
ভারতের আসামভিত্তিক বিচ্ছিন্নতাবাদী সংগঠন ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব আসাম (ইন্ডিপেনডেন্ট) বা উলফা (স্বাধীন)–এর প্রধান পরেশ বরুয়া বর্তমানে ঢাকায় অবস্থান করছেন—এমন দাবি করেছে ভারতের প্রভাবশালী সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকা।
প্রতিবেদনে বলা হয়, দীর্ঘদিন মিয়ানমার–চীন সীমান্ত এলাকায় আত্মগোপনে থাকার পর সম্প্রতি পরেশ বরুয়া বাংলাদেশে প্রবেশ করেন। গোয়েন্দা সূত্রের বরাতে আনন্দবাজার জানায়, মিয়ানমার থেকে কক্সবাজারের টেকনাফ সীমান্ত ব্যবহার করে তিনি বাংলাদেশে আসেন এবং প্রথমে চট্টগ্রামে অবস্থান করেন। পরে তিনি ঢাকায় চলে আসেন।
আনন্দবাজারের প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, ঢাকায় অবস্থানকালে পরেশ বরুয়া একাধিক প্রভাবশালী ব্যক্তির সঙ্গে বৈঠক করেছেন। তাদের মধ্যে একজন সাবেক সেনা কর্মকর্তা এবং জামায়াত–সংশ্লিষ্ট একটি পরিবারের সদস্যের নামও প্রতিবেদনে উঠে এসেছে। এসব বৈঠককে কেন্দ্র করে ভারতের নিরাপত্তা মহলে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
ভারতীয় নিরাপত্তা সংস্থাগুলোর ধারণা, মিয়ানমারে উলফা (স্বাধীন)–এর ঘাঁটি দুর্বল হয়ে পড়ায় পরেশ বরুয়া নতুন কৌশল নির্ধারণের লক্ষ্যে বাংলাদেশকে সাময়িক আশ্রয়স্থল হিসেবে বেছে নিতে পারেন। আনন্দবাজার লিখেছে, আঞ্চলিক রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতির পরিবর্তনও এই সিদ্ধান্তের পেছনে ভূমিকা রাখতে পারে।
উল্লেখ্য, পরেশ বরুয়া ২০০৪ সালের চট্টগ্রাম অস্ত্র চোরাচালান মামলার অন্যতম আসামি। ওই মামলায় বাংলাদেশে তার বিরুদ্ধে মৃত্যুদণ্ড (পরবর্তীতে যাবজ্জীবন) ঘোষণা করা হয়েছিল। দীর্ঘদিন ধরে তিনি ভারত ও বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকায় রয়েছেন।
এ বিষয়ে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে আনন্দবাজারের দাবি অনুযায়ী, বিষয়টি ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।