোহিত, স্পেন প্রতিনিধি
  • আপডেট সময় বুধবার, ২ জুলাই, ২০২৫
  • ৬০ বার দেখা হয়েছে

দরুদ শরিফ পাঠ ইসলামের গুরুত্বপূর্ণ একটি ইবাদত। আল্লাহর রাসূল হযরত মুহাম্মদ (সা.)-এর প্রতি দরুদ পাঠ শুধু পুণ্যের কাজই নয়, বরং এর মাধ্যমে মুমিন মুসলমান নানাবিধ দুনিয়াবি ও আখিরাতের ফজিলত লাভ করে থাকেন। নিচে দরুদ পাঠের ১০টি ফজিলত তুলে ধরা হলো—

১. আল্লাহর রহমত লাভ:
যে ব্যক্তি রাসূল (সা.)-এর ওপর দরুদ পাঠ করে, তার ওপর আল্লাহ নিজে দশটি রহমত বর্ষণ করেন।
(সহীহ মুসলিম)

২. গুনাহ মাফ হয়:
প্রত্যেক দরুদ পাঠে দশটি সওয়াব লেখা হয় এবং দশটি গুনাহ মাফ করা হয়।
(তিরমিজি)

৩. দোয়া কবুল হয়:
রাসূল (সা.) বলেছেন, “তোমরা যখন দোয়া করো, তার আগে ও পরে আমার ওপর দরুদ পাঠ করো, তাহলে তোমার দোয়া কবুল হবে।”
(তিরমিজি)

৪. মহানবীর (সা.) নৈকট্য লাভ:
কেয়ামতের দিন যিনি বেশি দরুদ পাঠ করবেন, তিনি হবেন রাসূলের সবচেয়ে নিকটবর্তী।
(তিরমিজি)

৫. ফেরেশতারা দোয়া করেন:
যে ব্যক্তি দরুদ পাঠ করে, তার জন্য ফেরেশতারা রহমতের দোয়া করতে থাকেন।
(আহমদ)

৬. মুনাফিকি দূর হয়:
দরুদ শরিফ পাঠ মুমিনের আলামত। এটি অন্তর থেকে মুনাফিকির প্রভাব দূর করে।

৭. হাশরের দিনে সুপারিশ লাভ:
প্রচুর দরুদ পাঠকারী ব্যক্তির জন্য রাসূল (সা.) হাশরের দিন সুপারিশ করবেন।

৮. রুহানি প্রশান্তি ও বরকত আসে:
দরুদ শরিফ পাঠে অন্তরে প্রশান্তি আসে এবং জীবনে বরকত নেমে আসে।

৯. জীবনের দুশ্চিন্তা দূর হয়:
নিয়মিত দরুদ পাঠ করলে দুনিয়ার দুশ্চিন্তা ও সমস্যাগুলো লাঘব হয়।
(দারেমি)

১০. আখিরাতে উঁচু মর্যাদা লাভ:
যে ব্যক্তি বেশি দরুদ পাঠ করবে, আল্লাহ তায়ালা তাকে আখিরাতে উচ্চ মর্যাদা দিবেন।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT