নোটিশ:
শিরোনামঃ
পেহেলগাম হামলা: উপমহাদেশে অশান্তির নতুন ইন্ধন? সরকারপ্রধান হিসেবে প্রথমবার চট্টগ্রাম যাচ্ছেন ড. মুহাম্মদ ইউনূস আমিরাতকে ১৪০ কোটি ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের জামায়াতের নিবন্ধন ফিরে পেতে আপিলের শুনানি শুরু টেকনাফে আরাকান আর্মির হামলা: দুইজন গুলিবিদ্ধ, তিনজনকে ধরে নিয়ে গেল বিদ্রোহীরা যুদ্ধ বলিউড সিনেমা নয়, বাস্তবের বিভীষিকা— সাবেক ভারতীয় সেনাপ্রধান অভিযোগ করতে গিয়ে হাজতে! গ্রেপ্তার আওয়ামী লীগ নেতা ঈদকে সামনে রেখে আগামী দুই শনিবার খোলা থাকবে শেয়ারবাজার বিদ্যুৎ খাতে দুর্নীতির অভিযোগ: ১৭২ বিদ্যুৎ কেন্দ্রের তথ্য চেয়েছে দুদক নিষিদ্ধ সংগঠন ঘোষণা আজ, আওয়ামী লীগের পক্ষে অনলাইনে সক্রিয় থাকলেই শাস্তি

ছাত্রদের ডাবল অ্যাবসেন্টের হুমকি দেওয়া সেই ড্যাফোডিল শিক্ষিকা বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় সোমবার, ৭ এপ্রিল, ২০২৫
  • ৪২ বার দেখা হয়েছে

গাজায় চলমান আগ্রাসনের বিরুদ্ধে ‘গ্লোবাল স্ট্রাইক ফর গাজা’ কর্মসূচিতে সংহতি জানিয়ে ক্লাস বর্জনকারী শিক্ষার্থীদের ডাবল অ্যাবসেন্ট দেওয়ার হুমকি দেওয়ার পর ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি(ডিআইইউ) প্রভাষক তাহমিনা রহমানকে বরখাস্ত করেছে।

বিশ্ববিদ্যালয়ের মুখপাত্র ও এক্সটার্নাল অ্যাফেয়ার্সের পরিচালক অধ্যাপক সৈয়দ মিজানুর রহমান রাজু সোমবার (৭ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করে বলেন, “তাহমিনা রহমানকে আপাতত সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে তাকে স্থায়ীভাবে বরখাস্ত করা হবে।” তিনি জানান, তাহমিনা বিশ্ববিদ্যালয়ের খণ্ডকালীন প্রভাষক ছিলেন এবং আজ থেকেই তার সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সব ধরনের সম্পর্ক শেষ হলো।

এর আগে ফিলিস্তিনের পাশে সংহতি জানিয়ে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ‘নো ওয়ার্ক, নো স্কুল’ কর্মসূচির অংশ হিসেবে ক্লাস বর্জনের ডাক দেয়। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরাও কর্মসূচিতে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিলে তাহমিনা রহমান একটি শিক্ষার্থী গ্রুপে জানিয়ে দেন—ক্লাসে উপস্থিত না হলে তাদের ডাবল অ্যাবসেন্ট দেখানো হবে। এ সংক্রান্ত একটি স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়।

পরবর্তীতে তাহমিনা রহমান মধ্যরাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে ভুল স্বীকার করে ক্ষমা চান। তবে তীব্র প্রতিক্রিয়ার মুখে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাকে বরখাস্ত করার সিদ্ধান্ত নেয়।

 

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT