আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলছেন আন্দ্রে রাসেল - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
তারেক রহমান: জুলাই গণ অভ্যুত্থানের শহীদ-আহতদের জন্য নতুন বিভাগ হবে ২০২৬ হজের জন্য হজযাত্রীদের টিকাদান কার্যক্রম শুরু আলিফ হত্যা মামলা- চিন্ময় কৃষ্ণ দাসসহ ৩৯ জনের বিরুদ্ধে চার্জ গঠন, বিচার শুরু বাংলাদেশ-চীন মৈত্রী হাসপাতাল: উচ্চপর্যায় বৈঠকে অগ্রগতি ও দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদার ২১ জানুয়ারির মধ্যে সিদ্ধান্ত চাইছে আইসিসি, ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ভাগ্য অনিশ্চিত মাগুরার চিত্রা নদী থেকে উদ্ধার মুঘল আমলের তরবারি, প্রত্নতত্ত্ব অধিদপ্তরে হস্তান্তরের সিদ্ধান্ত দক্ষিণ স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা: লাইনচ্যুতি ও সংঘর্ষে নিহত ২১, আহত শতাধিক দীর্ঘ ২৬ বছর পর কুড়িগ্রাম সরকারি কলেজ রিপোর্টার্স ক্লাবের আহ্বায়ক কমিটি ঘোষণা জম্মু-কাশ্মীরে বন্দুকযুদ্ধে সাত ভারতীয় সেনা আহত নির্বাহী ম্যাজিস্ট্রেটকে বৃদ্ধাঙ্গুলি: ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের প্রার্থী রুমিন ফারহানাকে তলব

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলছেন আন্দ্রে রাসেল

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
  • ১৯৪ বার দেখা হয়েছে

১৭ জুলাই ২০২৫

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর সিদ্ধান্ত নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের তারকা অলরাউন্ডার আন্দ্রে রাসেল। ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে চলমান পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচ খেলে আন্তর্জাতিক মঞ্চ থেকে সরে দাঁড়াবেন তিনি। এই তথ্য নিশ্চিত করেছে ইএসপিএন ক্রিকইনফো।

২০১০ সালের নভেম্বরে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টের মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় রাসেলের। যদিও সেটিই ছিল তার একমাত্র টেস্ট ম্যাচ। এরপর ওয়ানডেতে ৫৬ এবং টি-টোয়েন্টিতে ৮৪ ম্যাচ খেলেছেন এই ক্যারিবীয় অলরাউন্ডার। ২০১২ ও ২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী ওয়েস্ট ইন্ডিজ দলের সদস্য ছিলেন তিনি।

জাতীয় দলের হয়ে খুব বেশি সময় নিয়মিত খেলতে না পারলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নিজেকে সাফল্যের সঙ্গে প্রতিষ্ঠিত করেছেন রাসেল। দীর্ঘ দেড় দশকের ক্যারিয়ারে জাতীয় দলের হয়ে খুব বেশি ম্যাচ খেলতে না পারার অন্যতম কারণও ছিল ফ্র্যাঞ্চাইজি লিগে তার ব্যস্ততা।

২০১৯ সালে ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নেন তিনি। এরপর থেকে কেবল টি-টোয়েন্টিতেই মাঠে দেখা গেছে তাকে। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৭৩ ইনিংসে তার সংগ্রহ ১ হাজার ৭৮ রান, স্ট্রাইকরেট ১৬৩.০৮। পাশাপাশি বল হাতে নিয়েছেন ৬৩টি উইকেট।

অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজকে সামনে রেখে ১৬ সদস্যের দল ঘোষণা করেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ। দলে জায়গা পেয়েছেন রাসেলও। পাশাপাশি প্রথমবারের মতো টি-টোয়েন্টি দলে ডাক পেয়েছেন জেদাইয়া ব্লেডস ও জুয়েল অ্যান্ড্রু।

সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে ২১ জুলাই। পরবর্তী ম্যাচগুলো হবে ২৩, ২৬, ২৭ এবং ২৯ জুলাই।

অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ওয়েস্ট ইন্ডিজ দল:

শাই হোপ (অধিনায়ক), জুয়েল অ্যান্ড্রু, জেদাইয়া ব্লেডস, রোস্টন চেজ, ম্যাথু ফোর্ড, শিমরন হেটমায়ার, জেসন হোল্ডার, আকিল হোসেইন, আলজারি জোসেফ, ব্র্যান্ডন কিং, এভিন লুইস, গুডাকেশ মোটি, রোভম্যান পাওয়েল, আন্দ্রে রাসেল, শেরফেন রাদারফোর্ড, রোমারিও শেফার্ড।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT