বিশৃঙ্খলার সুযোগে ফিরে আসার চেষ্টা আওয়ামী লীগের! আওয়ামী লীগ প্রতিদিন ফেসবুকে বিজ্ঞাপন চালনা করছে প্রায় ৫৫ লাখ টাকা ব্যয়ে। এর ফলে ক্ষতির সম্মুখীন হচ্ছেন অন্যান্য ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা (SME), বিশেষ করে এফ-কমার্স (Facebook Commerce) উদ্যোক্তারা। ফেসবুক পোস্টে এমন তথ্যই জানিয়েছেন সুপরিচিত আইটি বিশেষজ্ঞ আবদুল্লাহ আল জাবের। দৈনিক সাবাস বাংলাদেশের পাঠকদের সুবিধার্থে তার পোস্টটি হুবহু তুলে ধরা হলো-
ওরা যখন নিজেরা নিজেরা কামড়া-কামড়ি করতেছে ঠিক তখন BAL এর পেইজে ৪,২০০ টা আলাদা আলাদা বুস্টিং এর এড চলতেছে ( এড ব্লকার এনেবল করা, ডিটেইলস দেখতে পারবেন না)।
BAL ad campaign histograms
যদি একেকটা এড ১০ ডলার করেও হয় তাহলে টোটাল ধরেন দৈনিক ৪২,০০০ ডলারের (প্রায় ৫৫ লাখ টাকা!!!) এড চলতেছে – যা বাংলাদেশের ফেসবুক বুস্টিং ইণ্ড্রাস্ট্রিতে নজিরবিহীন!
এই এডের জন্য সাফার করতেছে আমাদের পুরা এফ-কমার্স ইন্ডাস্ট্রি- ফেসবুক এত বেশি আওয়ামীলীগের বুস্টিং রিচ করাচ্ছে যে সাধারণ ব্যবসায়ীদের নিজেদের বুস্টিং এর যথাযথ হিসাব পেতে হিমশিম খেতে হচ্ছে!
ভাইলোক এই এড আওয়ামী লীগ কেন দেয় জানেন?
এই যে আপনারা দুইদিন পর পর নিজেরা নিজেরা মারামারি করেন – আর এই মারামারি দেখে তারা একটু হলেও কামব্যাক করার আশা পায়- আর সে আশাতেই চালিয়ে যাচ্ছে প্রপাগান্ডার প্রসার!
আজকে আমি একটা কথা বলে যাই – ছাত্রদল বলেন, শিবির বলেন, বৈষম্যবিরোধী বলেন- আপনাদের সবার ইন্টার্নাল কামড়াকামড়ির জন্য যদি আওয়ামী লীগ ফিরে আসার সুযোগ পায় – তাহলে মনে রাখবেন আপানরা শুধু নিজেদের কবর রচনা করলেন না – যে শতশত প্রাণ আপনাদের দিকে চেয়ে হাসিনার বিরুদ্ধে রাস্তায় নেমেছিল – সেই নিরীহ প্রাণদের কবর রচনা করলেন!
মনে রাখবেন হাসিনা এখনো প্রতিশোধের নেশায় মত্ত!
তাই আসুন সবাই নিজ নিজ জায়গা থেকে মতানৈক্য-ভেদাভেদ কমিয়ে আনতে কাজ করি –
নাইলে কিন্তু বলতে হবে-
“সময় গেলে সাধন হবে না।
দিন থাকিতে দিনের সাধন কেন করলে না।”
— আবদুল্লাহ আল জাবের
ফ্রিল্যান্সার ও আইটি বিশেষজ্ঞ
আরও পড়ুন: