
নষ্ট হয়ে পড়ে থাকা মোবাইল ফোনকে কর্মসংস্থানের সুযোগ তৈরির উপযোগী সম্পদে পরিণত করার উদ্যোগ নিয়েছে আস-সুন্নাহ ফাউন্ডেশন। বেকার যুবকদের হাতে-কলমে মোবাইল রিপেয়ার ট্রেনিং প্রোগ্রাম পরিচালনা করতে সংগঠনটি দেশব্যাপী সাধারণ জনগণের কাছ থেকে নষ্ট মোবাইল সংগ্রহের আহ্বান জানিয়েছে। তাদের দাবি, এই ডিভাইসগুলোই প্রশিক্ষণার্থীদের জন্য বাস্তবিক অনুশীলন সরঞ্জাম হিসেবে ব্যবহৃত হবে, যা একজন বেকার যুবকের ভবিষ্যতের কর্মজীবন গঠনে কার্যকর ভূমিকা রাখবে।
ফাউন্ডেশন সূত্র জানায়, দেশে অসংখ্য পরিবারে নষ্ট ও অকেজো মোবাইল ফোন ফেলে রাখা হয়, যেগুলো আর ব্যবহারযোগ্য না হওয়ায় সেগুলো সাধারণত আবর্জনায় পরিণত হয়। অথচ নষ্ট মোবাইল ফোনই ব্যবহারিক শিক্ষা, ডিভাইস ডিসঅ্যাসেম্বলিং, কম্পোনেন্ট রিপ্লেসমেন্ট, সার্কিট সমস্যার শনাক্তকরণসহ সম্পূর্ণ রিপেয়ার টেকনিক শিখতে গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ উপকরণ।
সংগঠনের সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করেন, সময়োপযোগী টেকনিক্যাল স্কিল অর্জনের মাধ্যমে যুবসমাজকে স্বনির্ভর করে তোলাই এই প্রকল্পের মূল লক্ষ্য। তারা জানান, মোবাইল রিপেয়ারিং সেক্টর বর্তমানে শহর ও গ্রাম উভয় পর্যায়েই সুপ্রতিষ্ঠিত আয়ের মাধ্যম, যা নতুন উদ্যোক্তা ও সার্ভিস টেকনিশিয়ান তৈরিতে বড় ভূমিকা রাখতে পারে।
জনগণের উদ্দেশ্যে ফাউন্ডেশনের বার্তা:
“আপনার দান করা একটি নষ্ট মোবাইলই হয়তো একজন তরুণের নতুন জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে।”
দাতারা চাইলে প্রতিষ্ঠানের অফিসে সরাসরি নষ্ট মোবাইল জমা দিতে পারবেন অথবা পছন্দমতো কুরিয়ার সার্ভিস ব্যবহার করেও পাঠাতে পারবেন বলে জানানো হয়েছে।
আস-সুন্নাহ ফাউন্ডেশন
প্লট ৬২–৬৪, রোড–৩, ব্লক–এ, আফতাবনগর, ঢাকা।