বদর হয়েছে ,তুমি না হয় আজ মুসলিম থাকতে না -মুফতি হারুন ইজহার - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
‘এক কিডনির গ্রাম’– বাংলাদেশ থেকে ভারতে অঙ্গ পাচারের ভয়াবহ চিত্র গোপালগঞ্জে এনসিপি কর্মসূচিতে ভয়াবহ হামলা, সেনা-পুলিশের হস্তক্ষেপেও নিয়ন্ত্রণে আসেনি পরিস্থিতি ইসির ওয়েবসাইটে নেই ‘নৌকা’ প্রতীক তারবিহীন বিদ্যুৎ আর কল্পবিজ্ঞান নয়, বাস্তব হলো টেসলার স্বপ্ন বাংলাদেশ থেকে বিশ্ব দরবারে “কর্মঠ”: অ্যাকাউন্টিঙে বাজিমাত গাজী জিশানের আজ ‘জুলাই শহীদ দিবস’ ভুয়া ফটোকার্ডে ভুগছে গণমাধ্যম, পথ দেখাচ্ছে সাবাস বাংলাদেশ এর স্মার্ট ফটোকার্ড  আসিফ আদনানদের নামে জিহাদি সংশ্লিষ্টতার অভিযোগে মামলা: আবারও জঙ্গী কার্ড? ভাড়ার তর্কে ইবি ছাত্রীকে মারধরের অভিযোগ, জনি পরিবহনের বাস আটক টিটিপি সংশ্লিষ্টতার ধুয়ো তুলে ইসলামপন্থী যুবকদের মামলা-গ্রেফতার হয়রানি: জঙ্গী নাটকের নতুন অধ্যায়

বদর হয়েছে ,তুমি না হয় আজ মুসলিম থাকতে না -মুফতি হারুন ইজহার

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫
  • ৩১ বার দেখা হয়েছে

আজ ঐতিহাসিক বদর প্রান্তর সফর করেছেন বাংলাদেশের প্রখ্যাত আলেম ও হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নেতা মুফতি হারুন ইজহার। মহান ইসলামী ইতিহাসের প্রথম যুদ্ধ — বদরের স্মৃতিবহ এই ভূমিতে গিয়ে তিনি কুরআনের বদর-সম্পর্কিত আয়াতসমূহ তেলাওয়াত করেন এবং মুসলমানদের জন্য দোয়া করেন।

মুফতি হারুন ইজহার সফরকালে বলেন,
“বদর এমন একটি ঘটনা, যা ছাড়া ইসলামের ইতিহাস অসম্পূর্ণ। এখানে যারা শাহাদত বরণ করেছেন, তারা ইসলামের সত্যতা ও আল্লাহর পথে আত্মত্যাগের অনন্য দৃষ্টান্ত। আজকের দিনে আমরা যারা নিজেদের মুসলমান দাবি করি, তারা যদি বদরের চেতনা ভুলে যাই — তবে মুসলিম থাকার দাবি কতটা সত্য, সেটা ভেবে দেখা দরকার।”

তিনি আরও বলেন,
“বদর না হলে মুসলিম জাতির অস্তিত্বই থাকত না। আমরা আজ মুসলিম হতে পারতাম না। তাই এই প্রান্তরে এসে আয়াত তেলাওয়াত করে আমি সেই শহীদদের প্রতি শ্রদ্ধা জানালাম, যারা ইসলামের বিজয়ের বীজ বপন করেছিলেন।”

এই সফরে তিনি বদরের মূল যুদ্ধে অংশগ্রহণকারী সাহাবাদের সমাধি পরিদর্শন করেন এবং সেখানে দীর্ঘক্ষণ মোনাজাতে অংশ নেন। সফরকালে তার সঙ্গে ছিলেন কয়েকজন প্রবাসী বাংলাদেশি, সৌদি আরবে অবস্থানরত ইসলামিক স্কলার এবং স্থানীয় প্রশাসনের প্রতিনিধিরা।

উল্লেখ্য, ৬২৪ খ্রিস্টাব্দে হিজরির ১৭ রমজান তারিখে বদরের যুদ্ধে ৩১৩ জন সাহাবা অংশ নেন, যারা কুরাইশদের প্রায় এক হাজার সৈন্যের মোকাবিলা করে বিজয় লাভ করেন। এ যুদ্ধ ছিল হক ও বাতিলের প্রথম মুখোমুখি সংঘর্ষ, যা ইসলামের ইতিহাসে মাইলফলক হয়ে আছে।

মুফতি হারুন ইজহারের এই সফর বদরের চেতনা নতুন করে মুসলমানদের মাঝে জাগিয়ে তুলবে বলে আশা প্রকাশ করেছেন অনেকে।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT