প্রবাসী বাংলাদেশিদের ঐক্য ও কল্যাণে কাজের প্রত্যয়ে বার্সেলোনায় বাংলাদেশ এসোসিয়েশনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল স্থানীয় এক রেস্টুরেন্টে আয়োজিত এই সভায় সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ এসোসিয়েশনের সভাপতি শাহা আলম স্বাধীন। উপস্থিত ছিলেন সিনিয়র সভাপতি হারুনুর রশিদ, সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ দুলাল এবং যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন হারুন।
নেতৃবৃন্দ জানান, সংগঠনটি ‘শিক্ষা, ঐক্য, মানবসেবা, প্রবাস কল্যাণ ও অহিংসা’—এই মূল মন্ত্র নিয়ে কাজ করে যাচ্ছে। নতুন প্রবাসীদের সংগঠনে সম্পৃক্ত করা এবং তাদের কল্যাণে কার্যকর উদ্যোগ গ্রহণে সবাই একমত পোষণ করেন।
আলোচনা সভায় আরও উল্লেখ করা হয়, প্রবাসীদের অধিকার রক্ষা, সামাজিক সহযোগিতা এবং সাংস্কৃতিক কার্যক্রমের মাধ্যমে কমিউনিটিকে শক্তিশালী করাই বাংলাদেশ এসোসিয়েশনের প্রধান লক্ষ্য।
সভা শেষে প্রবাসীদের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানানো হয়।