কুমিল্লায় আবিষ্কৃত ৩৫০ বছরের পুরোনো ক্ষুদ্র কোরআন - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
জাবিতে প্রাণ রসায়ন বিভাগের নবীন শিক্ষার্থীদের র‍্যাগিং বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের নতুন কমিটি ঘোষণা বিদেশে নতুন আগত বাংলাদেশিদের প্রতি অমানবিক আচরণ বন্ধের আহ্বান জানিয়েছেন ফজলে এলাহী সাবেক সেনাকর্মকর্তার জবানিতে পার্বত্য চট্টগ্রামে সেনাবাহিনীর প্রকৃত চিত্র কাতার–সৌদি মধ্যস্থতায় পাকিস্তানের সঙ্গে সংঘাত ‘আপাতত স্থগিত’ করল আফগানিস্তান পাকিস্তান আবারও আফগান সীমান্ত অতিক্রম করার চেষ্টা করলে আফগান বাহিনী জবাব দিতে সম্পূর্ণ প্রস্তুত বালিয়াকান্দিতে টাইফয়েড প্রতিরোধে টিকাদান কর্মসূচির উদ্বোধন ইসলামী বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সের ক্লাস করতে এসে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক কুবির তিন শিক্ষার্থী নোবিপ্রবি মডেল ইউনাইটেড নেশনস কনফারেন্সে পুরস্কার জয়ী রাজবাড়ীর কালুখালীর গুণী সংগীতশিল্পী জাহিদ হাসানের মৃত্যু

কুমিল্লায় আবিষ্কৃত ৩৫০ বছরের পুরোনো ক্ষুদ্র কোরআন

সাবাস বাংলাদেশ ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৮ বার দেখা হয়েছে

দেড় ইঞ্চি দৈর্ঘ্যের এই বিরল কোরআন মজিদ ইয়েমেন থেকে আগত এক পরিবারের উত্তরাধিকার, গবেষকদের মতে এটি ইসলামী ঐতিহ্যের অমূল্য সম্পদ

কুমিল্লায় আবিষ্কৃত হয়েছে এক বিরল ঐতিহাসিক ও ধর্মীয় নিদর্শন—প্রায় ৩৫০ বছরের পুরোনো ক্ষুদ্র কোরআন । আকারে দেড় ইঞ্চি লম্বা, এক ইঞ্চি চওড়া এবং এক-চতুর্থাংশ ইঞ্চি পুরু এ কোরআন এতটাই ছোট যে খালি চোখে এর লেখা পড়া যায় না, পড়তে হয় আতশি কাচের সাহায্যে। স্থানীয় বাসিন্দা ও গবেষকদের মতে, এটি বাংলাদেশের ইতিহাসে অন্যতম প্রাচীন ও ক্ষুদ্রতম কোরআনের কপি।

ঐতিহাসিক এই কোরআন মজিদটি বর্তমানে সংরক্ষিত রয়েছে কুমিল্লা নগরের তালপুকুরপাড় এলাকার প্রবীণ বাসিন্দা জামিল আহমেদ খন্দকারের (৭৫) কাছে। তিনি জানান, তার পূর্বপুরুষেরা ইয়েমেন থেকে ইসলাম প্রচারের উদ্দেশ্যে এ অঞ্চলে এসেছিলেন। ধারণা করা হয়, সেই পরিবারের মাধ্যমেই শত শত বছর আগে এ কোরআনটি বাংলাদেশে আসে। বাবা আবদুল মতিন খন্দকারের মৃত্যুর পর থেকে তিনি এটি যত্নসহকারে সংরক্ষণ করে আসছেন।

ঐতিহ্য গবেষক আহসানুল কবির বলেন, প্রায় ৭০০ বছর আগে কুমিল্লায় মুসলমানদের আগমন ঘটলেও এখানে মুসলিম সভ্যতার বিকাশ শুরু হয় প্রায় ২৫০ বছর আগে। তখন ইয়েমেন ও মধ্য এশিয়ার বিভিন্ন অঞ্চল থেকে সাধক ও সম্ভ্রান্ত পরিবার ইসলাম প্রচারের উদ্দেশ্যে এখানে বসতি স্থাপন করেন। জামিল আহমেদের পরিবারও সে সময় কুমিল্লায় স্থায়ী হয়। গবেষকের মতে, এ ধরনের নিদর্শন শুধু পারিবারিক নয়, বরং আঞ্চলিক ইতিহাসের সাক্ষ্য বহন করে।

ইসলামি ইতিহাস গবেষক সৈয়দ সিরাজুল ইসলাম জানান, এ ধরনের ক্ষুদ্র কোরআন মজিদ বাংলাদেশে লেখা বা ছাপা হতো না। সাধারণত ইসলামি বিশ্বের অন্য দেশ থেকে সেগুলো আনা হতো। সে সময় এটি ছিল বিরল এবং অন্যতম ক্ষুদ্র কোরআনের কপি। তিনি বলেন, আধুনিক প্রযুক্তির কল্যাণে এখন আরও ছোট সংস্করণ তৈরি সম্ভব হলেও শত শত বছর আগে এত ক্ষুদ্র কপি তৈরি করা ছিল অত্যন্ত জটিল ও বিশেষজ্ঞসুলভ কাজ।

স্থানীয় গবেষকরা মনে করেন, জামিল আহমেদের হাতে সংরক্ষিত এ কোরআন শুধু একটি ধর্মীয় গ্রন্থ নয়, বরং ইতিহাস ও ঐতিহ্যের মূল্যবান দলিল। দীর্ঘদিন ধরে নিদর্শনটি রক্ষা করায় তিনি প্রশংসা পেয়েছেন। বিশেষজ্ঞরা বলছেন, কোরআন মজিদটি সরকারিভাবে সংরক্ষণ ও প্রদর্শনের ব্যবস্থা করা হলে এটি দেশি-বিদেশি গবেষক ও পর্যটকদের জন্য আকর্ষণীয় সম্পদে পরিণত হবে।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT