জয়পুরহাটে রহস্যময় আততায়ীর আবির্ভাব: একের পর এক মানুষ খুন- দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
তারেক রহমান: জুলাই গণ অভ্যুত্থানের শহীদ-আহতদের জন্য নতুন বিভাগ হবে ২০২৬ হজের জন্য হজযাত্রীদের টিকাদান কার্যক্রম শুরু আলিফ হত্যা মামলা- চিন্ময় কৃষ্ণ দাসসহ ৩৯ জনের বিরুদ্ধে চার্জ গঠন, বিচার শুরু বাংলাদেশ-চীন মৈত্রী হাসপাতাল: উচ্চপর্যায় বৈঠকে অগ্রগতি ও দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদার ২১ জানুয়ারির মধ্যে সিদ্ধান্ত চাইছে আইসিসি, ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ভাগ্য অনিশ্চিত মাগুরার চিত্রা নদী থেকে উদ্ধার মুঘল আমলের তরবারি, প্রত্নতত্ত্ব অধিদপ্তরে হস্তান্তরের সিদ্ধান্ত দক্ষিণ স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা: লাইনচ্যুতি ও সংঘর্ষে নিহত ২১, আহত শতাধিক দীর্ঘ ২৬ বছর পর কুড়িগ্রাম সরকারি কলেজ রিপোর্টার্স ক্লাবের আহ্বায়ক কমিটি ঘোষণা জম্মু-কাশ্মীরে বন্দুকযুদ্ধে সাত ভারতীয় সেনা আহত নির্বাহী ম্যাজিস্ট্রেটকে বৃদ্ধাঙ্গুলি: ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের প্রার্থী রুমিন ফারহানাকে তলব

জয়পুরহাটে রহস্যময় আততায়ীর আবির্ভাব: একের পর এক খুন হচ্ছে মানুষ

জয়পুরহাট প্রতিনিধি
  • আপডেট সময় রবিবার, ২ মার্চ, ২০২৫
  • ২১২ বার দেখা হয়েছে
জয়পুরহাটের চক দাদরা গ্রামে পথের ধারে গাছের ডালে ঝুলছে ফাঁস দেওয়া অটোচালকের লাশ
জয়পুরহাটের চক দাদরা গ্রামে পথের ধারে গাছের ডালে ঝুলছে মফিজ নামক ব্যক্তির লাশ

দুই মাস আগের ঘটনা, জয়পুরহাটের ভাদসা ইউনিয়নের এক গোরস্তানে গাছের সঙ্গে নুর আলম নামের এক ব্যবসায়ীর ঝুলন্ত লাশ দেখে জনমনে আতঙ্ক জেগে উঠল, তিনদিন ধরে নিখোঁজ থাকার পর তার লাশ পাওয়া গিয়েছিল। কিন্তু সেই আতঙ্কের রেশ কাটতে না কাটতেই তার এক মাস পর জানুয়ারির ২৯ তারিখ হঠাৎ করে নিখোঁজ হয়ে গেল মাহমুদুল হাসান পিপাস নামক এক তরুণ।  কদিন পর তার দেখা মিলল বটে, তবে গোরস্তানে; একইভাবে ঝুলন্ত অবস্থায়।

এমতাবস্থায় জনমনে যখন ব্যাপক আতঙ্ক বিরাজ করছে, তখনও প্রশাসন নির্বিকার। এর ফলে ঘটে গেল আরেকটি দুর্ঘটনা। ০১ মার্চ সকালে চক দাদরা গ্রামে দেখা মিলল মফিজ নামের এক অটোচালকের ঝুলন্ত লাশের; পথের ধারে, ক্ষেতের পাশে গাছের ডালে দোল খাচ্ছে ।

প্রতিটা খুনের ক্ষেত্রে একটি কমন বৈশিষ্ট্য লক্ষ্য করেছেন জয়পুরহাটের বাসিন্দারা: ভিক্টিমের শরীরে থাকছে ব্লেজার, পায়ে জুতা , ঝুলছে গাছের ডালে-মাটি থেকে অস্বাভাবিক উচ্চতায়; যা বলে দেয় যে এগুলো আত্মহত্যা নয়, বরং খুন করে ঝুলিয়ে দিচ্ছে কোনো আততায়ী।

বিষয়টি নিয়ে হুলস্থূল পড়ে গেছে জয়পুরহাটবাসীদের মনে, জনমনে তুমুল আতঙ্ক বিরাজ করছে। কিন্তু বিকার নেই প্রশাসনের, এখনও শুরু হয়নি কোনো গোয়েন্দাগিরী-তদন্ত। জানা গেছে, আগের খুনগুলোও ময়নাতদন্তে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়া হয়েছে। খুনগুলো কে বা কারা করছে, কেন করছে, খুনি কি ব্যক্তিবিশেষ নাকি কোনো কিলার গ্রুপের সদস্য, এগুলো কি সাধারণ খুন নাকি সিরিয়াল কিলিং, কাকতালীয় নাকি পরিকল্পিত তা নিয়ে তদন্ত করার সবিশেষ প্রয়োজনীয়তা  থাকলেও এখনও প্রশাসনকে এই নিয়ে সক্রিয় হতে দেখা যায়নি। এমনকি মিডিয়াগুলোরও মনোযোগ আশানুরূপ নয়।

এই নিয়ে আক্ষেপ করতে দেখা গেল খুন হওয়া মাহমুদুল হাসান পিপাসের মামাতো বোন মাহবুবা আক্তারকে। জয়পুরহাটের হৃদয় হতে নামক এক ফেসবুক গ্রুপে মাহবুবা আক্তার পোস্ট দিয়ে লিখেছেন, “এর পরের টার্গেট আপনি-আমিও হতে পারি…! আর কত গুলো লা* পাওয়া গেলে প্রশাসন একটু নজরে নিবে বিষয় গুলো। আজ আমি নিজেকে নিরাপদ মনে করছি না আমার এই শহরে, আগে যেখানে কোনো রকম ভয় রাতের বেলাতেও ছাড়া বাসা থেকে বের হতে পারতাম, এখন দিনের বেলা বের হতেও ভয় লাগে, এইভাবে আর কয় জন মায়ের বুক খালি হইলে প্রশাসন নজরে নিবে? এগুলা কি আসলেই স্বাভাবিক…! আপনাদের কাছে কি একটুও রহস্যজনক মনে হচ্ছে না?সবার কাছে প্রশ্ন রেখে গেলাম।”

  • দৈনিক সাবাস বাংলাদেশ এর সর্বশেষ নিউজ পড়তে ক্লিক করুন: সর্বশেষ
  • দৈনিক সাবাস বাংলাদেশ এর ফেসবুক পেজটি ফলো করুন: dailysabasbd

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT