বিমান বিধ্বস্তে হতাহতের মাগফিরাত কামনায় বেরোবিতে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
জাবিতে প্রাণ রসায়ন বিভাগের নবীন শিক্ষার্থীদের র‍্যাগিং বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের নতুন কমিটি ঘোষণা বিদেশে নতুন আগত বাংলাদেশিদের প্রতি অমানবিক আচরণ বন্ধের আহ্বান জানিয়েছেন ফজলে এলাহী সাবেক সেনাকর্মকর্তার জবানিতে পার্বত্য চট্টগ্রামে সেনাবাহিনীর প্রকৃত চিত্র কাতার–সৌদি মধ্যস্থতায় পাকিস্তানের সঙ্গে সংঘাত ‘আপাতত স্থগিত’ করল আফগানিস্তান পাকিস্তান আবারও আফগান সীমান্ত অতিক্রম করার চেষ্টা করলে আফগান বাহিনী জবাব দিতে সম্পূর্ণ প্রস্তুত বালিয়াকান্দিতে টাইফয়েড প্রতিরোধে টিকাদান কর্মসূচির উদ্বোধন ইসলামী বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সের ক্লাস করতে এসে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক কুবির তিন শিক্ষার্থী নোবিপ্রবি মডেল ইউনাইটেড নেশনস কনফারেন্সে পুরস্কার জয়ী রাজবাড়ীর কালুখালীর গুণী সংগীতশিল্পী জাহিদ হাসানের মৃত্যু

বিমান বিধ্বস্তে হতাহতের মাগফিরাত কামনায় বেরোবিতে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল

মো: রবিউল ইসলাম, বেরোবি প্রতিনিধি।
  • আপডেট সময় বুধবার, ২৩ জুলাই, ২০২৫
  • ১৬৯ বার দেখা হয়েছে

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি)। এ দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় বিশ্ববিদ্যালয়ে আয়োজিত হয় বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল।

মঙ্গলবার (২২ জুলাই) বাদ যোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এ আয়োজন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী, রেজিস্ট্রার মো. হারুন-অর-রশিদ, প্রক্টর ড. মো. ফেরদৌস রহমান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালকসহ বিভিন্ন অনুষদের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং শিক্ষার্থীরা।

দোয়া পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের খতিব ড. রকিব উদ্দিন আহাম্মেদ। তিনি বলেন, “এই দুর্ঘটনায় যেসব শিশু ও মানুষ নিহত হয়েছেন, আমরা তাদের জন্য আল্লাহর কাছে মাগফিরাত প্রার্থনা করি এবং যারা আহত হয়েছেন, তাদের দ্রুত সুস্থতা কামনা করি।” তিনি আরও বলেন, “জাতীয় জীবনে এমন শোকাবহ ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, সেজন্য আমাদের সকলকে সচেতন হতে হবে।”

এ সময় দেশের সার্বিক শান্তি, অগ্রগতি ও স্থিতিশীলতা কামনায় এবং সব ধরনের দুর্ঘটনা থেকে জাতিকে রক্ষা করার জন্যও মহান আল্লাহর দরবারে বিশেষ দোয়া করা হয়।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT