বেরোবিতে নারী শিক্ষার্থী নিপীড়নকারী শিক্ষকের বিরুদ্ধে প্রতিবাদ - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
তারেক রহমান: জুলাই গণ অভ্যুত্থানের শহীদ-আহতদের জন্য নতুন বিভাগ হবে ২০২৬ হজের জন্য হজযাত্রীদের টিকাদান কার্যক্রম শুরু আলিফ হত্যা মামলা- চিন্ময় কৃষ্ণ দাসসহ ৩৯ জনের বিরুদ্ধে চার্জ গঠন, বিচার শুরু বাংলাদেশ-চীন মৈত্রী হাসপাতাল: উচ্চপর্যায় বৈঠকে অগ্রগতি ও দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদার ২১ জানুয়ারির মধ্যে সিদ্ধান্ত চাইছে আইসিসি, ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ভাগ্য অনিশ্চিত মাগুরার চিত্রা নদী থেকে উদ্ধার মুঘল আমলের তরবারি, প্রত্নতত্ত্ব অধিদপ্তরে হস্তান্তরের সিদ্ধান্ত দক্ষিণ স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা: লাইনচ্যুতি ও সংঘর্ষে নিহত ২১, আহত শতাধিক দীর্ঘ ২৬ বছর পর কুড়িগ্রাম সরকারি কলেজ রিপোর্টার্স ক্লাবের আহ্বায়ক কমিটি ঘোষণা জম্মু-কাশ্মীরে বন্দুকযুদ্ধে সাত ভারতীয় সেনা আহত নির্বাহী ম্যাজিস্ট্রেটকে বৃদ্ধাঙ্গুলি: ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের প্রার্থী রুমিন ফারহানাকে তলব

বেরোবিতে নারী শিক্ষার্থী নিপীড়নকারী শিক্ষকের বিরুদ্ধে প্রতিবাদ

মোঃ রবিউল ইসলাম, ক্যাম্পাস প্রতিনিধি, বেরোবি।
  • আপডেট সময় সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
  • ১৭০ বার দেখা হয়েছে

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে রেজাল্ট টেম্পারিং, যৌন হয়রানি এবং রাজনৈতিক প্রতিহিংসার দায়ে অভিযুক্ত শিক্ষকদের বিরুদ্ধে কুশপুত্তলিকায় জুতার মালা পড়িয়ে প্রতিবাদ জানিয়েছে শিক্ষার্থীরা।

আজ সোমবার(২১ এপ্রিল) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের মিডিয়া চত্ত্বরে আয়োজিত গণজমায়েতে দোষীদের বিরুদ্ধে প্রতীকী জুতার মালা পরানো হয়। গণজমায়েতে অংশগ্রহণ করে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। একই দিন সন্ধ্যায় শিক্ষার্থীরা মশাল মিছিল করে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে।

সম্প্রতি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের শিক্ষক ড. মোঃ রশীদুল ইসলাম এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ড. মো. তানজিউল ইসলাম জীবনের বিরুদ্ধে নারী শিক্ষার্থীদের যৌন হয়রানিসহ বিভিন্ন রকমের অভিযোগ উঠেছে। এছাড়া পরিসংখ্যান বিভাগের শিক্ষক সহকারী অধ্যাপক অতুল চন্দ্র সিংহের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসায় শিক্ষার্থীদের পরিক্ষায় কম মার্ক দেয়ার অভিযোগ উঠেছে।

শিক্ষার্থীরা জানান, এসব গুরুতর অভিযোগ বারবার উত্থাপিত হলেও প্রশাসনের পক্ষ থেকে কার্যকর পদক্ষেপ নেয়া হচ্ছে না। অভিযোগ দেওয়ার পরেও প্রশাসন প্রায় নিরব ভূমিকাই পালন করছে। এসময় শিক্ষার্থীরা দাবি করে অতি দ্রুত বিশ্ববিদ্যালয়ে এসব নিপীড়ন বিষয়ে অভিযোগ সেল গঠন করা হয় যেন হয়রানির শিকার শিক্ষার্থী নাম প্রকাশ না করেও অভিযোগ দিতে পারে।

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর জানান,এসব বিষয়ে ফেসবুকে ও বিভিন্ন পত্রিকায় লেখালিখি হচ্ছে সেটি সম্পর্কে আমরা অবগত আছি। কিন্তু অভিযুক্তের বিরুদ্ধে সুনির্দিষ্ট লিখিত অভিযোগ না দেওয়ায় আমরা কোনো ব্যবস্থা নিতে পারছি না। লিখিত অভিযোগ পাওয়া মাত্রই বিশ্ববিদ্যালয় প্রশাসন যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে। তিনি আরও বলেন এ বিষয়ে লিখিত অভিযোগকারীর নিরাপত্তার স্বার্থে নাম গোপন রাখা হবে।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT