কম্বোডিয়ায় বাস দুর্ঘটনা: সেতু থেকে পড়ে ১৬ যাত্রীর প্রাণহানি - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
কম্বোডিয়ায় বাস দুর্ঘটনা: সেতু থেকে পড়ে ১৬ যাত্রীর প্রাণহানি নানিয়ারচর জোনের সার্বিক তত্ত্বাবধানে কলেজ ছাত্র-ছাত্রীদের অনুপ্রেরণামূলক ক্লাস ও ক্রীড়া সামগ্রী বিতরণ কুবিতে দ্রুত শিক্ষক নিয়োগের দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান ইবিতে আবৃত্তির কলাকৌশল বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত প্রকৃতি ও সংস্কৃতির মিলনমেলায় জাবির শীত অনন্য নরসিংদীতে ৫.৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ, নিহত ৪; আহত শতাধিক কখন থেকে কার্যকর তত্ত্বাবধায়ক সরকার: চূড়ান্ত সিদ্ধান্ত জানালো আপিল বিভাগ কুবিতে ফুটবল খেলায় মারামারির ঘটনায় একজন অ্যাকাডেমিক ও চারজন হল থেকে বহিষ্কার রাবি প্রেসক্লাবের চার দশক পূর্তি কাল: থাকবেন মাহমুদুর রহমান স্টেডিয়ামের নামেই মেসি—বার্সার ঐতিহাসিক উদ্যোগ

কম্বোডিয়ায় বাস দুর্ঘটনা: সেতু থেকে পড়ে ১৬ যাত্রীর প্রাণহানি

আল-জাজিরা
  • আপডেট সময় শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫
  • ১ বার দেখা হয়েছে

কম্বোডিয়ার মধ্যাঞ্চলে একটি রাতের বাস সেতু ভেঙে নদীতে পড়ে ১৬ জন নিহত এবং দুই ডজনেরও বেশি যাত্রী আহত হয়েছে। পুলিশ ও স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, বৃহস্পতিবার ভোররাতে কামপং থম প্রদেশে এই দুর্ঘটনা ঘটে।

ক্যাম্বোজা নিউজের তথ্যমতে, বাসটি ওড্ডার মেনচে প্রদেশ থেকে রাজধানী ফনম পেনের উদ্দেশ্যে যাত্রা করেছিল। পথে পর্যটনকেন্দ্র সিয়েম রিপ থেকে আরও যাত্রী ওঠানোর পর ভোর ৩টার দিকে (২০:০০ GMT) যানটি একটি সেতু থেকে খালের মধ্যে পড়ে যায়। দুর্ঘটনার সময় বাসে মোট ৩৭ জন যাত্রী ছিলেন এবং সবাই কম্বোডিয়ার নাগরিক।

পুলিশ জানিয়েছে, রাতের রুটে পর্যায়ক্রমে ডিউটি করা দুই চালকের একজন দুর্ঘটনার সময় সম্ভবত ঘুমিয়ে পড়েছিলেন। তিনি নিহতদের মধ্যে আছেন কি না তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

কম্বোডিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সার সোখা ফেসবুকে পোস্ট করা ছবিতে দেখা যায়, বাসটিকে পানির নিচ থেকে ক্রেন দিয়ে তোলা হচ্ছে। কর্তৃপক্ষ ও উদ্ধারকর্মীদের সারারাতের অনুসন্ধান শেষে মৃতের সংখ্যা ১৩ থেকে বেড়ে ১৬-তে পৌঁছায়। আহতদের কামপং থম প্রাদেশিক হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং নিহতদের মরদেহ অ্যাম্বুলেন্সে করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

ন্যাশনাল রোড সেফটি কমিটি জানিয়েছে, ২০২৫ সালের প্রথম ছয় মাসে সড়ক দুর্ঘটনায় ৭০০ জনের মতো মানুষের মৃত্যু হয়েছে, যা আগের বছরের একই সময়ের প্রায় ৮০০ মৃত্যুর তুলনায় কিছুটা কম।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT