রাজবাড়ীর বালিয়াকান্দি বাজারে ক্রয়কৃত জমিতে ঘর নির্মাণ করতে গিয়ে বাধার মুখে পড়েছেন ঢাকায় ব্যবসা করা আশিক আহম্মেদ। এছাড়া তিনি প্রাণনাশের হুমকির অভিযোগও করেছেন।
জমির মালিক আশিক আহম্মেদ বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের পদমদী এলাকার মৃত আব্দুল মজিদ শেখের ছেলে। তিনি বিভিন্ন সময় বালিয়াকান্দি থানা, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং রাজবাড়ী জেলা সেনা ক্যাম্পে লিখিত অভিযোগ দিয়েছেন।
গত বুধবার (১৭ সেপ্টেম্বর) সকালে জমিতে ঘর নির্মাণের সময় স্থানীয় কয়েকজন তাকে বাধা দেন। পরে পুলিশ এসে পরিস্থিতি স্বাভাবিক করে।
আশিক আহম্মেদ অভিযোগ করেন, বালিয়াকান্দি উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম পাড়া এলাকার মৃত এস,এম শাহজাহানের ছেলে ডা. আব্দুল্লাহ আল মুরাদ, আব্দুল্লাহ আল জুবায়ের লিটন, মৃত হোসেন আলীর ছেলে মোঃ ফারুক হোসেন, মোঃ রেজাউল আলম রিপন এবং মৃত হোসেন আলী শেখের ছেলে মোঃ জুয়েল শেখ, মোঃ রুবেল শেখ, মোঃ হিমেল শেখ দীর্ঘদিন ধরে তার জমিতে ঘর নির্মাণে বাধা দিচ্ছে।
তিনি জানান, ২০২০ সালে তিনি বালিয়াকান্দির মৃত আবুল হাশেম শেখের তিন সন্তান ডা. আব্দুস সালাম, শেখ মহিউদ্দিন মজনু ও অ্যাড. রেহেনাজ পারভীনের কাছ থেকে জমি ক্রয় করেন। কিন্তু বিভিন্ন অজুহাতে জমি দখল দিতে চায়নি। পরে আদালতের রায়ে জমি তার দখলে আসে।
আশিক আরও বলেন, “আমি করোনাকালে ঢাকা থেকে বাড়িতে ফিরে জমি রেকর্ড অনুযায়ী ক্রয় করি। আদালতের রায় থাকা সত্ত্বেও বিভিন্ন সময়ে একদল লোক বাধা দিচ্ছে। জমিতে ঘর নির্মাণের সময় পুলিশকেও হয়রানির উদ্দেশ্যে কাজ বন্ধ করতে বাধ্য করা হয়েছে।”
জমি ক্রেতার ছোট ভাই আরজু শেখ অভিযোগ করেন, “আমাদের সঠিক কাগজপত্র ও আদালতের রায় রয়েছে। তবুও বিভিন্ন ভাবে হয়রানি করা হচ্ছে। এতে আমার ভাই আর্থিক, মানসিক ও শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। পুলিশ যখন বাধা দেয়, আমরা জানতে চাইলে তারা কোনো লিখিত নির্দেশ দেখাতে পারেনি। পরে শুনেছি, অভিযুক্তরা হাইকোর্টে রিট করেছে এবং তিন মাসের স্থগিত আদেশ আছে।”
বালিয়াকান্দি থানা অফিসার ইনচার্জ (ওসি) জামাল উদ্দিন বলেন, “জোরপূর্বক জমি দখলের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং কাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।”