ভারতকে হারানোর নীলনকশা আঁকছেন হামজা-কাবেরেরা - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
ত্রয়োদশ জাতীয় নির্বাচনে অংশ নিতে পারবে না আওয়ামী লীগ: প্রধান উপদেষ্টা ইউনূস হাসিনার ফাঁসির রায়ে শেকৃবিতে মিষ্টিমুখ ও আনন্দ মিছিল নষ্ট মোবাইল দান কর্মসূচিতে বেকার যুবকদের দক্ষতা উন্নয়নে আস-সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগ সৌদি আরব বলেছে, “স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র” ছাড়া ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক হবে না জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়কে স্বাগত জানিয়ে ছাত্রশিবিরের মিছিল হাসিনার মৃত্যুদণ্ডের রায়ে প্রতিক্রিয়া: ন্যায়বিচার নিশ্চিত হয়েছে দাবি হেফাজতে ইসলামের কুবিতে আইইএলটিএস প্রস্তুতি বিষয়ক ওয়ার্কশপ অনুষ্ঠিত কুবিতে প্রোগ্রামিং ও সমস্যা সমাধান কর্মশালা অনুষ্ঠিত বুটেক্স হলগুলোতে মশার ভয়াবহ উপদ্রব, ডেঙ্গুতে বহু শিক্ষার্থী আক্রান্ত ইসলামী বিশ্ববিদ্যালয়ে ‘Allama Iqbal’s Theory of Khudi’ শীর্ষক আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত

ভারতকে হারানোর নীলনকশা আঁকছেন হামজা-কাবেরেরা

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বুধবার, ১৯ মার্চ, ২০২৫
  • ১২১ বার দেখা হয়েছে
ভারতকে হারানোর নীলনকশা,বাংলাদেশ দল, হামজা চৌধুরী, কোচ হাভিয়ের কাবরেরা, ভারত বনাম বাংলাদেশ, সুনীল ছেত্রী, বসুন্ধরা কিংস অ্যারেনা, শিলং ম্যাচ, এশিয়ান কাপ, জাতীয় দল, ইংলিশ ফুটবল অভিজ্ঞতা, ফুটবলপ্রেমী, জাতীয় স্টেডিয়াম, বাংলাদেশ বনাম ভারত ফুটবল, প্রস্তুতি, ফুটবল কৌশল, মিডফিল্ডার, আত্মবিশ্বাস, বিজয়ের পরিকল্পনা, ফুটবল উন্মাদনা, শক্তিশালী দল

বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে ভারত যত শক্তিশালীই হোক, তাদের বিপক্ষে জয় পেতে চায় বাংলাদেশ দল। সাধারণত প্রতিপক্ষের বিরুদ্ধে আত্মবিশ্বাসী মন্তব্যের চেয়ে চোখে চোখ রেখে লড়াইয়ের কথাই বেশি শোনা যায়। তবে এবার ব্যতিক্রম দেখা গেল কোচ হাভিয়ের কাবরেরার কণ্ঠে।

সৌদি আরবে ক্যাম্প শেষ করে দেশে ফিরে স্প্যানিশ কোচ বললেন, “হামজার সঙ্গে দেখা করার অপেক্ষায় আছি। তার সঙ্গে বসে ভারতকে হারানোর কৌশল ঠিক করতে হবে।” তার এই মন্তব্যে ফুটবলারদের দৃঢ় মনোবলই ফুটে উঠেছে।

এর আগেই দেশে পা রেখে বাংলাদেশ দলের নতুন তারকা ফুটবলার হামজা চৌধুরী আত্মবিশ্বাসী কণ্ঠে বলেছেন, “ইনশাআল্লাহ আমরা উইন খরমু।” ইংল্যান্ডের শেফিল্ড ইউনাইটেডের হয়ে মাত্র ৯০ মিনিটের ম্যাচ খেলে দেশে ফেরা এই মিডফিল্ডার বাংলাদেশের শক্তি বাড়িয়ে দেবে বলে মনে করছেন কোচ কাবরেরা।

ভারতকে হারানোর আত্মবিশ্বাস

ভারত ফুটবলে উচ্চাভিলাষী এবং এই অঞ্চলের অন্যান্য দলের তুলনায় বেশ এগিয়ে। নিয়মিত এশিয়ান কাপে খেলার অভিজ্ঞতা রয়েছে তাদের, সঙ্গে রয়েছে সুনীল ছেত্রীর মতো অভিজ্ঞ স্ট্রাইকার। তবে হামজা এই দলকে খুব বেশি বিশ্লেষণ করার প্রয়োজন মনে করছেন না। তার মতে, “এই দলকে হারাতে সমস্যা হবে না।”

হামজার যোগদান দলকে আরও অনুপ্রাণিত করছে। কোচ কাবরেরাও বলছেন, “হামজার অন্তর্ভুক্তি আমাদের দলকে অনেক শক্তিশালী করবে। ইউরোপ ও প্রিমিয়ার লিগের অভিজ্ঞতা নিয়ে আসা এই ফুটবলার মাঠে পার্থক্য গড়ে দিতে পারে।”

সুনীল ছেত্রীর প্রত্যাবর্তন ও উত্তেজনার পারদ

বাংলাদেশ দলে হামজার যোগদানই ভারতকে সুনীল ছেত্রীকে দলে ফেরাতে বাধ্য করেছে বলে মনে করছেন কাবরেরা। ফলে ম্যাচের আকর্ষণ আরও বেড়েছে। আগামীকাল শিলংয়ের উদ্দেশে রওনা দেওয়ার আগে আজই বসুন্ধরা কিংস অ্যারেনায় প্রথমবারের মতো অনুশীলনে নামবেন হামজা।

এরই মধ্যে ঢাকায় এসে দলের সঙ্গে যোগ দিয়েছেন তিনি। আজ সকালে জাতীয় দলের ফটোসেশনে অংশ নেবেন এবং দুপুরে কোচ কাবরেরার সঙ্গে সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন।

জাতীয় স্টেডিয়ামের সংস্কারের কারণে বসুন্ধরা কিংস অ্যারেনাই এখন জাতীয় দলের হোম ভেন্যু হিসেবে ব্যবহৃত হচ্ছে। এই মাঠেই লেবানন, ফিলিস্তিন, মালদ্বীপ ও আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ খেলেছে বাংলাদেশ। এবার সেই একই মাঠে ইংলিশ ফুটবলের অভিজ্ঞতা নিয়ে নতুন গল্প লিখতে চলেছেন হামজা চৌধুরী।

পরশু বাংলাদেশে আসার পর থেকেই তাকে নিয়ে উন্মাদনা তুঙ্গে। সোমবার পুরো দিন গণমাধ্যম, ভক্ত ও সমর্থকদের জন্য ব্যয় করেছেন তিনি। এরপর পরিবারকে সময় দিয়েছেন, দুস্থদের মধ্যে ১০ লাখ টাকার ঈদ উপহার বিতরণ করেছেন এবং স্ত্রীকে নিয়ে গ্রামের রাস্তায় ঘুরেছেন। রাতে ঢাকায় এসে জাতীয় দলের সঙ্গে যোগ দিয়েছেন তিনি।

আগামী ম্যাচে ভারতকে হারানোর জন্য বাংলাদেশ দল প্রস্তুতি নিচ্ছে পুরো শক্তি নিয়ে। ফুটবলপ্রেমীরা এখন অপেক্ষায়, কিভাবে মাঠে লড়াই করে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে লাল-সবুজের দল।

  • দৈনিক সাবাস বাংলাদেশ এর সর্বশেষ নিউজ পড়তে ক্লিক করুন: সর্বশেষ
  • দৈনিক সাবাস বাংলাদেশ এর ফেসবুক পেজটি ফলো করুন: dailysabasbd

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT