
ইউরোপের সবচেয়ে সক্রিয় আগ্নেয়গিরি ইতালির মাউন্ট এটনা আবারও ভয়াবহভাবে জেগে উঠেছে। সিসিলি দ্বীপে অবস্থিত এই আগ্নেয়গিরি থেকে নতুন করে লাভা উদগীরণ শুরু হওয়ায় উপকূলবর্তী কয়েকটি শহরে সতর্কতা জারি করেছে স্থানীয় প্রশাসন।
সোমবার মাউন্ট এটনার জ্বালামুখ থেকে তুষারের স্তর ভেদ করে আগুনের ফোয়ারা আকাশে ছুটে উঠতে দেখা যায়। মুহূর্তের মধ্যেই আশপাশের এলাকা ঘন ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে। প্রবল বাতাসের কারণে আগুন আরও ভয়ংকর রূপ নেয় এবং জ্বালামুখ থেকে উত্তপ্ত পাথরের টুকরো ছিটকে পড়ছে চারদিকে।
অগ্ন্যুৎপাতের প্রভাবে সিসিলির উপকূলবর্তী একাধিক শহরে সতর্কতা জারি করা হয়েছে। সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় জরুরি প্রস্তুতি গ্রহণ করেছে স্থানীয় প্রশাসন। পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় নিয়ে ওই অঞ্চলের আকাশপথে বিমান চলাচলেও সর্বোচ্চ সতর্কতা আরোপ করা হয়েছে।
বিপজ্জনক পরিস্থিতি সত্ত্বেও এই বিরল প্রাকৃতিক দৃশ্য দেখতে মাউন্ট এটনায় ভিড় জমাচ্ছেন পর্যটকেরা। ঝুঁকি উপেক্ষা করে অনেক পর্বতারোহী সক্রিয় আগ্নেয়গিরির আশপাশে অবস্থান করছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
ইতালির ভলক্যানোলজিস্টরা জানান, জ্বালামুখের ভেতর থেকে একের পর এক বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। বিশেষজ্ঞদের আশঙ্কা, লাভার ফোয়ারা খুব শিগগিরই আরও বড় আকার ধারণ করতে পারে।
বিশ্বের দীর্ঘদিন ধরে সক্রিয় থাকা আগ্নেয়গিরিগুলোর মধ্যে মাউন্ট এটনা অন্যতম। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় সাড়ে তিন হাজার মিটার উচ্চতায় অবস্থিত এই আগ্নেয়গিরিটি ইউরোপের উচ্চতম আগ্নেয়গিরিগুলোর একটি। আগ্নেয়গিরিটির সবচেয়ে কাছের বড় শহর সিসিলির কাতানিয়া, যেখানে বিপুলসংখ্যক মানুষের বসবাস।
মাউন্ট এটনাকে সার্বক্ষণিক নজরদারির আওতায় রাখা হয়। বছরে একাধিকবার লাভা উদগীরণের ঘটনা ঘটায় এটি ইতালির দক্ষিণাঞ্চলের জন্য নিয়মিত এক বড় প্রাকৃতিক চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।