'তুমি কে আমি কে, জঙ্গী জঙ্গী; কে বলেছে কে বলেছে, স্বৈরাচারের সঙ্গী' স্লোগানে প্রকম্পিত বাইতুল মোকাররম - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
পাগলা মসজিদের দানবাক্সে রেকর্ড ১২ কোটি ৯ লাখ টাকা তাসকিন–লিটনের ঝড়ে ডাচদের সহজে হারাল বাংলাদেশ, সিরিজে ১–০ নেতৃত্ব সাবেক ভিপি নুরের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ কেরালায় ক্যানারা ব্যাংকে গরুর মাংস নিষিদ্ধ, কর্মীদের ‘বিফ-ফেস্ট’ প্রতিবাদ ৪৮ ঘণ্টার আল্টিমেটাম: জাতীয় পার্টি নিষিদ্ধসহ তিন দফা দাবিতে গণঅধিকার পরিষদের হুঁশিয়ারি ভিপি নূরের ওপর হামলা সেনা নেতৃত্বে: পিনাকী যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা: ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের জাতিসংঘে যোগ দেওয়ার পথ বন্ধ নিখোঁজ দুই শিক্ষার্থীর সন্ধানের দাবিতে ইবিতে ছাত্রশিবিরের মানববন্ধন কিশোরগঞ্জ পাগলা মসজিদের দানবাক্সতে ৩২ বস্তা টাকা ও শেখ হাসিনাকে নিয়ে লেখা সহ নানান চিরকুট ডাকসু নির্বাচনে ঢাকা বিশ্ববিদ্যালয় চার দিন ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা

‘তুমি কে আমি কে, জঙ্গী জঙ্গী; কে বলেছে কে বলেছে, স্বৈরাচারের সঙ্গী’ স্লোগানে প্রকম্পিত বাইতুল মোকাররম

মোস্তফা কামাল সিফাত, আলতাফ হোসাইন, রাইয়ান ফাইজ (ঢাকা প্রতিনিধি)
  • আপডেট সময় শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫
  • ২২১ বার দেখা হয়েছে
বাইতুল মোকাররমের দক্ষিণ গেট থেকে মিথ্যা জঙ্গীমামলার বিরুদ্ধে প্রতিবাদ সভা ও মিছিল
বাইতুল মোকাররমের দক্ষিণ গেট থেকে বের হওয়া মিথ্যা জঙ্গীমামলার বিরুদ্ধে প্রতিবাদ সভা ও মিছিল এর সম্মুখভাগ

আজ ১৮ জুলাই জুমার নামাজের পর রাজধানীর বাইতুল মোকাররম মসজিদের দক্ষিণ গেইটে ইসলামপ্রিয় জনতার এক বিশাল বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সম্প্রতি আসিফ আদনান, মাওলানা জাকারিয়া মাসুদ, মাওলানা রেজাউল করিম আবরার প্রমুখ কয়েকজন বিশিষ্ট ইসলামি ব্যক্তিত্বের নামে জঙ্গী সংশ্লিষ্টতার অভিযোগে সাভার মডেল থানায় করা পুলিশ পরিদর্শক আব্দুল মান্নানের মিথ্যা মামলার জেরে ফুঁসে ওঠে দেশের সর্বস্তরের ইসলামপ্রিয় জনতা। এর প্রেক্ষিতে  জনপরিসরে ইসলামের অবস্থান সংকুচিত করার ষড়যন্ত্রের বিরুদ্ধে এই কর্মসূচির আয়োজন করা হয়।

সমাবেশে অংশগ্রহণকারীরা মুখর ছিলেন বিভিন্ন স্লোগানে। বিশেষ করে “তুমি কে আমি কে, জঙ্গি জঙ্গি; কে বলেছে কে বলেছে, স্বৈরাচারের সঙ্গী” শ্লোগানটি সবার মুখে মুখে ফিরতে থাকে।

বক্তারা অভিযোগ করেন, সাম্প্রতিক সময়ে দেশের একাধিক ধর্মভিত্তিক ও ইসলামপন্থী ব্যক্তিত্ব ও সংগঠনের বিরুদ্ধে “জঙ্গি” তকমা দিয়ে মিথ্যা মামলা দায়ের করা হচ্ছে, যা রাজনৈতিক প্রতিহিংসা ও ধর্মীয় চেতনার বিরুদ্ধে একপ্রকার ঘৃণ্য অপপ্রয়াস। এতে একদিকে যেমন নিরপরাধ ইসলামপ্রিয় নাগরিকদের মানহানি ঘটছে, অন্যদিকে রাষ্ট্রীয় নিরাপত্তা ব্যবস্থার বিশ্বাসযোগ্যতাও প্রশ্নবিদ্ধ হচ্ছে।

এই প্রতিবাদ সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জনপ্রিয় ইসলামী অ্যাক্টিভিস্ট আসিফ আদনান, ডা. মেহেদী হাসান, মাওলানা আহমেদ রফিক সহ আরো কয়েকজন।  ইসলামপন্থী এই মহলটি মনে করছেন, জাতিসংঘের মানবাধিকার অফিস স্থাপন নিয়ে আপত্তি উত্থাপনের প্রেক্ষিতেই নতুন করে জঙ্গী নাটক শুরু করার চেষ্টা চলছে। এই অফিস স্থাপন হয়ে গেলে এসব নাটক আরো বেগবান হবে। সম্প্রতি তিনজন জনপ্রিয় ইসলামি ব্যক্তিত্বকে মিথ্যা জঙ্গী মামলায় ফাঁসানোর চেষ্টাটি মূলত আমেরিকান এজেন্ডা বাস্তবায়নের পথে ইসলামপন্থীদের বিরোধিতাকে দমন করার অংশ।

বিক্ষোভকারীরা আরও দাবি করেন, ইসলামের বিরুদ্ধে এই ‘সফট টার্গেটিং’ বন্ধ করতে হবে এবং মিথ্যা মামলাগুলো তদন্ত সাপেক্ষে বাতিল করতে হবে।

মাওলানা আহমেদ রফিকের বক্তব্যের মাধ্যমে এই বিক্ষোভ সমাবেশের শেষ হয়। তিনি তার বক্তব্যে সবাইকে সমাবেশ শেষে শান্তিপূর্ণভাবে ঘরে ফিরে যাওয়ার অনুরোধ জানান। শেষপর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবেই বিক্ষোভ মিছিলটি শেষ হয়।

এই কর্মসূচি সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক আলোচনা তৈরি করেছে। সংশ্লিষ্ট মহলের দাবি, “ইসলামের বিরুদ্ধে এই অব্যাহত বৈষম্যমূলক আচরণ বন্ধ না হলে আগামী দিনগুলোতে গণপ্রতিরোধ আরও তীব্র হবে।”

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT