
কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় বিএনপির সম্মেলনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। রাউতি ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হাসান ওরফে রতন (৫৫) এই সংঘর্ষে ছুরিকাঘাতে প্রাণ হারান। আহত হয়েছেন আরও অন্তত পাঁচজন।
আজ রোববার বেলা ১১টার দিকে রাউতি ইউনিয়নের বানাইল বাজারে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, আগামী বুধবার তাড়াইল উপজেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা। নতুন নেতৃত্ব নির্বাচনের জন্য আয়োজিত এ সম্মেলনকে ঘিরে শনিবার বিকেলে দলীয় ভোটার তালিকা নিয়ে রাউতি ইউনিয়নের নেতাদের মধ্যে মতবিরোধ হয়। এতে ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হাসান এবং সদস্য গিয়াসউদ্দিনের মধ্যে বাকবিতণ্ডা হয়।
এরই জেরে আজ বানাইল বাজারে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে প্রতিপক্ষের ছুরিকাঘাতে আবুল হাসান গুরুতর আহত হন। তাকে এবং আহত অন্য পাঁচজনকে তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক আবুল হাসানকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল মিয়া জানিয়েছেন, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। তবে এখন পর্যন্ত কেউ আটক হয়নি।
নিহত আবুল হাসানের ভাগনে শামীম মিয়া অভিযোগ করে বলেছেন, ‘কাউন্সিলকে ঘিরে পরিকল্পিতভাবে মামাকে হত্যা করা হয়েছে।’ এদিকে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম এই ঘটনাকে দুঃখজনক উল্লেখ করে বলেছেন, দলের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে এবং জড়িতদের বিরুদ্ধে দলীয় ব্যবস্থা নেওয়া হবে। তবে তার মতে, ঘটনাটি ব্যক্তিগত বিরোধ থেকে ঘটতে পারে।
The Dailyjiliapp is surprisingly good! Smooth navigation, and I can play my favorite games on the go without any lag. A must-have if you’re always on your phone: dailyjiliapp.
Dailyjililogin does exactly what it says on the tin – speedy and reliable login access every single day. Haven’t had any problems so far, and the interface is pretty straightforward. Worth a bookmark: dailyjililogin.
Playtimecasinologin makes getting into Playtime Casino hassle-free. Simple, effective, and I haven’t encountered any login issues. Good to have a reliable entry point! Find it at playtimecasinologin.