আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলছেন আন্দ্রে রাসেল - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
গাজায় ত্রাণ নেওয়ার সময় ইসরায়েলি বাহিনীর হামলায় প্রাণ গেল ৭১ জনের জাতিসংঘের মানবাধিকার কমিশন বাংলাদেশে এলজিবিটিকিউ নিয়ে কাজ করবে: মিলল গোপন প্রমাণ ইরানের সঙ্গে বাণিজ্যে ভারতের ৬ প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা লালমনিরহাট বিমানবন্দর চালুর উদ্যোগ – ভূরাজনৈতিক শঙ্কা ও অর্থনৈতিক সম্ভাবনার যুগপৎ জাগরণ রোহিঙ্গাদের ওপর আরাকান আর্মির নির্মম নির্যাতনের তথ্য, ভয়াবহ মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ শেষ হলো বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়া ‘এক্সারসাইজ টাইগার লাইটনিং-২০২৫’ পর্তুগালে ভয়াবহ দাবানল: সাতজনের মৃত্যু, বহু এলাকা পুড়েছে সাপে কেটেছিল এক সাপুড়েকে, সেই সাপই কাঁচা চিবিয়ে খেলেন আরেক সাপুড়ে পাকিস্তানের সঙ্গে তেল উন্নয়ন চুক্তির ঘোষণা প্রেসিডেন্ট ট্রাম্পের শেরপুরে মাছরাঙা টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলছেন আন্দ্রে রাসেল

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
  • ৮৩ বার দেখা হয়েছে

১৭ জুলাই ২০২৫

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর সিদ্ধান্ত নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের তারকা অলরাউন্ডার আন্দ্রে রাসেল। ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে চলমান পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচ খেলে আন্তর্জাতিক মঞ্চ থেকে সরে দাঁড়াবেন তিনি। এই তথ্য নিশ্চিত করেছে ইএসপিএন ক্রিকইনফো।

২০১০ সালের নভেম্বরে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টের মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় রাসেলের। যদিও সেটিই ছিল তার একমাত্র টেস্ট ম্যাচ। এরপর ওয়ানডেতে ৫৬ এবং টি-টোয়েন্টিতে ৮৪ ম্যাচ খেলেছেন এই ক্যারিবীয় অলরাউন্ডার। ২০১২ ও ২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী ওয়েস্ট ইন্ডিজ দলের সদস্য ছিলেন তিনি।

জাতীয় দলের হয়ে খুব বেশি সময় নিয়মিত খেলতে না পারলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নিজেকে সাফল্যের সঙ্গে প্রতিষ্ঠিত করেছেন রাসেল। দীর্ঘ দেড় দশকের ক্যারিয়ারে জাতীয় দলের হয়ে খুব বেশি ম্যাচ খেলতে না পারার অন্যতম কারণও ছিল ফ্র্যাঞ্চাইজি লিগে তার ব্যস্ততা।

২০১৯ সালে ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নেন তিনি। এরপর থেকে কেবল টি-টোয়েন্টিতেই মাঠে দেখা গেছে তাকে। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৭৩ ইনিংসে তার সংগ্রহ ১ হাজার ৭৮ রান, স্ট্রাইকরেট ১৬৩.০৮। পাশাপাশি বল হাতে নিয়েছেন ৬৩টি উইকেট।

অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজকে সামনে রেখে ১৬ সদস্যের দল ঘোষণা করেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ। দলে জায়গা পেয়েছেন রাসেলও। পাশাপাশি প্রথমবারের মতো টি-টোয়েন্টি দলে ডাক পেয়েছেন জেদাইয়া ব্লেডস ও জুয়েল অ্যান্ড্রু।

সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে ২১ জুলাই। পরবর্তী ম্যাচগুলো হবে ২৩, ২৬, ২৭ এবং ২৯ জুলাই।

অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ওয়েস্ট ইন্ডিজ দল:

শাই হোপ (অধিনায়ক), জুয়েল অ্যান্ড্রু, জেদাইয়া ব্লেডস, রোস্টন চেজ, ম্যাথু ফোর্ড, শিমরন হেটমায়ার, জেসন হোল্ডার, আকিল হোসেইন, আলজারি জোসেফ, ব্র্যান্ডন কিং, এভিন লুইস, গুডাকেশ মোটি, রোভম্যান পাওয়েল, আন্দ্রে রাসেল, শেরফেন রাদারফোর্ড, রোমারিও শেফার্ড।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT