ম্যাক্রোঁর মন্তব্যে ক্ষোভ: আফ্রিকান দেশগুলোকে অকৃতজ্ঞ বলায় বিতর্ক - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
১১ ব্যাংকের সম্পদের মান যাচাই করবে বাংলাদেশ ব্যাংক চাঁদে নয়, ক্যামেরার সামনে ভারতের চন্দ্রযান-৩ মিশন নিউইয়র্কের মেয়র নির্বাচনে এগিয়ে থাকা মামদানি এখন ইসলামবিদ্বেষের শিকার! ফেসবুকের মেটা ও টিকটক মামলার মুখে রাজনৈতিক নিষেধাজ্ঞায় আওয়ামী লীগের ক্ষমতা বৃদ্ধি পাচ্ছে: রুমিন ফারহানা আর্জেন্টিনার কিংবদন্তি অ্যাঞ্জেল ডি মারিয়া ইউরোপীয় ফুটবলের অধ্যায় শেষ করলেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. ইউনূসের বৈঠকে নির্বাচনের সময়সূচি চূড়ান্ত লিবিয়ার উপকূলে ২৮ বাংলাদেশি আটক ইউরোপজুড়ে তীব্র দাবদাহে জনজীবন বিপর্যস্ত নিয়োগে নেই সুপারিশের প্রভাব, নোবিপ্রবিতে শিক্ষক নিয়োগে নতুন ধারা

ম্যাক্রোঁর মন্তব্যে ক্ষোভ: আফ্রিকান দেশগুলোকে অকৃতজ্ঞ বলায় বিতর্ক

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ৮ জানুয়ারী, ২০২৫
  • ১২৮ বার দেখা হয়েছে
ম্যাক্রোঁর মন্তব্য
"ওরা ধন্যবাদ বলতে ভুলে গেছে বলে আমার মনে হয়," ম্যাক্রোঁ| ছবি: এএফপি

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর মন্তব্য নিয়ে আফ্রিকার নেতারা তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। ম্যাক্রোঁ বলেছিলেন যে আফ্রিকান দেশগুলো তাদের সার্বভৌমত্বের জন্য প্যারিসের কাছে ঋণী এবং প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধে আফ্রিকান সেনাদের সমর্থন ছাড়া “ফ্রান্স হয়তো আজও জার্মান থাকত।”

প্রেসিডেন্ট ম্যাক্রোঁ এখন পশ্চিম আফ্রিকার ফ্রান্সের বাকি মিত্রদের সঙ্গে উত্তেজনার মুখোমুখি হয়েছেন এবং নিজ দেশে তাকে নব্য ঔপনিবেশিক মনোভাব প্রদর্শনের জন্য অভিযুক্ত করা হচ্ছে। সোমবার ফরাসি রাষ্ট্রদূতদের উদ্দেশ্যে এক ভাষণে ম্যাক্রোঁ আফ্রিকান দেশগুলোকে “ধন্যবাদ জানাতে ভুলে গেছে” বলে দুঃখ প্রকাশ করেন।

তিনি বলেন, “আমার মনে হয়, তারা ‘ধন্যবাদ’ বলা ভুলে গেছে। তবে এটা কোনো ব্যাপার নয়, সময়ের সঙ্গে তা হবে।” সামরিক অভিযানের প্রসঙ্গে তিনি বলেন, “আমরা সঠিক কাজ করেছি,” এবং যোগ করেন যে সাহেল অঞ্চলের কোনো দেশই আজ “সার্বভৌম” থাকত না ওই অভিযানের ছাড়া।

ম্যাক্রোঁ আরও বলেন, “আমরা সেইসব অঞ্চলে গিয়েছিলাম কারণ সেগুলো আমাদের ডাক দিয়েছিল। তবে আমরা সেখানে অভ্যুত্থান ঘটানোর সহযোগী নই।”

আফ্রিকায় ফরাসি প্রভাব কমছে

২০২১ সালে মালি, ২০২২ সালে বুর্কিনা ফাসো এবং ২০২৩ সালে নাইজারে সামরিক অভ্যুত্থানের ফলে ফ্রান্সের সৈন্য প্রত্যাহার বাধ্যতামূলক হয়ে পড়ে। এদিকে, রাশিয়া এই দেশগুলোতে তার প্রভাব বাড়িয়েছে।

ফ্রান্স ২০১৩ সালে তৎকালীন প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদের নেতৃত্বে মালি ও সাহেল অঞ্চলে জঙ্গি বিদ্রোহ দমন করতে সামরিক অভিযান শুরু করে। এই অভিযানে ৫৮ জন ফরাসি সৈন্য নিহত হয়।

‘আফ্রিকানদের সম্মান করতে শিখুন’

চাদের প্রেসিডেন্ট মাহামাত ইদ্রিস ডেবি ইটনো ম্যাক্রোঁর মন্তব্যকে “ভুল যুগের চিন্তাধারা” বলে উল্লেখ করেন এবং বলেন, “আফ্রিকা ও আফ্রিকানদের প্রতি প্রায় অবজ্ঞার সীমায় পৌঁছানো এমন মন্তব্যের জন্য আমি ক্ষোভ প্রকাশ করছি।”

চাদের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আবদেরামান কুলামাল্লাহ মন্তব্য করেন যে ম্যাক্রোঁর এই বক্তব্য “আফ্রিকা ও আফ্রিকানদের প্রতি অবমাননাকর মনোভাব” প্রকাশ করে।

তিনি আরও উল্লেখ করেন, প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধে ফ্রান্সের মুক্তিতে আফ্রিকা, বিশেষত চাদের “গুরুত্বপূর্ণ ভূমিকা” ছিল, যা ফ্রান্স কখনও প্রকৃতপক্ষে স্বীকার করেনি।

নভেম্বরের শেষে চাদ ফ্রান্সের সঙ্গে প্রতিরক্ষা ও নিরাপত্তা চুক্তি বাতিল করে, এটিকে “অপ্রচলিত” বলে উল্লেখ করে। প্রায় ১,০০০ ফরাসি সৈন্য বর্তমানে চাদ থেকে প্রত্যাহারের প্রক্রিয়ায় রয়েছে।

সেনেগাল থেকেও সমালোচনা

সেনেগালের প্রধানমন্ত্রী ওসমানে সনকো ম্যাক্রোঁর মন্তব্যের কড়া সমালোচনা করে বলেন, “আফ্রিকার নিরাপত্তা ও সার্বভৌমত্ব নিশ্চিত করার ক্ষমতা বা বৈধতা ফ্রান্সের নেই। বরং, লিবিয়ার মতো দেশগুলোকে অস্থিতিশীল করার মাধ্যমে ফ্রান্সই সাহেল অঞ্চলের স্থিতিশীলতায় বিপর্যয় সৃষ্টি করেছে।”

তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধে আফ্রিকান সৈন্যদের ভূমিকার প্রসঙ্গ তুলে বলেন, “যদি আফ্রিকান সৈন্যরা, অনেক সময় জোরপূর্বক নিযুক্ত হয়ে, ফ্রান্সের পক্ষে লড়াই না করত, ফ্রান্স হয়তো আজও জার্মান থাকত।”

ফ্রান্সেও নিন্দা

ফ্রান্সের বামপন্থী দল ফ্রান্স আনবোড (LFI) মন্তব্য করেছে যে প্রেসিডেন্টের এই বক্তব্য “নব্য ঔপনিবেশিক পিতৃত্বসুলভ মনোভাব প্রকাশ করে, যা একেবারেই সহনীয় নয়।”

LFI আরও বলেছে, “এই ধরনের মন্তব্য রাজনৈতিকভাবে অসঙ্গত এবং কূটনৈতিকভাবে একেবারেই দায়িত্বজ্ঞানহীন। এটি পশ্চিম আফ্রিকার দেশগুলোর সঙ্গে আমাদের সম্পর্ক আরও দুর্বল করে দেবে।”

দলের নেতা জাঁ-লুক মেলেনশো বলেছেন, “আবারও, অবহেলা ও নিয়ন্ত্রণহীন বক্তব্য আমাদের দেশের আন্তর্জাতিক সম্পর্ককে খারাপ করছে।”

সূত্র: টিআরটি ওয়ার্ল্ড

  • দৈনিক সাবাস বাংলাদেশ এর সর্বশেষ নিউজ পড়তে ক্লিক করুন: সর্বশেষ
  • দৈনিক সাবাস বাংলাদেশ এর ফেসবুক পেজটি ফলো করুন: dailysabasbd

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT