টিকটকে পরিচয়ে প্রবাসীর স্ত্রী উধাও, সঙ্গে টাকা ও স্বর্ণালংকার - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
তারেক রহমান: জুলাই গণ অভ্যুত্থানের শহীদ-আহতদের জন্য নতুন বিভাগ হবে ২০২৬ হজের জন্য হজযাত্রীদের টিকাদান কার্যক্রম শুরু আলিফ হত্যা মামলা- চিন্ময় কৃষ্ণ দাসসহ ৩৯ জনের বিরুদ্ধে চার্জ গঠন, বিচার শুরু বাংলাদেশ-চীন মৈত্রী হাসপাতাল: উচ্চপর্যায় বৈঠকে অগ্রগতি ও দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদার ২১ জানুয়ারির মধ্যে সিদ্ধান্ত চাইছে আইসিসি, ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ভাগ্য অনিশ্চিত মাগুরার চিত্রা নদী থেকে উদ্ধার মুঘল আমলের তরবারি, প্রত্নতত্ত্ব অধিদপ্তরে হস্তান্তরের সিদ্ধান্ত দক্ষিণ স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা: লাইনচ্যুতি ও সংঘর্ষে নিহত ২১, আহত শতাধিক দীর্ঘ ২৬ বছর পর কুড়িগ্রাম সরকারি কলেজ রিপোর্টার্স ক্লাবের আহ্বায়ক কমিটি ঘোষণা জম্মু-কাশ্মীরে বন্দুকযুদ্ধে সাত ভারতীয় সেনা আহত নির্বাহী ম্যাজিস্ট্রেটকে বৃদ্ধাঙ্গুলি: ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের প্রার্থী রুমিন ফারহানাকে তলব

টিকটকে পরিচয়ে প্রবাসীর স্ত্রী উধাও, সঙ্গে টাকা ও স্বর্ণালংকার

জাহিদুর রহিম মোল্লা (রাজবাড়ী থেকে)
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫
  • ৯৩ বার দেখা হয়েছে
থানায় অভিযোগ দায়ের পত্র
থানায় অভিযোগ দায়ের পত্র

রাজবাড়ীর বালিয়াকান্দিতে টিকটকে পরিচয়ের সূত্র ধরে প্রেমের সম্পর্ক গড়ে তুলে এক প্রবাসীর নববধূ ঘর ছেড়েছেন প্রেমিকের সঙ্গে। যাওয়ার সময় স্বামীর পাঠানো ৫ লাখ টাকা ও স্বর্ণালংকারও নিয়ে গেছেন তিনি।

ঘটনাটি ঘটেছে বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের দক্ষিণবাড়ী গোয়ালপাড়া গ্রামে। ভুক্তভোগী স্বামী মালয়েশিয়া প্রবাসী মো. শাহ আলম হোসেন।

পরিবার সূত্রে জানা গেছে, বিয়ের পর স্ত্রী রিয়া মনিকে (১৯) বাড়িতে রেখে মালয়েশিয়া চলে যান শাহ আলম। কিছুদিন আগে স্ত্রীর কথামতো বাড়ি নির্মাণের জন্য তিনি ৫ লাখ টাকা পাঠান। কিন্তু এর মধ্যেই মোবাইলে পরিচয় হয় বগুড়ার শিবগঞ্জ উপজেলার সিহালী গ্রামের টিকটকার ফারুকের সঙ্গে। পরিচয়ের সূত্র ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং নিয়মিত মেসেঞ্জারে কথা হতে থাকে। গত ৯ ফেব্রুয়ারি সকালে রিয়া মনি তার মা ফরিদা বেগমের সঙ্গে বাবার বাড়িতে যাওয়ার কথা বলে শ্বশুরবাড়ি থেকে বের হন। বিকেলে ফেরার কথা থাকলেও আর ফেরেননি। খোঁজ নিতে গিয়ে জানা যায়, তিনি সেখানে নেই।

শাহ আলমের ভাই মোঃ মনির হোসেন জানান, আমার ভাই বিদেশ থেকে ফোন করে স্ত্রীর খোঁজ নিতে গেলে জানতে পারে, রিয়া তার বান্ধবীর বাড়িতে গেছে। কিন্তু পরে ফোন বন্ধ পাওয়া যায়। এরপর ভায়ের শ্বশুরবাড়িতে গিয়ে জানতে পারি, সে নাকি খালার বাড়ি ঝিনাইদহ গেছে। কিন্তু খালার ফোন নম্বর চাইলে দিতে পারেনি কেউ। পরে আমরা খোঁজ নিয়ে দেখি, ঘর থেকে ৫ লাখ টাকা ও প্রায় ৩.৫ লাখ টাকার স্বর্ণালংকারও উধাও। এ ঘটনায় গত ১১ ফেব্রুয়ারি মনির হোসেন বালিয়াকান্দি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তবে এখনও পর্যন্ত নববধূর সন্ধান পাওয়া যায়নি।

বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) জামাল উদ্দিন বলেন, অভিযোগ পেয়েছি। একজন অফিসারকে দায়িত্ব দেওয়া হয়েছে। নববধূ উদ্ধারের কাজ চলছে।

  • দৈনিক সাবাস বাংলাদেশ এর সর্বশেষ নিউজ পড়তে ক্লিক করুন: সর্বশেষ
  • দৈনিক সাবাস বাংলাদেশ এর ফেসবুক পেজটি ফলো করুন: dailysabasbd

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT