বেলুচিস্তানে সন্ত্রাসবিরোধী অভিযানে শহীদ মেজর ও সিপাহী, খাইবার পাখতুনখোয়াতেও নিহত ২ নিরাপত্তা সদস্য - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
বুটেক্স স্পিনার্স ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত হল ‘স্পিনার্স ফিয়েস্তা ৩.০’ বছরজুড়ে ডেঙ্গুর হুমকি: টিকা আবিষ্কার হলেও কেন এখনো বাংলাদেশে ব্যবহার হচ্ছে না? ১৩ নভেম্বর ঘিরে নিরাপত্তা জোরদার, সারাদেশে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী শৃঙ্খলা ভঙ্গের দায়ে রাবি জিয়া পরিষদের সভাপতির পদ হারালেন অধ্যাপক এনামুল  দেশেই হবে বিশ্বমানের বন্ধ্যত্ব চিকিৎসা, তুরস্কের বিনিয়োগে নতুন হাসপাতাল টিএফডির শিরোপা জয়, তবু বুটেক্সে অশান্তি; খেলাকেন্দ্রিক সংঘাতে তদন্ত শুরু ট্রাম্পের হুমকিতে মামদানির জবাব: উন্নয়ন তহবিল বন্ধ হলে আদালতে যাব শেকৃবিতে কর্মকর্তা–কর্মচারীকে মারধরের ঘটনায় বহিষ্কৃত ও ড্রপআউট ছাত্রদলের বিরুদ্ধে অভিযোগ ইবিতে সাংবাদিক মারধরের ঘটনায় ৩ শিক্ষার্থী বহিষ্কার বাঁচতে চায় ব্লাড ক্যান্সারে আক্রান্ত কুবি শিক্ষার্থী প্রভা

বেলুচিস্তানে সন্ত্রাসবিরোধী অভিযানে শহীদ মেজর ও সিপাহী, খাইবার পাখতুনখোয়াতেও নিহত ২ নিরাপত্তা সদস্য

আন্তর্জাতিক ডেক্স
  • আপডেট সময় শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫
  • ২২১ বার দেখা হয়েছে

আন্তর্জাতিক ডেক্স : পাকিস্তান সেনাবাহিনীর গণমাধ্যম শাখা (ISPR) জানায়, বেলুচিস্তানের মাসতুন জেলায় সন্ত্রাসীদের বিরুদ্ধে পরিচালিত একটি গোয়েন্দা তথ্যভিত্তিক অভিযানে সেনাবাহিনীর একজন মেজর ও একজন সিপাহী শহীদ হয়েছেন। এছাড়া, খাইবার পাখতুনখোয়ার পৃথক দুটি ঘটনায় আরও দুইজন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য সন্ত্রাসীদের হামলায় শহীদ হন।

ISPR এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, ৩১ বছর বয়সী মেজর জিয়্যাদ সালিম আওয়াল, যিনি পাঞ্জাব প্রদেশের খুশাব জেলার বাসিন্দা ছিলেন, সাহসিকতার সঙ্গে সামনের সারিতে থেকে অভিযান পরিচালনা করেন এবং সিপাহী নাজাম হুসেইন (২২), যিনি ঝিলম জেলার বাসিন্দা, তার সঙ্গে শাহাদাত বরণ করেন।

অভিযানে ভারতীয় পৃষ্ঠপোষকতাপ্রাপ্ত সন্ত্রাসী সংগঠন ‘ফিতনা-আল-হিন্দুস্তান’-এর তিনজন সন্ত্রাসীকে নিহত করা হয়। আইএসপিআর জানায়, “নিজস্ব সেনারা সন্ত্রাসীদের অবস্থান সনাক্ত করে কার্যকরভাবে প্রতিরোধ করে এবং তাতে তিনজন সন্ত্রাসী নরকে পাঠানো হয়।”

অভিযানের পর নিরাপত্তাবাহিনী এলাকায় ‘স্যানিটাইজেশন অপারেশন’ পরিচালনা করছে যাতে কোনো ভারতীয় পৃষ্ঠপোষকতাপ্রাপ্ত সন্ত্রাসী থেকে না যায়।

এদিকে, খাইবার পাখতুনখোয়ার কোহাট জেলার কামার ধান্দ গ্রামের বাসিন্দা তাল স্কাউটের ল্যান্স নায়েক জাফর এক স্নাইপার হামলায় শহীদ হন। একইদিন বন্নু জেলায় একটি সন্ত্রাসী হামলায় এক এফসি জওয়ান শহীদ হন এবং আরও দুইজন আহত হন।

ঘটনাস্থল থেকে একটি পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে এবং পুলিশ প্রত্যাঘাতের সময় এক সন্ত্রাসীকে আহত করে, যাকে পরে তার সঙ্গীরা নিয়ে পালিয়ে যায়। ওই এলাকায় অভিযান চলছে।

পাকিস্তানের রাষ্ট্রপতি আসিফ আলী জারদারি মেজর জিয়্যাদ সালিম আওয়াল ও সিপাহী নাজাম হুসেইনের শাহাদাতকে সম্মান জানিয়ে বলেন, “তাদের এই আত্মত্যাগ মাতৃভূমির প্রতি সর্বোচ্চ ভালোবাসা ও সাহসিকতার নিদর্শন। জাতি তাদের চিরদিন শ্রদ্ধাভরে স্মরণ রাখবে।”

তিনি আরও বলেন, “ভারতীয় পৃষ্ঠপোষকতায় পরিচালিত সন্ত্রাসের বিরুদ্ধে এই অভিযান চলবে, যতক্ষণ না এর মূলোচ্ছেদ করা হয়। জাতি তাদের সেনাবাহিনীর পাশে আছে।”

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভিও শহীদ সেনাদের প্রতি গভীর শ্রদ্ধা ও তাদের পরিবারের প্রতি সমবেদনা জানান। তিনি শহীদদের আত্মত্যাগকে দেশপ্রেমের চরম নিদর্শন হিসেবে উল্লেখ করেন।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT