ভূরুঙ্গামারী উপজেলার দীয়াডাংগা সীমান্তে অস্ত্র জব্দ করেছে বিজিবি - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট ভর্তি আবেদন শুরু ২৯ অক্টোবর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মেডিক্যাল সেবার সময় রাত ৮টা পর্যন্ত বাড়ানো হলো রাবিতে নবীনবরণ: শিক্ষার্থীদের সম্ভাবনা বাস্তবায়নে যুক্তি ও শৃঙ্খলার আহ্বান উপাচার্যের জাবিতে প্রাণ রসায়ন বিভাগের নবীন শিক্ষার্থীদের র‍্যাগিং বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের নতুন কমিটি ঘোষণা বিদেশে নতুন আগত বাংলাদেশিদের প্রতি অমানবিক আচরণ বন্ধের আহ্বান জানিয়েছেন ফজলে এলাহী সাবেক সেনাকর্মকর্তার জবানিতে পার্বত্য চট্টগ্রামে সেনাবাহিনীর প্রকৃত চিত্র কাতার–সৌদি মধ্যস্থতায় পাকিস্তানের সঙ্গে সংঘাত ‘আপাতত স্থগিত’ করল আফগানিস্তান পাকিস্তান আবারও আফগান সীমান্ত অতিক্রম করার চেষ্টা করলে আফগান বাহিনী জবাব দিতে সম্পূর্ণ প্রস্তুত বালিয়াকান্দিতে টাইফয়েড প্রতিরোধে টিকাদান কর্মসূচির উদ্বোধন

ভূরুঙ্গামারী উপজেলার দীয়াডাংগা সীমান্তে অস্ত্র ও মালামাল জব্দ করেছে বিজিবি

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় শনিবার, ১৫ মার্চ, ২০২৫
  • ৬০ বার দেখা হয়েছে
ভূরুঙ্গামারীতে বিজিবি জব্দ করল অস্ত্র ও অবৈধ মালামাল
ভূরুঙ্গামারীতে বিজিবি জব্দ করল অস্ত্র ও অবৈধ মালামাল

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার দিয়াডাংগা বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকা দিয়ে ভারত থেকে বাংলাদেশে পাচার হওয়া অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে বিজিবি।

কুড়িগ্রাম ২২ বিজিবি ব্যাটালিয়ন এর বিশেষ টহল দল ভারত হতে বাংলাদেশে পাচার হওয়া উক্ত অস্ত্র ও গোলাবারুদ জব্দ করেন।

শনিবার (১৫ মার্চ) প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বর্ডার গার্ড বাংলাদেশের কুড়িগ্রাম ২২ বিজিবি ব্যাটালিয়ন এর অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক, পিএসসি জানান, শুক্রবার (১৪ মার্চ) দিনগত রাত আনুমানিক ১১ টা ৫০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) এর অধীনস্থ দিয়াডাংগা বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার মেইন পিলার-৯৮৫/৩-এস এর নিকট দিয়ে ভারত থেকে বাংলাদেশের অভ্যন্তরে বিপুল পরিমান অস্ত্র ও গোলাবারুদ পাচারের তথ্য পান তারা।

উক্ত তথ্যের ভিত্তিতে অত্র ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ মাহবুব-উল-হক এর নেতৃত্বে ব্যাটালিয়ন সদর এবং দিয়াডাংগা বিওপি হতে একটি ১৯ সদস্যের বিশেষ টহল দল বর্ণিত স্থানে গমন করে কৌশলগত অবস্থান গ্রহণ করে।

পরবর্তীতে কিছু ব্যক্তিকে ভারত হতে বাংলাদেশের অভ্যন্তরে আসতে দেখে এবং তাদের আচরণবিধি সন্দেহ হওয়ায় টহলদল উক্ত ব্যক্তিদেরকে আটকের নিমিত্তে ধাওয়া করে। তখন তাদের সাথে থাকা মালামাল ফেলে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়।

অতঃপর টহলদল উক্ত স্থানে তল্লাশী অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ৫টি ভারতীয় NX-200 ATHENA গান, ১টি ভারতীয় পিষ্টন এ্যাসেম্বলি, ৩৩,১০০ পিস ভারতীয় সিসা গুলি এবং ১টি হিরো ইগনেটর মোটরসাইকেল (১২৫ সিসি) আটক করতে সক্ষম হয়। যার সিজার মূল্য-৮,২৬,২০০/- (আট লক্ষ ছাব্বিশ হাজার দুইশত) টাকা।

পরে সেসব অস্ত্র ও মালামাল জব্দ করা হয়েছে।

আমাদের পথ চলায় সঙ্গী হন আপনিও:

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT