
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী থানা পুলিশ দীর্ঘদিনের অক্লান্ত পরিশ্রম ও র্যাবের সহযোগিতায় ৫টি মুলতবি গ্রেফতারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি মোঃ সোহেল রানা (৩০)-কে গ্রেফতার করেছে।
পুলিশ সূত্রে জানা যায়, ভূরুঙ্গামারী থানা পুলিশের একটি চৌকস দল এসআই মোঃ সাইফুল ইসলাম-এর নেতৃত্বে সংগীয় অফিসার ও ফোর্সসহ নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামি মোঃ সোহেল রানা (৩০), পিতা—মোঃ আজাহার আলী, সাং—ছোট খাটামারী, থানা—ভূরুঙ্গামারী, জেলা—কুড়িগ্রাম। তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় দায়েরকৃত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর আওতায় মোট ৫টি মামলার গ্রেফতারি পরোয়ানা দীর্ঘদিন ধরে কার্যকর ছিল।
আসামির বিরুদ্ধে থাকা মামলাগুলো হলো, দায়রা নং—৩৬/২০, জিআর নং—১৪৬/১৯ (নাগেশ্বরী), গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানার মামলা নং—১১, তারিখ—০৯/০৬/২০২৪; ধারা—মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১৯(ক), রংপুর কোতয়ালী থানার মামলা নং—৫৭, তারিখ—২২/০৪/২০২২; ধারা—৩৬(১) সারণির ১৯(ক), জিআর নং—৩৩৯/২৩ (সিরাজগঞ্জ); ধারা—৩৬(১) সারণির ১৯(ক)/৪১, জিআর নং—৬১/২০ (লালমনিরহাট); ধারা—৩৬(১) সারণির ১০(ক)।
ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আজিম উদ্দিন জানায়, গ্রেফতারকৃত সোহেল রানাসহ মোট চারজন আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে। অপরাধ দমনে এবং পলাতক আসামিদের গ্রেফতারে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।