মালয়েশিয়ায় ভয়াবহ দুর্ঘটনায় আহত বাংলাদেশের মোটরস্পোর্টস রেসার অভিক আনোয়ার - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
গ্লোবাল সামুদ ফ্লোটিলা গাজায় রওনা, ৫০টির বেশি জাহাজে মানবিক সহায়তা জাপানের শিনকোইয়া মসজিদে প্রতি রবিবার এশার পর সাপ্তাহিক ইসলামিক আলোচনা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলাকায় দফায় দফায় সংঘর্ষ, ১৪৪ ধারা জারি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সহিংসতা, ৫০ শিক্ষার্থী হাসপাতালে ভর্তি মনোনয়ন বিতরণের শেষদিনে রাকসু কার্যালয়ে ভাঙচুর করল রাবি ছাত্রদল পাগলা মসজিদের দানবাক্সে রেকর্ড ১২ কোটি ৯ লাখ টাকা তাসকিন–লিটনের ঝড়ে ডাচদের সহজে হারাল বাংলাদেশ, সিরিজে ১–০ নেতৃত্ব সাবেক ভিপি নুরের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ কেরালায় ক্যানারা ব্যাংকে গরুর মাংস নিষিদ্ধ, কর্মীদের ‘বিফ-ফেস্ট’ প্রতিবাদ ৪৮ ঘণ্টার আল্টিমেটাম: জাতীয় পার্টি নিষিদ্ধসহ তিন দফা দাবিতে গণঅধিকার পরিষদের হুঁশিয়ারি

মালয়েশিয়ায় ভয়াবহ দুর্ঘটনায় আহত বাংলাদেশের মোটরস্পোর্টস রেসার অভিক আনোয়ার

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় শনিবার, ২৬ জুলাই, ২০২৫
  • ১২৩ বার দেখা হয়েছে

মালয়েশিয়ার সেপাং ইন্টারন্যাশনাল সার্কিটে রেস চলাকালে ভয়াবহ দুর্ঘটনায় আহত হয়েছেন বাংলাদেশি মোটরস্পোর্টস রেসার অভিক আনোয়ার। বর্তমানে তিনি স্থানীয় মেডিকেল সেন্টারে চিকিৎসাধীন রয়েছেন।

শনিবার (২৬ জুলাই) দুপুরে অভিক আনোয়ারের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট দিয়ে দুর্ঘটনার বিষয়টি জানানো হয়। পেজের অ্যাডমিনের পক্ষ থেকে বলা হয়, “সেপাং ইন্টারন্যাশনাল সার্কিটে রেস ওয়ানে তার গাড়ি মারাত্মক দুর্ঘটনায় পড়ে। এই মুহূর্তে তাকে মেডিকেল সেন্টারে পরীক্ষা-নিরীক্ষা করে চিকিৎসা দেয়া হচ্ছে। তাকে প্রার্থনায় রাখুন।”

দুর্ঘটনার সময় অভিক মালয়েশিয়ান চ্যাম্পিয়নশিপ সিরিজ (Malaysia Championship Series)-এর প্রথম রেসে অংশ নিচ্ছিলেন। এ ঘটনায় রেস বন্ধ না হলেও অভিকের গাড়ি গুরুতর ক্ষতিগ্রস্ত হয় এবং রেস থেকে তিনি ছিটকে পড়েন। তাৎক্ষণিকভাবে ট্র্যাকের চিকিৎসা দল তাকে উদ্ধার করে মেডিকেল সেন্টারে নিয়ে যায়। তবে তাঁর আঘাতের মাত্রা সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।

দুর্ঘটনার কয়েক ঘণ্টা আগেই অভিক আনোয়ার ফেসবুকে এক পোস্টে কোয়ালিফাইং রাউন্ড সম্পর্কে বলেছিলেন, “গতকালের কোয়ালিফাইং ল্যাপে আমি পি‑৪ পেয়েছি। আরও ভালো হতো যদি গাড়িটা টার্ন ৫ আর টার্ন ৬‑এ হঠাৎ করে স্লাইড না করত। ইনশা আল্লাহ, আগামীকাল বাংলাদেশের জন্য পোডিয়ামে জায়গা পেতে লড়াই করব!” সেই আশাবাদের পরপরই এমন দুর্ঘটনায় ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে দুশ্চিন্তা ছড়িয়ে পড়ে।

অভিক আনোয়ার বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক মোটর রেসার হিসেবে ২০২১ সালে দুবাইয়ের এনজিকে প্রো কার চ্যাম্পিয়নশিপে বিজয় অর্জন করেন। এরপর মালয়েশিয়া, আবুধাবি ও দুবাইয়ের বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে তিনি একাধিকবার বাংলাদেশের পতাকা তুলে ধরেন। নিজস্ব কোন ট্র্যাক না থাকা সত্ত্বেও দেশের বাইরে প্রতিযোগিতায় অংশ নিয়ে তিনি মোটরস্পোর্টসে বাংলাদেশের সম্ভাবনার পথ উন্মুক্ত করেছেন।

তার দুর্ঘটনার খবরে দেশের ক্রীড়ামহলে ও সামাজিক মাধ্যমে শোক ও উদ্বেগ প্রকাশ করা হয়েছে। ফলোয়াররা দ্রুত সুস্থতা কামনা করে পোস্ট করছেন এবং তাকে প্রার্থনায় রাখার আহ্বান জানাচ্ছেন।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT