কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার ১৩ বছর বয়সী হাফেজ আব্দুল্লাহ আল মুনাজ্জিদ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় দেশের সেরাদের মধ্যে শীর্ষে স্থান অর্জন করে গৌরব অর্জন করেছেন। আহলুল কুরআন ওয়াস সুন্নাহ ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক রাজধানীতে আয়োজিত এই প্রতিযোগিতায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ৩০ হাজার হাফেজ অংশগ্রহণ করেন।
কটিয়াদীর ভোগপাড়া গ্রামের ব্যবসায়ী মাসুম রানার একমাত্র সন্তান হাফেজ মুনাজ্জিদ কটিয়াদী দাওয়াতুল হক কওমি মাদ্রাসা থেকে মাত্র ১৪ মাসে কুরআনের হাফেজ হয়েছেন। বর্তমানে তিনি কিশোরগঞ্জ বত্রিশ মারকাযুল উম্মাহ তাহফিজুল কুরআন মাদ্রাসায় অধ্যয়নরত।
প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করার পর পিতা মাসুম রানা বলেন, “আমার একমাত্র ছেলে মাত্র ১৪ মাসে কুরআনের হাফেজ হয়েছেন। আমি দেশবাসীর কাছে দোয়া কামনা করছি যেন সে দেশসেরা মাওলানা হতে পারে।”
উপজেলা জামায়াতে ইসলামী কটিয়াদীর আমির অধ্যাপক মোজাম্মেল হক জোয়ারদার বলেন, “হাফেজ আব্দুল্লাহ আল মুনাজ্জিদ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করায় তাকে অভিনন্দন জানাচ্ছি। মহান আল্লাহতায়ালা তাকে দুনিয়া ও আখেরাতে সফলতা দান করুন।”
কটিয়াদী উপজেলা নির্বাহী অফিসার মাঈদুল ইসলাম বলেন, “আব্দুল্লাহ আল মুনাজ্জিদ শুধু কটিয়াদীর নয়, সমগ্র বাংলাদেশের গর্ব। জাতীয় কুরআন প্রতিযোগিতায় দেশের সেরা হওয়ায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানাচ্ছি।”