অভিনয় ও ইউটিউবের মাধ্যমে পরিচিতি পাওয়া তামিম মৃধা এখন ধর্মকর্মে মনোযোগী হয়েছেন। লম্বা দাড়ি রেখে ইসলামী জীবনাচারের পথে হাঁটছেন তিনি। নিয়মিত ইসলামিক বিষয়ক কনটেন্ট প্রকাশের পাশাপাশি সম্প্রতি সৌদি আরবে গিয়ে পবিত্র উমরাহ সম্পন্ন করেছেন।
মক্কার কাবাঘরের সামনে দাঁড়িয়ে তোলা একটি ছবি তিনি নিজের ফেসবুক পেজে পোস্ট করেছেন। সেই ছবির ক্যাপশনে তামিম লেখেন, “অনেকে জানতে চান আমার রিজিকের অবস্থা কী। আমি মনে করি, হাঁটা, কথা বলা, ঘুমানো, শান্তি পাওয়া—এগুলোই আমার রিজিক। সেই রিজিক নিয়েই আল্লাহকে সন্তুষ্ট করতে পেরেছি, এর চেয়ে বড় সুখ আর কিছু হতে পারে না।”
সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি আরো উল্লেখ করেন, “আলহামদুলিল্লাহ! দোয়া করি আল্লাহ যেন আমাদের সবাইকেই অন্তত একবার এখানে আসার তৌফিক দেন।”
চলতি বছরের শুরুর দিকে তামিমের অভিনয় ছেড়ে দেওয়ার খবর শোনা গেলেও তিনি তা আংশিকভাবে অস্বীকার করেছিলেন। তবে এরপর থেকে তাকে আর কোনো অভিনয়ে দেখা যায়নি। বর্তমানে তিনি পুরোপুরি ধর্মীয় চর্চা ও ইসলামিক কনটেন্ট তৈরিতে যুক্ত রয়েছেন।