সিডনি বিশ্ববিদ্যালয়ে ৮০০ কোটি টাকা অনুদান দিলেন বাংলাদেশি বংশোদ্ভূত প্রযুক্তি উদ্যোক্তা রবিন খুদা । তিনি সিডনি বিশ্ববিদ্যালয়কে ১০ কোটি অস্ট্রেলীয় ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮০০ কোটি টাকা) অনুদান দিয়েছেন। এ অনুদান বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল এবং গণিত বিষয়ে পিছিয়ে পড়া নারী শিক্ষার্থীদের জন্য দিয়েছেন। এই অনুদান ২০ বছর মেয়াদি একটি বিশেষ শিক্ষা কর্মসূচিতে ব্যয় করা হবে।
সিডনি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মার্ক স্কট জানিয়েছেন, এটি বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এককালীন সবচেয়ে বড় অনুদান। এ কর্মসূচি বাস্তবায়নের জন্য তিনি প্রায় দুই বছর ধরে আলোচনা ও পরিকল্পনা করেছেন।
রবিন খুদা এ অনুদান সম্পর্কে বলেন, “সিডনি বিশ্ববিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক শিক্ষা অসাধারণ। তারা চমৎকার গবেষণা প্রকল্প নিয়ে কাজ করেন। এ কারণেই আমি তাদেরকে বেছে নিয়েছি।”
রবিন খুদার জন্ম বাংলাদেশের সিরাজগঞ্জে। ১৮ বছর বয়সে তিনি বাবার সঙ্গে অস্ট্রেলিয়ায় পাড়ি জমান। তিনি পশ্চিম সিডনিতে বসবাস করেন এবং ২০১৭ সালে এয়ারট্রাঙ্ক নামে একটি ডেটাসেন্টার প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন।
নারীদের প্রযুক্তি খাতে অংশগ্রহণ বাড়ানোর লক্ষ্যে তিনি ২০২০ সালে খুদা ফ্যামিলি ফাউন্ডেশন নামে একটি দাতব্য সংস্থা গড়ে তোলেন। গত বছর তিনি এয়ারট্রাঙ্ক প্রতিষ্ঠানটি মার্কিন ইক্যুইটি ফার্ম ব্ল্যাকস্টোনের কাছে ২৪০০ কোটি ডলারে বিক্রি করেন। এ বিক্রির পর তিনি প্রতিষ্ঠানের কর্মচারীদের জন্য ২ কোটি ২০ লাখ ডলার বোনাস ঘোষণা করেন, যা আন্তর্জাতিক গণমাধ্যমে ব্যাপক সাড়া ফেলে।এইবার তিনি সিডনি বিশ্ববিদ্যালয়ে ৮০০ কোটি টাকা অনুদান দিয়ে আলোচনায় আসলেন।
আরও পড়ুন:
Leave a Reply