এক মাসের মধ্যে চালু হতে যাচ্ছে ডিজিটাল পেমেন্ট সেবা ‘গুগল পে’ - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:

এক মাসের মধ্যে চালু হতে যাচ্ছে ডিজিটাল পেমেন্ট সেবা ‘গুগল পে’

সাবাস বাংলাদেশ ডেস্ক
  • আপডেট সময় শুক্রবার, ৩০ মে, ২০২৫
  • ২৮ বার দেখা হয়েছে

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানিয়েছেন, বিশ্বব্যাপী ব্যবহৃত জনপ্রিয় ডিজিটাল পেমেন্ট সেবা ‘গুগল পে’ খুব শিগগিরই বাংলাদেশে চালু হতে যাচ্ছে।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি জানান, বহু প্রতীক্ষার পর ‘গুগল পে’ আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে যাত্রা শুরু করতে যাচ্ছে।

তিনি আরও বলেন, আগামী এক মাসের মধ্যেই এই সেবা দেশের ডিজিটাল লেনদেন ব্যবস্থায় যুক্ত হবে। এতে করে স্মার্টফোন ব্যবহারকারীরা তাদের মোবাইল ডিভাইসকেই একটি পূর্ণাঙ্গ ডিজিটাল ওয়ালেট হিসেবে ব্যবহার করতে পারবেন।

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানান, এই সুবিধা চালুর ফলে ব্যবহারকারীদের জন্য ডেবিট বা ক্রেডিট কার্ড বহনের প্রয়োজন অনেকটা হ্রাস পাবে।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT